Resent Post
Loading...

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক প্রফাইল

এক নজরে

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। 




কমিউনিটি ক্লিনিকের নাম: খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
৯নং ভিয়াইল ইউনিয়ন। ১নং ওর্য়াড(পুরাতন)
উপজেলা: চিরিরবন্দর। জেলা: দিনাজ পুর।

সিসি নামকরন:
খেড়কাটি গ্রামে অবস্থিত তাই গ্রামের নাম অনুসারে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক নাম হয়েছে।

ক্লিনিকের সিমানা:
উত্তর দক্ষিনে লম্বা লম্বীমোট ১২ টি গ্রাম নিয়ে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। উত্তরে রঘুনাথপুর গ্রাম, দক্ষিনে ভাবকি, পূর্বে পাটাইকুড়ী ও পশ্চিমে ধুরইল গ্রাম অবস্থিত।

জেলা থেকে সিসির যোগাযোগের ব্যাবস্থা:
           দিনাজপুর জেলা হতে পূর্ব-দক্ষিণ ফুলবাড়ী থানা রোডের দিকে আমতলী বাজার সিএমবি এর বাইপাস রোড উত্তর দিক ০৬ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।

অথবা:
     জেল শহর হতে সোজা পূর্ব দিক পার্ববতীপুর থানা রোড হয়ে ঘুগরাতলী বাইপাস রোডের দক্ষিন দিক ০৯ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।

উপজেলা হতে সিসি যোগাযোগের ব্যাবস্থা:
           উপজেলা চিরিরবন্দর হইতে দক্ষিণে আমতলী রোড মুখী ০৮ কিলোমিটার পাকা রাস্তার পার্শে খেড়কাটি সিসি।

কমিউনিটি ক্লিনিকের স্থাপন কাল    :    ২০০১ সাল।
কমিউনিটি ক্লিনিকের চালু হয়       :      ২০০৪ সাল।


খেড়কাটি সিসির ব্যাংক একাউন্ট:
অগ্রনী ব্যাংক, চিরিরবন্দর আমতলী শাখা। জেলা দিনাজ পুর।
হিসাবের নাম: কৈড়কাটি কমিউনিটি ক্লিনিক। হিসাব নং : ৭০৯৪
মোট টাকা: ১১০০০/= এগার হাজার টাকা মাত্র।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের জমি দাতা :
মো: নাজনুর রহমান চৌধুরী। পিতা: মৃ: মিজানুর রহমান।
গ্রাম: খেড়কাটি। থানা: চিরিরবন্দর, দিনাজপুর।

ভূমি তথ্য:
জমির পরিমান: ০৫ শতক। সাবেক দাগ ৭২০ হাল দাগ ৮৪৯.
 খতিয়ান নং ১২৬ জে.এল. নং ১১৪
মৌজা: খেড়কাটি। দলিল নং ৭২৪৯/৯৯ তারিখ ২৩/০৯/১৯৯৯ইং  এস.এ নং ১৫১
খারিজ কেজ নং 1x-1/৮০৭/১৩-১৪            তারিখ: ০৯/১২/১৩ইং
ডিসিআর চেক রসিদ নং : ৪২/১৩-১৪           তারিখ: ১১/১২/১৩ইং

অবস্থান:
ক্লিনিকটি ১২টি গ্রাম নিয়ে প্রায় ১০৫০০ জনগোষ্ঠি নিয়ে গঠিত। সবার পছন্দমত ০৯ নং ভিয়াইল ইউনিয়নের পুরাতন ০১ নং ওয়ার্ডের মধ্যখানে আবস্থিত। সিসিটি চিরিরবন্দর থানা হইতে সিএমবি পাকা রাস্তার পার্শ্বে সুবৃহত পুকুর পাড় ও সুসিতল আমবাগানের কাছে অবস্থিত। সিসির পার্শ্বে খেড়কাটি বাজার খেড়কাটি প্রাইমারী স্কুল, খেড়কাটি হাই স্কুল, এতিমখানা মাদ্রাসা, ইউনিয়ন ভুমি অফিস, পাকা মসজিত এবং ৪ রাস্তার পার্শ্বে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের প্রোফাইল:

