Resent Post
Loading...

নিরাপদ মাতৃত্ব দিবস

নিরাপদ মাতৃত্ব দিবসSafe Motherhood Day-28-May-2019

"মর্যাদা অধিকারস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল নিরাপদ মাতৃত্ব দিবস/২০১৯ 


‘‘‘‘‘‘‘‘‘নিরাপদ মাতৃত্ব কি?’’’’’’’’’’
মা কখন গর্ভধারণ করবেন তা মা নিজেই নির্ধারণ করবেন,
গর্ভধারণের পর গর্ভকালীন সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,
প্রসবকালীন সময়ে স্বাভাবিক প্রসবকালীন সেবা এবং প্রয়োজনে জরুরী প্রসুতি সেবা প্রাপ্তি বিষয়ে নিশ্চিত হবেন,
প্রসব পরবর্তী সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,


.
আরও পড়ুন :  নিরাপদ মাতৃত্ব দিবস/২০১৮

. মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধ সহ মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্য সেবার গুনগত মান বৃদ্ধি সম্পর্কে মা, পরিবার ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সকলের প্রতিশ্রুতি নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য।




শিশুর জন্মদান ও মাতৃত্ব সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করা ও এগুলোর সুষ্ঠু সমাধানের জন্য পথ খোঁজা এই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

 সেই সঙ্গে নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার মতো বিষয়গুলো হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্বপূর্ণ বিষয়।



Safe Motherhood Day-28-May-2019


সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, সিসির এরিয়ার মধ্যে যত গর্ভবতী মা আছেন সবাই যেন সিসিতে ANC, PNC সেবা নেন সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই গর্ভবতী মাদের সিসিতে সেবা নেয়ার জন্য নিয়ে অসবেন।

কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মাদের জন্য ৪বার ANC- সেবাতে যে সব সেবা দেয় হয় -
০১.গর্ভকালীন ইতিহাস নেয়া হয় 
০২. ওজন নেয়া-
 গর্ভবতী মায়ের নিয়ম মাফিক ওজন না বাড়লে কম ওজন শিশু জন্ম নিতে পারে।
০৩. রক্তচাপ মাপা-
 গর্ভবতী মায়ের উচ্চরক্তচাপ থাকলে মা ও শিশুর উভয়ের জন্য ক্ষতির কারন হতে পারে।
০৪. উচ্চতা মাপা-
মায়ের উচ্চতা ৪ ফুট ১০ ইন্চির কম হলে  মা ঝুকির মধ্যে থাকে।
০৫. শারীরিক পরীক্ষা করা-
 শারীরিক অসুবিধা আছে কি-না তা পরীক্ষা করা যেমন ইডিমা, রক্ত সল্পতা ইত্যাদি
০৬. প্রসাব পরীক্ষা-
 এলবুমিন ও সুগার আছে কি না।
০৭. ডায়াবেটিক পরিক্ষা বিনা মুল্যে -
০৮. মাকে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান-
 মায়ের স্বাস্থ্য ও পুষ্টির ওপর গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নির্ভর করে। এ সময় অপর্যাপ্ত খাদ্য ও অপুষ্টি, মা ও শিশুর জন্য মারাত্মক হতে পারে। 
০৯. পেট পরীক্ষা করা
১০. গর্ভবতী মাকে অনলাইন রেজিষ্ট্রেশন করা।
১১.  চিকিৎসা ব্যবস্থাপনা 
রক্তস্বল্পতার জন্য চিকিৎসা, প্রয়োজন বোধে আয়রন ও ফলিক এসিড, ক্যালসিয়াম, জিংক ও ভিটামিন জাতীয় ওষুধ গ্রহণসহ অন্যান্য রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেয়া।
১২. স্বাস্থ্য শিক্ষা, যেমন-
. গৃহস্থালীর কঠিন কাজ যেমন-ধান মাড়াই, ধান ভানা, ঢেঁকিতে চাপা ইত্যাদি না করা। 
খ. ভারী কোন কিছু তোলা যাবে না।
গ. দূরে যাতায়াত করা এবং ভারী কিছু বহন করা যাবে না।
ঘ. শরীরে ঝাঁকি লাগে এমন কাজ করা যাবে না।
ঙ. দীর্ঘ সময় কোন কাজে লিপ্ত থাকা যাবে না।
চ. ঝগড়া ঝাটি এবং ধমক দেয়া যাবে না।
ছ. জর্দা, সাদা পাতা খাওয়া যাবে না।
জ. তামাক, গুল ব্যবহার করা যাবে না। 
ঝ. ধূমপান বা অন্য কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। 
ঞ. স্বাস্থ্য কর্মী বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ গ্রহণ করা যাবে না।
ত. প্রতিষ্ঠানিক ডেলিভারী করান।
.
আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন

.
১৩. প্রতিরোধক বাবস্থাপনা 
১৪. কোন সমস্যা থাকলে রেফার করা।

১৫. প্রাতিষ্ঠাকি ডেলিভারীর জন্য প্রসুতি/এএনসি কার্ড দেওয়া।


Bootstrap Example



ভাল লাগলে শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):