Resent Post
Loading...

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র' এই প্রতিপাদ্যকে সামনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত/২০১৮

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র' এই প্রতিপাদ্যকে সামনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে 





৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবারের প্রতিপাদ্যেসার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র'
অদ্যকার আলোচনা সভার সভাপতি আসন গ্রহন করেন ও সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সবার কার্য শুরু করেন।



সভাপতির অনুমতিতে সিএইচসিপি মো: ফরহাদ হোসেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লিফলেট দেখান ও পড়ে শুনান।

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ দিবসটির এবারের প্রতিপাদ্যসার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য, সর্বত্র সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল কথা হচ্ছে, সব মানুষ প্রয়োজনের সময় মানসম্পন্ন চিকিৎসাসেবা পাবে চিকিৎসা সেবা কিনতে গিয়ে কেউ দরিদ্র হয়ে পড়বে না
জনস্বাস্থ্যের উন্নতিতে এককভাবে সবচেয়ে শক্তিশালী ধারণা হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ২০১২ সালে জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে কথাটি বলেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয় ওই বছরই জুন জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়


৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়ার সময়।


সভাপতি সাহেব বলেন, সিসিতে পালনীয় দিবস সমুহর চিঠি এত সংক্ষিপ্ত সময়ে না দিয়ে আরো আগে দিলে ব্যানার সহ প্রস্তুতি ভাল থাকত, বিষয়টি উদ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকষন করছি।




অতপর সভাপতি সাহেব সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সকল সদস্যর সুস্বাস্থ্য কামনা করে সকলকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেন এবং আগামী ১৮ তম  ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস যথাযথ ভাবে ব্যানার সহ যাবতীয় প্রস্তুতি গ্রহন করতে সিএইচসিপি ও কোষাধক্ষকে অনুরোধ করে আজকের আলোচনা সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন।

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ,বিশ্ব স্বাস্থ্য দিবসের মুল বার্তা আলোচনায় জন্য অভিন্দন। কিছু বানানের গুরত্ব দেয়ার জন্য অনুরোধ।

    উত্তরমুছুন