বেসিক তথ্য:
০১.প্রতিষ্ঠানের নাম     :     খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২.প্রতিষ্ঠানের কোড   :     ১০০১১০৪৬
০৩. এজেন্সী কোড          :     ১০
০৪. এজেন্সী নাম           :     Directly under MOHFW.
০৫. প্রতিষ্ঠানের বিভাগের নাম: রংপুর।
০৬. বিভাগীয় কোড      :     ৫৫
০৭. জিলার নাম          :     দিনাজপুর।
০৮. জিলার কোড        :     ২৭
০৯. উপজেলার নাম      :     চিরির বন্দর।
১০. উপজেলার কোড     :     ৩০
১১. ইউনিয়নের নাম      :     ৯ নং ভিয়াইল।
১২. ইউনিয়নের কোড    :     ৩৯
১৩. গ্রাম                   :     পাটাই কুড়ী।
১৪. বাড়ী নং               :     ৯২
১৫. দ্রাঘিমাংস            :      N/A
১৬. অক্ষাংস               :     N/A


সিসির তথ্য যোগাযোগ:
০১. ভুমি ফোন নং    :     ০১৭১৩৭৩৩০৮৩.
০২. ভুমি ফোন নং: - ২ :   ০১৭৬৫৮৬৯৫২৪
০৩. ইমেইল নং      :     farhadchcp@gmail.com
০৪. ফেইস বুক      :     https://www.facebook.com/farhadchcp    
০৫. ওযেব সাইট     :        N/A
০৬. প্রতিষ্ঠানের স্থর   :     ওযাড পর্যায়।
০৭. স্বাস্থ্যা সেবার স্তর :     মাঠ পর্যায়।
০৮. সংস্থার শ্রেণী     :     কমিউনিটি ক্লিনিক।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির প্রেফাইল:

০১. কর্মচারির নাম       :     মো: ফরহাদ হোসেন।
০২. প্রতিষ্ঠানের নাম      :     খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩. বাবার নাম           :     মো: হরমুজ আলী।
০৪. মায়ের নাম           :     ফরিদা খাতুন।
০৫. বর্তমান ঠিকানা      :     গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।
০৬. স্থায়ী ঠিকানা         :     গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।
০৭. জন্ম তারিখ          :     ১০/০২/১৯৮৫ ইং
০৮. লিঙ্গ                  :     পুরুষ।
০৯. ধমীয় গ্রুপ            :     মুসলিম।
১০. বৈবাহিক অবস্থা      :     অবিবাহিত।
১১. ইমেইল ঠিকানা       :     farhadchcp@gmail.com
১২. যোগাযোগের নং      :     ০১৭১৩৭৩৩০৮৩
১৩. মুক্তিযোদ্ধার সন্তান    :     না।
১৪. উপজাতীয়            :     না।
১৫. চাকুরির স্তর/শ্রেণী     :     তৃতীয় শ্রেণী।
১৬. পেষাগত ক্যাটাগরি    :     মাঠ পর্যায়।
১৭. উপাধী/পদবী        :   community health care provider (chcp).
১৮. পোষ্টের ধরন          :     অস্থায়ী রাজস্ব।
১৯. জাতিয় পরিচয় পত্র নং    :     ২৭১৩০৩৯২৩৫৯৩৩
২০. জাতীয়তা             :     বাংলাদেশী।
২১. কোন জায়গায় বেতন গ্রহন :     Working Department
২২. পদবীর প্রকার          :     নিয়মিত।
২৩. রক্তের গ্রুপ             :     A(+)
২৪. অভীজ্ঞতা             :     Basic Training for CHCP” 12 weeks;L.M.A.F.P” 6 manth;
কম্পিউটার (MS-Word, Excel, Internet), আনছার ভিডিপি।
২৫. কাজের অবস্থা          :     কর্মস্থালে শারিরিক উপস্থিতি দ্বারা কাজ।
২৬. কোন খাত হতে বেতন   :     উন্নয়ন।
২৭. বর্তমান পদবীর পে স্কেল   :     ১৪
২৮. বর্তমান বেসিক পে [টাকা] :     ৫২০০
২৯. স্বাস্থ্য সেবায় যোগদানের তারিখ:   ১৯/১০/২০১১
২০. প্রকৃত ডিগ্রী/শিক্ষাগত যোগ্যতা:    কামিল/এমএ।
২১. অনুমোদিত পোষ্ঠ আইডি   :     ১৩০৪৫৬
২২. সিএইচসিপির আইডি      :     ৬৯৪৭৩
২৩. প্রতিষ্ঠানের কোড       :     ১০০১১০৪৬
২৪. সরকারী বসবাসের কোয়াটার:     না।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়িত কর্মকান্ড :

