Resent Post
Loading...

খেড়কাটি সিসিতে বাংলাদেশ এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন

খেড়কাটি সিসিতে বাংলাদেশ এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন

"বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ" প্রস্ততি সভার কার্যবিবরনী






বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ" খেড়কাটি সিসিতে পালনের সভার কার্যবিবরনী-

------------------------------------------------
------------------------------------------------

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, সিবিএইচসি কার্যালয়,
বিএমআরসি ভবন (২য় তলা) মহাখালী ঢাকা
--------------------------------------------------------------------------------------------------
|| বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের সিসি গ্রুপ, সিসি সাফট গ্রুপ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের আলোচনা সভার কার্য্যবিবরনী।


কমিউনিটি ক্লিনিকের নামtখেড়কাটি কমিউনিটি ক্লিনিক
সাবেক ওয়ার্ড                t           ০১
ইউনিয়ন                      t           ৯ নং ভিয়াইল
উপজেল                         t           চিরিরবন্দর  
জেলার নাম                   t           দিনাজপুর
সভাপতি                        t           মো : ইউসুফ ইউসুফ আলী  
স্থান                             t           খেড়কাটি উচ্চ বিদ্যালয়   
মাস                               t           ২২ ই মার্চ/২০১৮ইং
তারিখ                          t           ২২ ই মার্চ/২০১৮ইং, ০৮ ই চৌত্র, 1424,  রোজ - বৃহস্পতিবার |
সময়                             t           সকাল ১০.৩০ মিনিট
সভার ধরন                   t           আলোচনা সভা ও রেলী।  
সভার নং                      t           ১০২


উপস্তিত সিজি সদস্য উপস্তির তালিকা ও ছবি পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য ।


অদ্য ২২/০৩/২০১৮ ইং তারিখ বৃহস্পতিবার “বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ” উদযাপন উপলক্ষে  ২০ থেকে ২৫ মার্চ/২০১৮ইং বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের নিমিত্তে গৃহীত কর্মসূচী পালন/২০১৮ এর আলোচনা সভা উৎযাপন উপলক্ষে খেড়কাটি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত করেন মো: আমজাদ হোসেন ও শ্রী নিরেন্দ্র রায় গীতা পাঠ করেন এবং  আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয় ।


          আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন, বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ খেড়কাটি সিসিতে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের  প্রস্তুতি সভার কার্যবিবরনী পড়ে শুনান, উপস্তিত খেড়কাটি সিসির মুল কমিটি, সিসি সাপট কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা তা মনোযোগ দিয়ে শুনেন,
 উক্ত প্রস্তুতি সভার কার্যবিবরণী ও সিসির সেবাসমুহ দেখে উপস্তিত সদস্যরা সিএইচসিপিকে ধন্যবাদ দেন।
সিএইচসিপি বলেন, বাংলাদেশের স্বল্পোউন্নত দেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণের জন্য খেড়কাটি সিসির পক্ষ থেকে দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে  প্রাণ ঢালা  অভিনন্দন। মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমরা গর্বিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ সিএইচসিপি খেড়কাটি সিসির সেবাসমুহ, অসংক্রামক রোগ যেমন- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, হাপানী ও সংক্রামক রোগ যেমন- যক্ষা, জলতাংক, সিফিলিস ইত্যাদি রোগের কারন ও প্রতিকার সম্পর্কে বিভিন্ন লিফলেট দেখান ও প্রতিরোধ সম্পর্কে বলেন।
তিনি বলেন আপনার শিশু কি অপুষ্ঠিতে ভুকতেছে? তা জানতে খেড়কাটি সিসিতে আপনার শিশুর টিকা কাড অথবা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসুন।শিশুর ওজন উচ্চতা ও মুয়াক বয়স অনুপাতে ঠিক আছে কি না তা দেখে নিন ও প্রয়োজনীয় পরামর্শ নিন ।তিনি আরও বলেন গর্ভবতী মায়েদের সিসিতে আরবিএস, ওজন, উচ্চতা, উচ্চ রক্তচাপ, গর্ভবতী কার্ড, ওষুদ, প্রয়োজনীয় পরামর্শ গুরত্ব সহকারে দেয়া হয়।


