১৮ তম কমিউনিটি ক্লিনিক দিবস / ২০১৮
১৮ তম কমিউনিটি ক্লিনিক দিবস /১৮
শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ।
এই শ্লোগান কে সামনে রেখে ২৬শে এপ্রিল ২০১৮ ইং রোজ বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৮ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালন করা হয়।
এই শ্লোগান কে সামনে রেখে ২৬শে এপ্রিল ২০১৮ ইং রোজ বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৮ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালন করা হয়।
অংশগ্রহনকারীদের
আসন গ্রহন
পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বাষিকী শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন, সভাপতি ও আজকের কমিউনিটি ক্লিনিক দিবস আলোচনা সভা শুভ উদভধন করেন, তিনি বলেন স্বাস্থ্য বিভাগ ২০০৯ সাল থেকে ২৬ এপ্রিলকে ‘কমিউনিটি ক্লিনিক দিবস’ হিসেবে পালন করে আসছে।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস/১৮ আলোচনা সভার এক অংশ।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস/১৮ আলোচনা সভার এক অংশ।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস আলোচনা সভার পিছনের এক অংশ।
কমিউনিটি ক্লিনিকের পেক্ষাপট এবং কমিউনিটি ক্লিনিকের সেবা বিভিন্ন দিক তুলে ধরেন সিএইচসিপি মো: ফরহাদ হোসেন।সিএইচসিপি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অনেক কমিউনিটি ক্লিনিকে সন্তানসম্ভবা মায়েদের স্বাভাবিক ডেলিভারি হচ্ছে। দেশে ৩টি বিভাগের দরজা একবার চালু হলে ২৪ ঘন্টা খোলা থাকে ১ মিনিটের জন্য কখনো দরজা বন্ধ হয় না -
১. হাসপাতালের জরুরী বিভাগের দরজা।
২. থানার দরজা।
৩. ফায়ার সার্ভিসের দরজা।
কিন্তু বর্তমানে যে সব কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী হয়, সে সব কমিউনিটি ক্লিনিক গর্ভবতী মায়ের জন্য ২৪ ঘন্টা খোলা।
" শেখ হাসিনার অবদান'
কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান "
২০০০ সালের এই দিনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা,
গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, উন্নয়নের কান্ডারী, গনতন্ত্রের মানস কন্য, বঙ্গকন্যা, দেশ নেত্রী, জনগনের দুই চোখের মনি, রাষ্ট্রনায়ক, দেশরত্ন, জননেত্রী কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা, শেখ হাসিনা তার জন্মভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের ঘিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে কমিউনিটি ক্লিনিকের শুভযাত্রা সূচনা করেন। আজ সেই কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিশ্বের রোল মডেল এ পরিনিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে ও আমার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে অত্যন্ত উৎসাহ – উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৮তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হচ্ছে।
খেড়কাটি সিসিতে আসুন সেবা নিন সুস্থ্য থাকুন :
খেড়কাটি সিসিতে আসুন সেবা নিন সুস্থ্য থাকুন :
“১৮ তম কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৮”
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস আলোচনা সভার এক অংশ।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস/১৮ আলোচনা সভার এক অংশ।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস আলোচনা সভার এক অংশ।
২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বাষিকীর ব্যানার
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস আলোচনা সভার এক অংশ।
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস আলোচনা সভার এক অংশ।
গত বছরগুলোর খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী দেখতে
Move the mouse over the arrow icon to open the dropdown menu....
..
পুরো পেজ ডাউনলোড করতে
প্লিজ ক্লিক হেয়ার
অন্যান্য মাসের মাসিক সমন্বয় সভা দেখতে
« Previous ১৭ তম কমিউনিটি ক্লিনিক দিবস Next ১৯ তম কমিউনিটি ক্লিনিক দিবস »
ফরহাদ ভাই, আপনার সিসি তথ্য ভান্ডার সাইট সিএইচসিপির জন্য খুবই উপকারী এবং সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এটা নিশ্চিত যে, ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের তথ্য ভান্ডার ব্লগটি সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করছি। আপিই শ্রেষ্ঠ।
উত্তরমুছুন