০১.  সরকারী নীতি অনুযায়ী কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোট গ্রুপ গঠন।
০২. নিয়মিত কমিউনিটি গ্রুপের সভা আয়োজন ও সভা সিদ্ধান্ত সমুহ লিপিবদ্ধকরন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ।
০৩. সহযোগী সংস্থার ( ল্যাম প্লান্ট পাটনারশিব)/সরকার কতৃক কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোট গ্রুপ সদস্যদের দক্ষতা বৃদ্ধি।
০৪. নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ গ্রহন এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়।
০৫. ঔষধ সরবরাহের ভিত্তিতে নিয়ম অনুয়ায়ী প্রতিদিন রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়।
০৬. জটিল রোগীর উন্নত চিকিৱসার জন্য রেফার করা হয়।
০৭. স্থানীয় ভাবে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং ব্যাংক হিসাবের মাধ্যামে আয়-ব্যয়ের হিসাব পরিচালনা ও সংরক্ষন করা হয়।
০৮. কমিউনিটি গ্রুপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স পাটনার সংস্থার সাথে সমন্বয় সাধন করা।
০৯. ইউনিয়ন পরিক্ষদের সাথে নিয়মিত সমন্বয় সভা করা এবং ক্লিনিক ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ইউপির সহযোগিতা ও পরামর্শ গ্রহন করা।
১০. স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার, রক্ষণাবেক্ষন ও সংরক্ষন করা হয়।
১১. ক্লিনিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।
১২. প্রকল্পের চাহিদা অনুযায়ী মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও জমা প্রদান করা।
১৩. গর্ভবতী মা ও শিশু অনলাইনে নিবন্ধন করা।
১৪. মাসিক রোগীর প্রতিবেদন অনলাইনে ডাটা এন্টির মাধ্যমে এবং হার্ডকপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কিছু অর্জন:

০১.কমিউনিটি ক্লিনিকের সেবা সর্ম্পকে এলাকার জনগনকে অনেক সচেতন।
০২. ক্রমাগত ভাবে কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহনকারির সংখ্যা বৃদ্ধি।
০৩. কমিউনিটি গ্রুপের সক্রিয় অংশগ্রহনে তহবিল সংগ্রহ এবং ক্রমাগত ভাবে বৃদ্ধি।
০৪. কমিউনিটি গ্রুপ, ইউপির এবং জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ক্লিনিকের উন্নয়ন।
০৫. কমিউনিটি গ্রুপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা স্বাস্থ্য বিভাগ এবং পাটনার সংস্থার সাথে সুসম্পর্ক স্থাপন।
০৬. ইউনিয়ন পরিষদের সহায়তায় ক্লিনিকে আয়া নিয়োগ এবং আথিক সয়াতা প্রদান।
০৭. ক্লিনিকে সেবাপ্রদানে সহায়তার জন্য স্থানীয় গন্যমান্য এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহন ও মনিটরিং।
০৮. নিয়মিত সভার আয়োজন এবং সভার গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন।
০৯. সেবাগ্রহনের ক্ষেত্রে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি।
১০. স্ব-উদ্যেগে ক্লিনিক চত্বরে মাটি ভরাট ও গাছ লাগানো।
১১. কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে তহবিল সংগ্রহ।
১২. ব্যাংক হিসাবের মাধ্যমে আয়-ব্যায় নিবাহ।