        সিসি মুল কমিটির সহসভাপতি ও প্রাত্তন দুর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ জয়দেব বাবু বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে নতুন বছর ২০১৮ সাল কারণ ৪২ বছর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকার পর রাষ্ট্র চলতি বছর উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতি পেল সবকিছু ঠিক থাকলে ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে উন্নয়নশীল দেশের তালিকায়
বাংলাদেশের জন্য এই অর্জন অনেক মর্যাদার কারণ এলডিসি থেকে উন্নয়নশীলে উত্তরণের জন্য বিবেচ্য তিনটি সূচকেই উত্তীর্ণ হয়ে দেশ স্বীকৃতি অর্জন করেছে। এর ফলে নতুন অবয়বে সারাবিশ্বের সামনে অভ্যুদয় ঘটবে বাংলাদেশেরএলডিসি থেকে উত্তরণের জন্য তিনটি সূচক বিবেচনায় নেয় সিডিপি এগুলো হচ্ছে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা কোনো দেশ তিনটি সূচকের যে কোনো দুটিতে পর পর দুটি পর্যালোচনায় ( বছর) উত্তীর্ণ হলে তাকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ সুখবর হলো, বাংলাদেশই প্রথম এলডিসি যে তিনটি সূচকেই শর্ত পূরণ করছে।


খেড়কাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ কামরুন নেহার বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার সবচেয়ে বড় বিষয় মর্যাদার বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এটি তারই আন্তর্জাতিক স্বীকৃতি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এতে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে বিদেশি বিনিয়োগ বাড়বে আরও বেশি হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম হবেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, নিরলস প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমের ফলে এই উত্তরণ সম্ভব হয়েছেতিনি আরো বলেন, আজ বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রেই উন্নতি হয়েছে।

ধুরইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ ফেরদৌসি আরা বলেন, মার্চ মাস বাঙালি জাতির গৌরব অহংকারের মাস মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছেন, মাসে বঙ্গবন্ধু ঐতিহাসিক মার্চের ভাষণ দিয়েছিলেন এবং মাসেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল একই মাসে এলডিসি থেকে উত্তরণের ফলে বাঙালি জাতি গর্বিত অনুপ্রাণিত হয়েছে 
বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গৃহীত বিস্তারিত কার্যক্রম সন্নিবেশিত করা হলো। বিস্তারিত আলোচনা ও আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত ও অনুমোদিত হল।  
তাহা নিম্নরুপ :-


আলোচ্য বিষয় / তারিখ
আলোচনা /সিদ্ধান্ত
বাস্তবায়নের দায়িক্ত
বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন ২৪/০৩/২০১৮ (শনিবার)
০১. বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ আগামী ২৫ মার্চ /২০১৮ ইং পর্যন্ত চলবে।
০২. ২৪শে মার্চ/১৮ স্বপ্ন পুরনে বাংলাদেশ, জলতাংক মুক্ত করব দেশ। জলতাংক সম্পর্কে সিসিতে বিশেষ স্বাস্থ্য শিক্ষা।
০৩.  ২৪ মার্চ /২০১৮ বিশ্ব ক্ষ্মা দিবস সংক্রামক রোগ সম্পর্কে সচেতনাতামুলক আলোচনা  ও উহার লিফলেট প্রদর্শন করা।
সিএইচসিপি, এইচএ, এফডাবলুএ
২৫/০৩/২০১৮ (রবিবার)

