Resent Post
Loading...

পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল ২০১৮ খেড়কাটি সিসিতে পালন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল/২০১৮ । এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।





খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি সপ্তাহ ও সিসি দিবস পালনের প্রস্তুতি সভা দেখতে
ক্লিক করুন



পুষ্টি সপ্তহের  প্রথম দিন ২৩/০৪/২০১৮ ইং
 রোজ: সোমবার

২৩ - ২৯ এপ্রিল/২০১৮ খ্রীঃ জাতীয় পুষ্টি সপ্তাহ/২০১৮ (National Nutrition Week 2018) উপলক্ষে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, CHCP, এনজিও প্রতিনিধি অংশগ্রহনে র‌্যার্লিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা হাসপাতাল এসে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জসীম উদ্দীন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। র‌্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আজমল হক। খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন-


সকল সিএইচসিপিসহ উপজেলা হাসপাতালে রেলী



সকল সিএইচসিপিসহ উপজেলা হাসপাতালে রেলীপরবতী আলোচনা সভা


সকল সিএইচসিপিসহ উপজেলা হাসপাতালে রেলীপরবতী আলোচনা সভা






পুষ্টি সপ্তহের  দিতীয় দিন ২৪/০৪/২০১৮ ইং
 রোজ মঙ্গলবার।
                                                                       
জাতীয় পুষ্টি সপ্তাহ/ ২০১৮, ২য় দিন 
" খাদ্যের কথা ভাবলে
পুষ্টির কথাও ভাবুন "
 খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্য শিক্ষা।
গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ নিয়ে CHCP বিভিন্ন লিফলেট দিয়ে স্বাস্থ্য শিক্ষা



বিশেষ পুষ্টি সেবা



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ নিয়ে সিএইচসিপির বিশেষ স্বাস্থ্য সেশন। CHCP বিভিন্ন লিফলেট দিয়ে পুষ্টি গুরুত্ব তুলে ধরেন।




পুষ্টি সপ্তহের  তৃতীয় দিন ২৫/০৪/২০১৮ ইং 
বুধবার ।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,চিরিরবন্দর,দিনাজপুর।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮,  তৃতীয় দিন 
আজ জাতীয় পুষ্টি সপ্তাহের তৃতীয় দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,চিরিরবন্দর উপজেলার খেড়কাটি উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষকগণের উপস্থিতিতে স্কুলগামী শিশুদের পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি , খাদ্যাভাস সর্ম্পকে আলোচনা  এবং গর্ভবতী মায়ের পুষ্টি ও ব্রেস্ট ফিডিং বিষয় বিভিন্ন লিফলেট, সোনালী আলো দিয়ে বিশেষ স্বাস্থ্যশিক্ষা পদেয়া হয়।
৬মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, ৬ মাস পূর্ন  হলে মায়ের দুধ এর পাশা পাশি শিশুকে ঘরে তৈরী সুসম খাবার খাওয়ানো, গর্ভবতী মায়ের ANC @  PNC  এর গুরুত্ব। এবং খাদ্যের ৬টি উপাদান  সম্পর্কে আলোচনা করা হয়।

" খাদ্যের কথা ভাবলেপুষ্টির কথাও ভাবুন। "




জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮,  তৃতীয় দিন




জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮,  তৃতীয় দিন



পুষ্টি সপ্তাহের  4 দিন ২৬/০৪/২০১৮ ইং

বৃহস্পতিবার

     পুষ্টি সপ্তাহের চতর্থ দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে ল্যাপটব এর মাধ্যমে বিভিন্ন পুষ্টি বিষয়ক ভিডিও চিত্র  দেখান হয়, ৫ বছরের নিচে শিশুদের এবং বয়ষ্কদের পুষ্টি,  স্যানিটেশন  পুষ্টি বিষয়ক বিভিন্ন লিফলেট পড়ে শুনান হয়।







   


    
                         


               


 
পুষ্টি বিষয়ক গান

              



পুষ্টি সপ্তাহ



               


ভিটামিন "এ" দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।


              


নিম্নের ভিডিওগুলো ল্যাপটপের মাধ্যমে খেড়কাটি সিসিতে দেখান হয়।



রক্তসল্পতা থেকে পরিত্রানের ভিডিও


              

শিশু জন্মের পর শাল দুধ খাওয়ানোর ভিডিও

            


বাচ্চাদের পুষিটকির খাবার তৈরী ভিডিও

               

কৃমির সচেতনতা মুলক ভিডিও


                


নবজাতকের বিপদচিহ্ন ভিডিও


                 


উপরের ভিডিও গুলো ইন্টানেট থেকে সংগৃগীত


পুষ্টি সপ্তহের  ৫ম দিন ২৬/০৪/২০১৮ ইং
 শুক্রবার

      পুষ্টি সপ্তাহের ৫ম দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের এরিয়ার মধ্যে মসজিদের ইমাম এবং পুরোহিদদের কাছে স্বাস্থ্য বিভাগের চিঠি দেওয়া হয় এবং তাদের পুষ্টি বার্তা ও তার গুরুত্ব বুঝানো হয়, মসজিদের মুসল্লিদের মাঝে ও অন্যান্য ধমীয় উপাসনারয় নিম্ন চিঠির বার্তা বলার জন্য অনুরোধ করা হয়।











পুষ্টি সপ্তহের  ৬ষ্ঠ দিন ২৮/০৪/২০১৮ ইং 
শনিবার

খেড়কাটি সিসিতে শিশুদের ওজন উচ্ছতা , মুয়াক নির্নয় করা হয়। এবং মাদের পুষ্টি বিষয়ক কাউন্সেলিং করা হয়।
জিএমপি কার্ড পুরন করে শিশুর পুষ্টি নিনর্য়।



শিশুর ওজন নেয়া হচ্ছে।



শিশুর উচ্চতা পরিমাপ হচ্ছে।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মাদের পুষ্টি বিষয় কাউন্সেলিং করাচ্ছে CHCP মো: ফরহাদ হোসেন



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মাদের পুষ্টি বিষয় কাউন্সেলিং করাচ্ছে CHCP মো: ফরহাদ হোসেন



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মাদের পুষ্টি বিষয় কাউন্সেলিং করাচ্ছে CHCP মো: ফরহাদ হোসেন





পুষ্টি সপ্তহের  ৭ম দিন ২৮/০৪/২০১৮ ইং
 রবিবার


সরকারী ছুটি থাকায় পরের দিন ৬ষ্ঠ দিন হিসাবে গন্য করা হয়



পুষ্টি সপ্তহের  ৭ম দিন ২৯/০৪/২০১৮ ইং 
সোমবার


পুষ্টি সপ্তাহের সমাপণী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তার নিদেশে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স পালন করা হয়।



সমাপনী অনুষ্ঠানে স্যার আমাদের পুষ্টি বিষয় অনেক দিক নির্দেশনা দেন।




পুষ্টি সপ্তাহের অফিস অদেশ সিকিউরিটি ফাইল


..

Print Friendly and PDF

..
--

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য সপ্তাহ পালন দেখতে

Move the mouse over the arrow icon to open the dropdown menu.


--








.

0 মন্তব্য(গুলি):