খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভা সেপ্টেম্বর/১৮
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার ছবি |
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভায় CHCP বিভিন্ন দিক তুলে ধরেন |
সভার রেজুলেশন
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, সিবিএইচসি কার্যালয়,
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার কার্যবিবরনী।
কমিউনিটি ক্লিনিকের নাম tখেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
সাবেক ওয়ার্ড t
০১
ইউনিয়ন t ৯ নং ভিয়াইল
উপজেল t চিরিরবন্দর
জেলার নাম t দিনাজপুর
সভাপতি t মো: আনিসুর রহমান
স্থান t খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
মাস t
সেপ্টেম্বর/২০১৮ইং
তারিখ t ২২ ইং সেপ্টেম্বর /২০১৮ইং, ০৭ ই আশিন ১৪২৫, রোজ -শনিবার |
সময় t
দুপুর ১২.০০ মিনিট
সভার ধরন t সাধারন
সভার নং t 1১০
উপস্তিত
সিজি সদস্য উপস্তির তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য ।
অদ্য
২২/০৮/২০১৮ ইং তারিখ মঙ্গলবার সিসি মাসিক সমন্বয় সভার সিসি মুল কমিটির সভাপতি মো:
আনিছুর রহমান আজকের সভার সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও সালাম
জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয়।
অতপর অদ্যকার সভায় নির্ধারিত এজেন্ডার
বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা ও আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত ও
অনুমোদিত হল।
তাহা নিম্নরুপ :-
আলোচ্য
বিষয় :
|
আলোচনা
|
সিদ্ধান্ত
|
বাস্তবায়নের দায়িক্ত
|
০১. গত মাসের রেজুলেশন পাঠ.
|
সভাপতির অনুমতি
ক্রমে গত মাসের রেজুলেশন পাঠ করে শুনান উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন, সকল সদস্য
তা মনোযোগ দিয়ে শ্রবন করেন।
উক্ত বিগত মাসের
সভার রেজুলেশ নে কোন প্রকার সংযোজন বিয়োজন, পরিমার্জন ও পরিবর্ধন ছাড়াই সকল সদস্যর
সন্মতিক্রমে তা গৃহীত ও অনুমদিত হইল।
|
গত মাসের রেজুলেশন
অনুমোদন
|
|
০২. সিসিতে বাফার স্টোক করন।
|
দ্বিতীয় আলোচ্য বিষয়ের
উপর আলোচনা শুরু হলে উপস্তিত সিএইচসিপি
মো: ফরহাদ হোসেন বলেন, গত ০৫/০৭/১৮ইং তারিখে সিভিল সার্জন অফিস, দিনাজপুর, একটি পরিপত্র
জারি করেন, যার স্বারক নং সিএস/দিন/১৮/১৭০৩ ইহাতে বলা হয় সিসিতে বফার স্টক করতে।
উক্ত বিষয় আলোচনা, সমালোচনা হওয়ার পর
হওয়ার পরে সভাপতি বলেন,যেহেতু আফিস আদেশ ইহা একটি ভাল ধারনা ইহা আমরা অবশ্যাই করব,
সিএইচসিপি বাফার স্টকের যাবতীয় কার্য সম্পাদন করবে ।
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত
ও অনুমদিত হল।
|
সিসিতে বাফার
স্টক করা, সিএইচসিপি বাফার
স্টকের যাবতীয় কার্য সম্পাদন করবে।
|
সিএইচসিপি,
|
০৩. টিউেয়ল মেরামত করন।
|
তৃতীয় আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে
সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন,
আমাদের সিসির টিউবয়েলটি দির্ঘ্য দিন যারৎ
নষ্ট, আমি উপজেলা চেযারম্যানকে উক্ত বিষয় অবহিত করলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল থেকে
সিসিতে একটি টিউবয়েল দিতে চান। জনস্বাস্থ্য প্রকৌশল এর নিয়ম অনুযায়ী তাদেরকে ২৫০০/=
টাকা জমা দিতে হবে উক্ত বিষয় আলোচনা, সমালোচনা হওয়ার পর
হওয়ার পরে সভাপতি বলেন, উক্ত টাকা সিসি ফান্ট থেকে নিয়ে সিএইচসিপি
ও কোষাধক্ষ জনস্বাস্থ্য প্রকৌশলে টাকা জমা করবে।
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত
ও অনুমদিত হল।
|
সিসিতে নতুন
টিউবয়ের জনস্বাস্থ্য প্রকৌশল
থেকে নেয়ার জন্য ২৫০০/= টাকা জনস্বাস্থ্য প্রকৌশল জমা করতে হবে।
|
সিএইচসিপি, কোষাধক্ষ
|
০৪.
বিবিধt
|
বিবিধ আলোচনা শুরু হলে সিএইচসিপি বলেন, আগামী
আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৮, বিশ্ব জলাতঙ্ক দিবস, । এবারের প্রতিপাদ্য বিষয়:
"জলাতঙ্ক : অপরকে জানান জীবন বাচান"
আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সমাপনী বক্তব্য রেখে সকল সদস্যকে ধন্যবাদ ও সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন |
|
আগামী
২৮
সেপ্টেম্বর
২০১৮, বিশ্ব জলাতঙ্ক দিবস, । এবারের প্রতিপাদ্য বিষয়:
"জলাতঙ্ক : অপরকে জানান জীবন বাচান, সকলের কাছে প্রচার করা ও সভার সমাপ্তি ঘোসনা। |
সকল সদস্য
|
স্বাক্ষর:
২২/0৯/1৮
সভাপতি
মো: আনিসুর রহমান
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
৯ নং ভিয়াইল ইউপি ওয়ার্ড নং ০১
চিরিরবন্দর,
দিনাজপুর।
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার ব্যানার |
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার সভাপতির বক্তব্য |
পরিশিষ্ট “ক” স্বাক্ষরের ক্রমানুসারে
নয়
০১,
মো: আনিসুর রহমান, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২.
জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩.
মো: আবুল কালাম, সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৪.
মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৫.
দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৬
মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য।
০৭.
ফযিলা খাতুন, সদস্য।
০৮.
মৌসুমী, সদস্য।
০৯.
ইয়াসমিন জাহান, সদস্য।
১০.
ওহেদ আলী, সদস্য।
১১.
জিন্নাতুন নেছা, সদস্য।
১২.
সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩.
মনোরঞ্জন রায়, কিশোর
১৪.
আফছার আলী, এইচএ
১৫.
সবুজ আলী, সদস্য।
0 মন্তব্য(গুলি):