কমিউনিটি গ্রুপ ও সার্পোট গ্রুপ, ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহনে অজন:

০১. নিয়মিত ক্লিনিক মনিটরিং এবং সেবার মান উন্নয়নে পরামর্শ/সহায়তা প্রদান।
০২. কমিউনিটি মবিলাইজার নিয়োগ ও তত্তাবধান।
০৩. ক্লিনিক চত্তরে মাটি ভরাট।
০৪. টিউবয়েল সংস্কার।
০৫. ক্লিনিকের সামনে পিছনে গাছ লাগান।
০৬. আসবাবপত্র সরবরাহ/প্রদান।
০৭. সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতার মাঝে সমন্বয় সাধন।
০৮. স্হানীয় ভাবে আয়া নিয়োগ ও ভাতা প্রদান।
০৯. বিভিন্ন প্রকল্প/এনজিও থেকে ক্লিনিকে সহায়তা প্রদান।
১০. কমিউনিটি গ্রুপ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সমন্বয় সাধন।
১১. ক্লিনিক ভিজিট এবং সেবার মান উন্নয়নে পরামর্শ প্রদান।
১২. উপজেলা পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সভা আযোজন এবং সভার গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়ন।
১৩. ক্লিনিক উন্নয়নে নগদ অর্থ প্রদান।
১৪. ক্লিনিকের রোগীদের বসার জন্য টিন সেড নির্মান ।

সিসিতে কি কি সেবা পাবেন:
০১. সাধারন রোগ ও ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসা।
০২. মাতৃস্বাস্থ্য সেবা ও পরামর্শ।
০৩. নবজাতক শিশুদের অনলাইন রেজিষ্ট্রেশন, আইএমসিআই চিকিৎসা ও পরামর্শ।
০৪. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজনে দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন।
০৫. পরিবারপরিকল্পনা সেবা ও পরামর্শ, স্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধির জন্য রেফার ।
০৬. পুষ্টি বিষয়ক সেবা ও পরামর্শ।
০৭. রক্তের গ্লুকোজ (ডায়াবেটিক) পরীক্ষা ও পরামর্শ প্রয়োজনে রেফার।
০৮. উদ্ধুত রোগ সনাক্তকরন ও উচ্চতর পর্য়ায় রেফার।
০৯. প্রাথমিক সমস্যার সকল চিকিৎসা ও সরবরাহ সাপেক্ষে বিনামুল্যে ও ওষুধ।
১০.  সংক্রমক রোগের জন্য শিশুদের টিকা প্রদান এবং ১৫-৪৫ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক টিটি টিকা।
১১. প্রাথমিক জরুরী সেবা।
১২. স্বাস্থ্য শিক্ষা ও রোগপ্রতিরোধ প্রতিকার সম্পর্কে সচেতনতা।
১৩. কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা।
১৪. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা।
১৫. প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা।
১৬. সম্বাব্য যক্ষা রোগীর কফ সংগ্রহ ও পরামর্শ এবং রেফার।
১৭. ফাইলেরিয়াসিস রোগীর প্রয়োজনীয় ব্যায়াম শিখান ও পরামর্শ প্রদান।


           যারা সেবা দান করছেন।



৯নং ভিয়াইল ইউনিয়নে
 সাবেক ১নং ওয়ার্ড:
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক এরিয়ার মধ্যে য়া রয়েছে।
থানা: চিরিরবন্দর, দিনাজপুর।





