Resent Post
Loading...

CHCP-দের অনলাইনে পুষ্টি সেবা দেয়ার নিয়ম।

CHCP-দের অনলাইনে পুষ্টি সেবা দেয়ার নিয়ম।



*****************************

"মাপলে তবেই বোঝা যাবে বাড়ছে শিশু সঠিক ভাবে"
০-৫৯ মাস বয়সের শিশুর ওজন ও উচ্চতা সঠিকভাবে বেড়ে ওঠার জন্য দরকার সঠিক পুষ্টি । 
গ্রোথ মনিটরিং চাটে দেখুন আপনার শিশুর পুষ্টি 


 
অনলাইনে আপনার শিশুর গ্রোথ মনিটরিং করুন। ক্লিক হেয়ার





# বাচ্চাদের মুয়াক মাপার বাংলা টিউটোরিয়াল


 



CHCP-দের নবজাতকও শিশু স্বাস্থ্য সেবা রেজিষ্টারে 
(Newborn & chaild health Register)
 27 নং কলামে ০-৫ বছরের শিশুদের ওজন লিখতে হয়।
 কি ভাবে লিখবেন ? = = =

সাধারনত শিশুর জন্ম ওজন হয় ২.৫-৩.৫ Kg
৩ মাস পরে তা দ্বিগুন হয়,
৬ মাস পরে তা ৩ গুন হয়,
১২ মাস পরে তা ৪ গুন হয়।
বুঝলেন না তো ?
১মাস থেকে ১২ মাস পর্যন্ত বয়সের শিশুর ওজন,
সুত্র: (বয়স মাসে +৯) ÷ 2
মনে করি, শিশুর বয়স ৩ মাস তার ওজন হবে-
(৩+৯)/২=৬ Kg
১বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়সের শিশুর ওজন,
সুত্র: (age in year +4)*2
Say, 2 Years = (2+4)*2 = 12 Kg
এভাবে সিসিতে সরবরাহকৃত সিরাপগুলো বয়স অনুপাতে
সঠিক ভাবে ডোজ দেওয়া য়ায়।










সিএইচসিপি পুষ্টি রিপোর্ট দেয়ার সহায়িকা
সিএইচসিপিরা অনলাইনে মাসিক ২ ফরমেটে পুষ্টি রিপোট দিয়ে থাকে, যথা – ১.মাসিক শিশুফরম, ২.মাসিক মা ফরম।
এবং দৈনিক ২ স্থানে গর্ভবতী মা ও শিশু ইনরোলম্যান করার সময় পুষ্টি সেবা ও পুষ্টি রিপোর্ট করে থাকি,
১.মাসিক শিশু ফরম,
Community Clinic online form
Form -2 (for child)
রিভাইটালাইজেশন অব  কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (আরসিএইচসিআইবি)
নবজাতক ও শিশু  স্বাস্থ্য সেবাদানের মাসিক প্রতিবেদন
মোট রোগীর সংখ্যা
০-২৮ দিন পর্যন্ত
২৯ দিন-২ মাস পর্যন্ত
২ মাস থেকে ৬ মাস পর্যন্ত
৬ মাস-১ বছর পর্যন্ত
১ বছর- ২ বছর পর্যন্ত
২ বছর- ৫ বছর পর্যন্ত
মাসিক সর্বমোট
ছেলে







মেয়ে







আইএমসিআই
খুব মারাত্মক রোগ







নিউমোনিয়া







নিউমনিয়া নয়- সর্দি- কাশি







জ্বর-ম্যালেরিয়া







জ্বর-ম্যালেরিয়া নয়







ডায়রিয়া ও আমাশয়







কানের সমস্যা







হাম







পানিতে ডোবা (Drowning)







আঘাত (Child injury)







অন্যান্য







পুষ্টি
গত ২৪ ঘন্টায় শুধুমাত্র মায়ের দুধ খাওায়ানো হয়েছে







কম জন্ম ওজন (LBW)
কৃশকায় (Low WHZ) <-2sd span="">







খর্বকায় (Low HAZ) <-2sd span="">







বয়সের তুলনায় কম ওজন (WAZ)







