ডা. আজমল হক UH@FPO এর সিসি ভিজিট
ডা. আজমল হক UH@FPO এর সিসি ভিজিট
তিনি খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সন্তোস প্রকাস করেন।
আজ কমিউনিটি ক্লিনিকে তেমন কোন ব্যাস্ততা নেই।তারপরও প্রতিদিনের মত ঠিক সময়মত ফরহাদ সিএইচসিপি সিসিতে এসেছে। প্রতিদিন সকাল ৯,০০টায় কমিউনিটি ক্লিনিকে পৌছান তিনি, গত দুমাস থেকে চাকরীর বিভিন্ন দাবীদবা নিয়ে সিএইচসিপিরা বেশ উত্তাপ।ঢাকা অবস্থান, খরচ, পার সিএইচসিপি ৩০০০(তিন হাজার)টাকা চাদা, হিসাব নিকাস ইত্যাদি। ইহাতে তেমন কোন মাথায় নে না ফরহাদ।
৬,০০০ হাজার জনগনের প্রাথমিক সেবাদানের জন্য খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটি ১২টি গ্রাম নিয়ে প্রায় ১০৫০০ জনগোষ্ঠি নিয়ে গঠিত। সবার পছন্দমত ০৯ নং ভিয়াইল ইউনিয়নের পুরাতন ০১ নং ওয়ার্ডের মধ্যখানে আবস্থিত। সিসিটি চিরিরবন্দর থানা হইতে সিএমবি পাকা রাস্তার পার্শ্বে সুবৃহত পুকুর পাড় ও সুশিতল আমবাগানের কাছে অবস্থিত। সিসির পার্শ্বে খেড়কাটি বাজার, খেড়কাটি প্রাইমারী স্কুল, খেড়কাটি হাই স্কুল, এতিমখানা মাদ্রাসা, ইউনিয়ন ভুমি অফিস, পাকা মসজিত এবং ৪ রাস্তার পার্শ্বে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত।
ফরহাদ সিএইচসিপির অফিস বেশ ছিম ছাম। সামনে চেয়ার টেবিল আলমারী বেশ গোছানো।
গোছানো দরজা জানালার পর্দা
।
হঠাৎ উপজেলা স্বাস্থ্য প:প. কর্মকর্তা জনাব ডা. আজমল হক স্যার দরজার কাছে এসে বলল,
ফরহাদ আছো।
ফরহাদ আছো।
জি স্যার আছি -
স্যার বলল, তোমার ওয়ালে লিফলেট, ক্যাসম্যান এরিয়া ম্যাপ, পরিষ্কার পরিছন্ন সব কিছু দেখে আমি খুব খুশি হয়েছি।
ঠিক তখনি একটি শিশু রোগী এসে হাজির, স্যার শিশু রোগীকে এসকেথেস্কাপ দিয়ে দেখেন এবং পুষ্ঠি নির্নয় করে শিশুর মা কে উপদেশ দেন এবং আমাকে বলল তাকে ড্রোপ. এমোক্সাসিল দেও।
তিনি এক এক করে বিভিন্ন খাতা পত্র দেখলেন, আর তৎখনিক উপদেশ গাইডলাইন দিলেন।
ছোট বেলা থেকে ফরহাদের খুব টিভি, কম্পিউটার, ইন্টারনেট এর প্রতি তার বেশ আগ্রহ ছিল।
ফরহাদ সিএইচসিপি প্রতিদিন অফিসে বিকাল ২.৩০ টার পর ল্যাপটবে বসতেন,
আজকে নতুন শিশু/গর্ভবতী মা অসলে তাদের ঐ দিনেই রেজিষ্ট্রেশন গর্ভবতী মা/ শিশু সেবার
অনলাইন
কাজ শেষ করতেন।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.
আজমল
হক
স্যার আজ ০৩/০৪/২০১৮ইং রোজ মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পরিদর্শনে আসেন।
তিনি খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সন্তোস প্রকাস করেন।
তিনি বিভিন্ন পোষ্টার ও পরিষ্কার পরিছন্নতা দেখেন।
HA, FWA, অনুপস্তিত ছিল।
সিসির একটি নিয়ম ছিল অফিস থেকে কেউ আসলে তাকে আপ্যায়ন করানো, স্যারের জন্যও তাই হল।
স্যার মহদয়কে চৈতি দুপুরে প্রখর রোদকে মাথায় নিয়ে সিসি ভিজিট এর পর বৈকালি শান্তিময় বিশ্রামের শান্ত শুভেচ্ছাও অভিন্দন।
উত্তরমুছুনস্যার,কাজ প্রিয় ও প্রকৃতি প্রিয় মানুষ।
তিনি কাজের লোকদের খুব পছন্দ করেন
স্যারের প্রতি বিনীত নিবেদন সিসিতে HA,FWA দের অনুপস্থিতির বিষয়টি আমলে নিবেন এবং chcpদের সু-উপদেশ দেওয়ার জন্য আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
সেই সাথে ফরহাদ দোস্তকে ধন্যবাদ।
ধন্যবাদ দোস্ত আহম্মদ
মুছুনআমাদের দিনাজপুরের আইটি প্রধান।
উত্তরমুছুনধন্যবাদ ভাই
মুছুনস্যার মহদয়কে চৈতি দুপুরে প্রখর রোদকে মাথায় নিয়ে সিসি ভিজিট এর পর বৈকালি শান্তিময় বিশ্রামের শান্ত শুভেচ্ছাও অভিন্দন।
উত্তরমুছুনস্যার,কাজ প্রিয় ও প্রকৃতি প্রিয় মানুষ।
তিনি কাজের লোকদের খুব পছন্দ করেন
স্যারের প্রতি বিনীত নিবেদন সিসিতে HA,FWA দের অনুপস্থিতির বিষয়টি আমলে নিবেন এবং chcpদের সু-উপদেশ দেওয়ার জন্য আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
সেই সাথে ফরহাদ দোস্তকে ধন্যবাদ।