কমিউনিটি ক্লিনিকের ওষুধ সমুহ:

ক্রমিক নং
ঔষুধের নাম
একক
০১
এমোক্সিসিলিন ক্যাপসুল
২৫০ মিলিগ্রাম
০২
ডক্সিসাইক্লিন ক্যাপসুল
১০০  মিলিগ্রাম
০৩
পেনিসিলিন-ভি ট্যাবলেট
২৫০ মিলিগ্রাম
০৪
এমোক্সিসিলিন সিরাপ
১০০ মি:লি
০৫
এমোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রাপ
১০ মি:লি
০৬
কোট্রাইমোক্সাজল ট্যাবলেট
১২০ মিলিগ্রাম
০৭
কোট্রাইমোক্সাজল ট্যাবলেট
৯৬০ মিলিগ্রাম
০৮
মেট্রোনিডাজল ট্যাবলেট
৪০০ মিলিগ্রাম
০৯
এলবেনডাজল ট্যাবলেট
৪০০ মিলিগ্রাম
১০
এলবেনডাজল সিরাপ
৩০ মিলিলিটার
১১
ক্লোরফেনিরামিন ট্যাবলেট
৪ মিলিগ্রাম
১২
ক্লোরফেনিরামিন সিরাপ
৬০ মিলিলিটার
১৩
প্যারাসিটামল ট্যাবলেট
৫০০ মিলিগ্রাম
১৪
প্যারাসিটামল সিরাপ
৬০ মিলিলিটার
১৫
এন্টাসিট ট্যাবলেট
৬৫০ মিলিগ্রাম
১৬
হায়োসিন এন বিউটাইল ব্রোমাইড ট্যাবলেট
১০ মিলিগ্রাম
১৭
ভিটামিন বি-কম্পেক্স ট্যাবলেট
-----
১৮
ফেরাস ফিউমারেট ও ফলিক এসিড ট্যাবলেট
২০০.২০মিলিগ্রাম
১৯
ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট
৩০০মিলিগ্রাম
২০
জিংক ডিসপারসেবল ট্যাবলেট
২০ মিলিগ্রাম
২১
সালবিউটামল ট্যাবলেট
২ মিলিগ্রাম
২২
সালবিউটামল সিরাপ
৬০ মিলিলিটার
২৩
ক্লোরামফেনিকল আই অয়েন্টমেন্ট
৫ গ্রাম
২৪
ক্লোরামফেনিকল ড্রপ
১০ মিলিগ্রাম
২৫
নিউমাইসিন ও ব্যাসিট্রাসিন স্কিন অয়েন্টমেন্ট
১০ গ্রাম
২৬
বেনজয়েক ও স্যালিসাইলিক এসিড অয়েন্টমেন্ট
১০০ মিলিগ্রাম
২৭
বেনজাইল বেনজয়েক এপ্লিকেশন
১০০ মিলিগ্রাম
২৮
জেনশন ভায়োলেট
১০ মিলিলিটার
২৯
ভিটামিন এ ক্যাপসুল
২,০০০০০ IU
৩০
ও.আর.এস
---



প্রস্তুতকারক:

মো:ফরহাদ হোসেন।

সিএইচসিপি

০১৭১৩৭৩৩০৮৩

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
সিসি কোড: ১০০১১০৪৬ 
৯নং ভিয়াইল ইউপি।
১নং ওয়ার্ড (সাবেক)
থানা: চিরিরবন্দর,দিনাজপুর।
মোবাইল  : ০১৭১৩৭৩৩০৮৩
   ইমেইল নং: farhadchcp@gmail.com
            cc10011046@cc.dghs.gov.bd



1 টি মন্তব্য:

  1. Community Clinic can save many lives of rural area.This is a great innovation of the government. Hope this service will be continued successfully. Thanks.

    উত্তরমুছুন