বয়সের তুলনায় কম ওজন (Low WAZ)<-3sd span="">
বাড়তি খাবার/পরিপূরক খাবার দেয়া



রেফারকৃত রোগীর সংখ্যা
ছেলে

মেয়ে




CHCP- দৈনিক পুষ্টি সেবা শিশু ইনরোলম্যান করার সময় পুষ্টি সেবা ফরম


উপরের ফরম পুরনের নিয়ম

আইএমসিআইএবংনিউট্রিশনকর্নার-এ মাসিক প্রতিবেদন পূরণের সহায়িকা

বিষয়
ব্যাখ্যা
1.Very Severe Disease
অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা (আইএমসিআই) চার্ট বুকলেট-এর গোলাপি শ্রেণীবিভাগে উল্লেখিত কোনও একটি রোগ অথবা এমন মারাত্মক রোগ যার জন্য হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন (যেমনঃ মারাত্মক নিউমোনিয়া, কানের পেছনে ব্যথাসহ ফোলা, ২ মাসের কম বয়সী শিশুদের জ্বর ইত্যাদি)
2.Pneumonia
বয়স অনুযায়ী দ্রুত শ্বাস; যেমনঃ ২ মাস থেকে ১২ মাস পর্যন্ত প্রতি মিনিটে শ্বাস ৫০ বা তার অধিক এবং ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত প্রতি মিনিটে শ্বাস ৪০ বা তার অধিক হলে বয়স অনুযায়ী দ্রুত শ্বাস বুঝায়।
3. No Pneumonia (Cough or Cold)
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে
4.Diarrhoeal Diseases
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে। পাতলা পায়খানার সাথে মলে রক্ত গেলে অর্থাৎ আমাশয় হলে তা ডায়রিয়ার সাথে অন্তর্ভুক্ত হবে।
5.Fever-malaria
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে অথবা অধিক ঝুঁকিপূর্ণ ম্যালেরিয়া এলাকায় জ্বর আক্রান্ত রোগীর যদি আর ডি টি পজিটিভ থাকে।
6.Fever-no malaria
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে অথবা ঝুঁকিবিহীন ম্যালেরিয়া এলাকায় যে কোনও জ্বরের রোগী।
7.Fever-malaria Unlikely
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে অথবা কম ঝুঁকিপূর্ণ ম্যালেরিয়া এলাকায় যে কোনও জ্বরের রোগী যদি আর ডি টি নেগেটিভ থাকে
8.Ear Problem
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে অথবা কানে ব্যথা/কান থেকে পুঁজ পড়া আ অন্যান্য কানের অসুবিধা
9.Measles
আই এম সি আই চার্ট বুকলেট অনুযায়ী হবে
10.Drowning
পানিতে ডুবে অসুস্থ হয়ে যদি কোনও শিশু আইএমসিআই ও নিউট্রিশনকর্নার এ আসে
11.Child Injury
যদি কোনও শিশু পানিতে ডুবা ছাড়া অন্য কোনও আঘাত নিয়ে আইএমসিআই ও  নিউট্রিশনকর্নার এ আসে
12.Pus draining from Umbilicus
নবজাতকের যদি নাভি থেকে পুঁজ পড়া রোগ নিয়ে আইএমসিআই ও  নিউট্রিশন কর্নার এ আসে
13.Other Diseases
যদি কোনও শিশু উপরিল্লেখিত রোগ ছাড়া অন্য কোনও রোগ নিয়ে এই কর্নার এ আসে




CHCP- দৈনিক পুষ্টি সেবা শিশু ইনরোলম্যান করার সময় পুষ্টি ফরম পুরন তথ্য






পুষ্টি বিষয় পুরো বিস্তারিত





সিএইচসিপির অনলাইন এনসিডি রিপোর্ট দেখতে ক্লিক করুন এখানে


খেড়কাটি সিসির অনলাইন সমুদয় রিপোর্ট দেখতে ক্লিক করুন এখানে



খেড়কাটি সিসির সব তথ্য দেখতে ক্লিক করুন এখানে


0 মন্তব্য(গুলি):