খেড়কাটি সিসির লোকেশন
খেড়কাটি সিসির লোকেশন -
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
কমিউনিটি ক্লিনিকের নাম: খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
৯নং ভিয়াইল ইউনিয়ন। ১নং ওর্য়াড(পুরাতন)
উপজেলা: চিরিরবন্দর। জেলা: দিনাজ পুর।
সিসি নামকরন:
খেড়কাটি গ্রামে অবস্থিত তাই গ্রামের নাম অনুসারে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক নাম হয়েছে।
ক্লিনিকের সিমানা:
উত্তর দক্ষিনে লম্বা লম্বীমোট ১২ টি গ্রাম নিয়ে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। উত্তরে রঘুনাথপুর গ্রাম, দক্ষিনে ভাবকি, পূর্বে পাটাইকুড়ী ও পশ্চিমে ধুরইল গ্রাম অবস্থিত।
জেলা থেকে সিসির যোগাযোগের ব্যাবস্থা:
দিনাজপুর জেলা হতে পূর্ব-দক্ষিণ ফুলবাড়ী থানা রোডের দিকে আমতলী বাজার সিএমবি এর বাইপাস রোড উত্তর দিক ০৬ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।
অথবা:
জেল শহর হতে সোজা পূর্ব দিক পার্ববতীপুর থানা রোড হয়ে ঘুগরাতলী বাইপাস রোডের দক্ষিন দিক ০৯ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।
উপজেলা হতে সিসি যোগাযোগের ব্যাবস্থা:
উপজেলা চিরিরবন্দর হইতে দক্ষিণে আমতলী রোড মুখী ০৮ কিলোমিটার পাকা রাস্তার পার্শে খেড়কাটি সিসি।
কমিউনিটি ক্লিনিকের স্থাপন কাল : ২০০১ সাল।
কমিউনিটি ক্লিনিকের চালু হয় : ২০০৪ সাল।
0 মন্তব্য(গুলি):