বিশেষ টিকাদান কার্যক্রম, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো, গর্ভবতী মায়ের প্রসব পূর্ব পরবর্তী বিষয়ে সচেতনতামূলক আলোচনা   ৫ বছরের নিচে শিশু স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সেবা
২৬ শে মার্চ/১৮ সিসিতে জাতীয় পতাকা সকাল ৭ ঘটিকার সময় উত্তলন করা হবে।
এইচএ, সিএইচসিপি, এফডাবলুএ
সিসি কমিটি
wewea t
       বিবিধ আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সমাপনী বক্তব্য রেখে সকল সদস্যকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী    "বাংলাদেশ এলডিসি least developed country (LDC) স্ট্যাটাস থেকে উত্তরণ" বিষয়ে সপ্তাহব্যাপী খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে আগামী ২৩ থেকে ২৫ মার্চ/২০১৮ইং  পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ সুন্দর ভাবে পালনের আশা বাদ ব্যাক্ত রেখে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন |
সকল সদস্য

                      
                                     স্বাক্ষর:


২২/0/201
সভাপতি
মো: ইউসুফ আলী
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
৯নং ভিয়াইল ইউপি সাবেক ওয়ার্ড নং০১
চিরিরবন্দর, দিনাজপুর।







পরিশিষ্ট “ক” স্বাক্ষরের ক্রমানুসারে নয়
--------------------
০১, মো: আনিসুর রহমান, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২. জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩. মো: আবুল কালাম, সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৪. মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৫. দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৬ মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য।
০৭. ফযিলা খাতুন, সদস্য।
০৮. মৌসুমী, সদস্য।
০৯. ইয়াসমিন জাহান, সদস্য।
১০. ওহেদ আলী, সদস্য।
১১. জিন্নাতুন নেছা, সদস্য।
১২. সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩. মনোরঞ্জন রায়, কিশোর
১৪. আফছার আলী, এইচএ
১৫. সবুজ আলী, সদস্য।
১৬. আশরাফ আলী,
১৭. ইউসুফ আলী
১৮. আবু তালেব।
১৯. আবু কাহার।
২০. আরাফাত আলী।
২১. মনসুর আলী।
২২. রফিকুল ইসলাম।
২৩. ফরসান আলী।
২৪. মোফাজ্জল হক।
২৫. মোছাব্বের আলী।
২৬. নুরল আমীন।
২৭. হেমন্ত রায়।
২৮. সুফিয়া বেগম।
২৯. হিরালাল রায়।


************************
কার্য্যবিবরনীটি ডাউনলোড করতে ক্লিক হেয়ার
                      অথবা

               ক্লিক হেয়ার
=====================================

বিশেষ স্বাস্থ্য সপ্তাহ ২০ থেকে ২৫ মার্চ /২০১৮  পালনের সময়


বিশেষ স্বাস্থ্য সপ্তাহ ২০ থেকে ২৫ মার্চ /২০১৮  পালনের সময়





বাংলাদেশের এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ /২০১৮ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের সিসি গ্রুপ, সিসি সাফট গ্রুপ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের আলোচনা
ছবি নং ০১ 


ছবি নং ০২



ছবি নং ০৩



ছবি নং ০৪



ছবি নং ০৪



সেবা সপ্তাহে উচ্চ রক্তচাপ মাপা হচ্ছে ০১



সেবা সপ্তাহে উচ্চ রক্তচাপ মাপা হচ্ছে ০২


বিশেষ স্বাস্থ্য সপ্তাহ ২০ থেকে ২৫ মার্চ /২০১৮  পালনের সময় রেলী



স্কুলের ছাত্রী/ছাত্রদের নিয়ে স্বাস্থ্য সেবা সপ্তাহে যক্ষা রোগ সম্পের্কে স্বাস্থ্য শিক্ষা ছবি ১



স্কুলের ছাত্রী/ছাত্রদের নিয়ে স্বাস্থ্য সেবা সপ্তাহে যক্ষা রোগ সম্পের্কে স্বাস্থ্য শিক্ষা ছবি ২



১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিসিতে আলোচনা সভা দেখতে প্লিজ ক্লিক করুন


অফিস আদেস দেখতে ফাইলটি পাসওয়ার্ড দিয়ে রাখা হয়েছে ক্লিক হেয়ার

0 মন্তব্য(গুলি):