Resent Post
Loading...

জলাতঙ্ক রোধে কুকুরের টিকা

কুকুরের টিকা নিন জীবন বাঁচান ,কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগকে হাইড্রোফোবিয়া, লাইসা এবং পাগলা রোগও বলা হয়।



জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। মূলত কুকুরের কামড় বা আঁচড়ে এ রোগ ছড়ায়। এই রোগকে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়। এ রোগে আক্রান্ত ব্যক্তি পানি দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বাংলাদেশে প্রতিবছর জলাতঙ্ক রোগে বহু মানুষ মারা যায়। কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্ক রোগের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।



দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ২০১০ সালে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ নির্মূল কেন্দ্র চালু সারা দেশে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে একটি করে দল এলাকায় এলাকায় গিয়ে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিচ্ছে। এরই অংশ হিসাবে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নে ১ টি ১৮ নং টিম কাজ করছে।  ০৬/০৫/২০২১ তারিখ হইতে ১০/০৫/২০২১ পর্যন্ত


টিমে সুপার ভাইজার মোঃ মোস্তফা আলম,

 টিকা দানকারী আজিজুল ইসলাম,

ডাটা কালেক্টর (সার্ভেয়ার) মোঃ ফরহাদ হোসেন।

 দক্ষ ডগ-ক্যাচার মোঃ নজরুল শেখ ও সুজন।

 লোকাল ডগ-ক্যাচার মোঃ সবুজ



সরকারের পক্ষ থেকে ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের অংশ হিসেবে কুকুরকে টিকা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে সময়োপযোগী।



সংসদে পাস হওয়া প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রাণীর প্রতি যেকোনো ধরনের নিষ্ঠুরতা মোকাবিলা করা সম্ভব।


সংসদে পাস হওয়া প্রাণী কল্যাণ আইন২০১৯ অনুযায়ী কোনো প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রাণীর প্রতি যেকোনো ধরনের নিষ্ঠুরতা মোকাবিলা করা সম্ভব।

দুর্গাডাঙ্গা বাজার থেকে 

Vaccine(টিকা) কি?

রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা কুকুরের শরীরে antibodies তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।



Vaccine কেন দিতে হয়?

কুকুরের কিছু মারাত্মক রোগ আছে যা হলে কুকুর মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে কুকুরকে vaccine দিতে হয়, অসুস্থ অবস্থায় vaccine দিলে তা কাজ করেনা। এর মধ্যে কিছুরোগ (যেমন-rabies) মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। তাই পোষা কুকুর এবং মানুষ দুইজনের সুরক্ষার জন্য Vaccine প্রয়োজন।



জলাতঙ্ক সম্পকে যে কোন তথ্য জানতে ও জানাতে কল করুন 01731314600

পোষা কুকুর



পোষা কুকুর

কুকুর কামড়ালে :

কুকুর কামড়ানোর জায়গায় প্রথমেই কাপড়কাচার সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। ক্ষার যুক্ত সাবান দিয়ে প্রবহমান পানিতে ফেনা ফেনা করে কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।



২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। 


প্রতিরোধ
এই রোগ প্রতিরোধের উপায় হলো টিকা নেয়া।


দুর্গাডাঙ্গা বাজার থেকে তোলা
চিকিৎসা
এই রোগ একবার হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী মারা যায়। কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না।


দুর্গাডাঙ্গা বাজার থেকে তোলা

Prevention is better than cure. জলাতঙ্ক রোগের ক্ষেত্রেও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, উচিত সর্বোচ্চ সতর্ক থাকা। 

ভিডি ও চিত্র







0 মন্তব্য(গুলি):