গর্ভবতী মাদের মা সমাবেশ
শুধু মাত্র গর্ভবতী মাদের মা সমাবেশ
চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি
ক্লিনিকে, মা ও শিশুর মৃত্যুর হার কমাতে, প্রাতিষ্ঠানিক ডেলীভেরী বৃদ্ধির লক্ষ্যে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ ১০/১১/২০১৮ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
গর্ভবতী ও প্রসূতী মায়ের নিয়মিত চেকআপ, মাতৃদুগ্ধ, প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ে আলোচনার নিমিত্তে - এই মা সমাবেশ
বিভিন্ন লিফলেট , সোনালী আলো দিয়ে গর্ভবতী ও প্রসূতী মায়ের সেবা স্বাস্থ্য সংক্রান্ত কথা বলেন সিএইচসিপি মো: ফরহাদ হোসেন।
উক্ত সমাবেশে ২১ জন গর্ভবতী মা অংশ নেন। প্রত্যেককে উচ্চ রক্তচাপ, ওজন, উচ্চতা এনিমিয়া বা রক্তশূন্যতা, নির্নয় করা হয়
গর্ভবতী মাদের প্রত্যেককে আয়রন ফলিক এসিট ৩০ টি, ক্যালসিয়াম ৩০টি, ভিটামিন বি কম্পেলেক্স ২০ টি দেয়া হয়।
গর্ভকালীন উপদেশ :
১. খাদ্য: পরিমানে অল্প করে বার বার খেতে হবে। এক বেলা বেশি খাবার খেতে হবে। দুই খাদ্যের মধ্যবর্তী সময়ে প্রচুর পানি পান করতে হবে। পুষ্টিকর ও সুষম খাদ্য খেতে হবে।
২. ব্যক্তিগত স্বাস্থ্যবিধি: ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিশ্রাম ও ঘুম, দাঁতের যত্ন ইত্যাদি বিষয়ের প্রতি যত্নশীল হতে হবে। কোষ্ঠবদ্ধতা, শারীরিক পরিশ্রম, ধমপান, মদ্যপান, সহবাস (বিশেষত শেষ তিনমাস) পরিহার করে চলতে হবে।
৩. ঔষধ: রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ঔষধ সেবন করা যাবেনা।
৪. মানসিক চাপ পরিহার করতে হবে।
গর্ভবতী মায়ের
চার চেকাআপ
১ম ভিজিট- প্রথম
১৬ সপ্তাহে (৪মাসের) মধ্যে
২য় ভিজিট- ২৪-২৮
সপ্তাহ (৬-৭ মাসের মধ্যে
৩য় ভিজিট - ১ম
মাস পর (৮ মাসের)মধ্যে
৪র্থ ভিজিট -
৩৬ সপ্তাহ (ঌ মাসের) দিকে
গর্ভকালীন ৫ টি বিপদ চিহ্ন
১। গর্ভাবস্থায় রক্তস্রাব
২। মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখা
৩। গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর খিঁচুনি
৪। ভীষণ জ্বর
৫। বিলম্বিত প্রসব
২। মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখা
৩। গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর খিঁচুনি
৪। ভীষণ জ্বর
৫। বিলম্বিত প্রসব
গর্ভবতী মা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কি-না –
ü বয়স – ১৮ এর কম অথবা ৩৫ বছর এর বেশি
ü মায়ের উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চির কম হলে
ü প্রথম গর্ভ বা ৪ এর অধিক সন্তান
ü পূর্ববর্তী প্রসবে–প্রসবপূর্ব
রক্তক্ষরণ, প্রসবোত্তর রক্তক্ষরণ অথবা জরায়ুতে গর্ভফুল আটকে থাকার ইতিহাস
ü দীর্ঘায়িত/বাধাপ্রাপ্ত প্রসবের ইতিহাস
ü সময়ের পূর্বে পানি ভেঙে যাওয়া
ü গর্ভস্থ শিশুর মৃত্যু/নবজাতকের
মৃত্যুর ইতিহাস
ü রক্তস্বল্পতা
ü যৌনবাহিত রোগ
সাধারণ শারীরিক পরীক্ষা –
০১. গর্ভবতী মায়ের ওজন বাড়ছে
কি-না
০২. রক্তচাপ কত, হাত-পা ফোলা
আছে কি-না
০৩. রক্তস্বল্পতা আছে কি-না
০৪. পেট পরীক্ষার মাধ্যমে জরায়ুর
উচ্চতা, বাচ্চার অবস্থান ও
বাচ্চার হৃদস্পন্দন ঠিক আছে কি-না জানা
মা সমাবেশের হাজিরা সিট by Farhadchcp on Kharkati cc
------
0 মন্তব্য(গুলি):