Resent Post
Loading...

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার অসাধারন উদ্ভাবনী।

 খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে ঢুকতেই সবার চোখ আটকে যায় কর্নারটিতে। কক্ষটির শেলফে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো বই। সেখানে একটি লেখা আছে দাঁড়াও পথিকবর, জন্ম যদি বঙ্গে, এইখানে কিছুক্ষণ বঙ্গবন্ধুর সঙ্গে ক্লিনিকে সেবা নিতে আসা সাধারন মানুষজন সেখানে থমকে দাঁড়িয়ে প্রবেশ করেন কর্নারটিতে। যারা অপেক্ষা করেন, তারা বই নিয়ে পড়ার চেষ্টা করেন। কেউ বা মোবাইলে সেখানকার সুন্দর দৃশ্যগুলো ধারণ করেন। ক্লিনিকটির অবস্থান চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি বাজারের পার্শে। নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কর্নার। সেখানকার সিএইচসিপি মো: ফরহাদ হোসেন জানায়, বঙ্গবন্ধু সম্পর্কিত দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, ছবি, লেখা প্রামাণ্যচিত্র স্থান পেয়েছে কর্নারে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রায় ১২০টি বই রয়েছে সেখানে, যেগুলো বঙ্গবন্ধুর জীবনকর্মসহ দেশের সুস্পষ্ট ইতিহাস পাঠককে তথ্য দিতে যেন অপেক্ষা করছে। রয়েছে বঙ্গবন্ধুসংশ্লিষ্ট তিনটি ছবির অ্যালবাম, যাতে পাওয়া যায় বঙ্গবন্ধুর স্মৃতিময় অনেক ছবি এই প্রথম কমিউনিটি ক্লিনিকে কর্নারটি তৈরি করার উদ্যোগ মো: ফরহাদ হোসেন এর। কমিউনিটি ক্লিনিকে করা বঙ্গবন্ধু কর্নার দেশের প্রথম বঙ্গবন্ধু কর্নার।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার অসাধারন উদ্ভাবনী।
বঙ্গবন্ধু কর্নারের ছবি

বঙ্গবন্ধুকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা দেশে অগণিত। আবার মুজিব পাগল লাখো কোটি বঙ্গবন্ধু প্রেমির মতো এমন কিছু মানুষ আছেন যারা সেই সাধারণের কাতারে থেকেই অসাধারণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এদের কেউ কেউ কাব্যমনা, শিল্পমনা, ভাবুক আবার কেউবা থাকেন স্বপ্নচায়ী। আমার প্রতিবেদন যাকে নিয়ে তিনি হলেন একজন সৎ কর্মট, সদালপী, সদা হাস্যোজ্জ্বল, একজন সিএইচসিপি ব্যক্তিত্ব, আমাদের চিরিরবন্দরের কৃতি সন্তান, স্বাস্থ্য বিভাগের দৈড়গডায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার কারিগর। তিনি বঙ্গবন্ধু, তার কর্ম আদর্শকে মনের মধ্যে লালন করেন, প্রাণ দিয়ে ভালোবাসেন বলেই তাকে নিয়ে নিজেস্ব উদ্ভাবণী চিন্তার প্রতিফলন ঘঠিয়েছেন। জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা থেকে মো: ফরহাদ হোসেন নিজ প্রচেষ্টায় উদ্ভাবন করলেন বঙ্গবন্ধু কর্নার

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার অসাধারন উদ্ভাবনী।চিরিরবন্দর, দিনাজপুর।
কমিউনিটি  ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নারের ছবি


মো: ফরহাদ হোসেন সিএইচসিপি বলেন, আমার স্বপ্ন আমার কল্পনা থেকেই আমি বঙ্গবন্ধু কর্নার করেছি, তিনি বলেন বঙ্গবন্ধুকে জানতে হলে আগে দেশ জাতির বিষয়ে জানতে হবে। আর জানতে হলে বই পড়তে হবে। আজকের তরুণ প্রজন্মকে আরো বেশি বেশি করে বই পড়তে হবে। ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধু কে তা বুঝতে হবে।বঙ্গবন্ধু কর্নার” সেক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞানপিপাসুদের বঙ্গবন্ধু প্রেমিদের তথ্য দিয়ে সহায়তা করতে যথেষ্ট ভূমিকা রাখবে।




খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্ভোধন,

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার, খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে শুভ উদ্ভোধন করা হয় “ বঙ্গবন্ধু কর্নার” উপস্থিত ছিলেন শুভ উদ্ভোধন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা স্যার, ডা. মো: তানভির হাসনাত রবীন, উপস্থিত ছিলেন সিসি কমিটির সদস্য, এমএইচভি, ও সিএইচসিপি, ও এলাকার গন্যমান্য ব্যাক্তি।




বঙ্গবন্ধু কর্নার

বঙ্গবন্ধু কর্নার


বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য হলো-

প্রন্তিক জনগন, সেবা গ্রহিতাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা। বঙ্গবন্ধুর জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কমিউনিটি ক্লিনিক, বর্তমান সরকারের উন্নয়ন সম্পকে প্রন্তিক জনগন, শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টির লক্ষে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার,

কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার স্বপ্নজাত একটি অনন্য সাধারণ স্বাস্থ্যসেবা উদ্যোগ। জাতির পিতার স্বাস্থ্য ভাবনা থেকেই আসলে কমিউনিটি ক্লিনিক ধারণাটি গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু চেয়েছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে ২৬ এপ্রিল ২০০০ সালে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার,
এ কর্নারে আছে- মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ বইসহ স্বাস্থ্য বিস্বয়ক বই। 

কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার


বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় যুগান্তকারী উদ্যোগ, বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।
তারই ধারাবাহিকতায় প্রন্তিীক সকল প্রকার জনগন, স্বাস্থ্য সেবা গ্রহিতাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন, বঙ্গবন্ধুর জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কমিউনিটি ক্লিনিক, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে উন্নয়ন, শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টির জন্য “বঙ্গবন্ধু কর্নার” খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে স্থাপন করা হয়েছে।


কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার

.
০. খেড়কাটি সিসির “বঙ্গবন্ধু কর্নারের” বই দেখতে ক্লিক করুন ০১. হৃদয়ে বঙ্গবন্ধু প্রেরনায় শেখ হাচিনা। ০২. খোকা থেকে বঙ্গবন্দু। ০৩. বঙ্গবন্দু ও আজকের বাংলাদেশ। ০৪. বঙ্গবব্দু ও ইসলামী মূল্যবোধ। ০৫. মুক্তিযুদ্ধ (বুদ্ধিজীবির দৃষ্টিকোন ও অভিগতা) ০৬. বঙ্গবন্ধুর অসাধারন কৃতি। ০৭. বাঙালী জাতীর পিতা। ০৮. বঙ্গবন্ধুর কারা জীবন। ০৯. বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান। ১০. শেখ মুজিব আমার পিতা। ১১. ইতিহাসের আয়নায় বঙ্গবন্দু। ১২. ছোটদেও জন্য মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প। ১৩. আমার মুক্তিযুদ্ধ। ১৪. মুক্তিযুদ্ধের কিশোর গল্প। ১৫. মুক্তিযুদ্ধে বরগুনা জেলা একাত্তরের ডায়রী। ১৬. বাংলাদেশের ইতিহাস নতুন সংস্কার। ১৭. বৃহৎ জনগোষ্টির উন্নয়ন। ১৮. ৭ই মার্চেও ভাষন কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ। ১৯. ফেলে আসা ৭১ ও মুক্তিযুদ্ধ। ২০. ভাষার জন্য যারা দিয়ে গেল প্রান। ২১. বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। ২২. মুক্তিযুদ্ধের বন্দু ইন্দ্রাগান্দি। ২৩. নির্বাচিত মুক্তিযুদ্ধ কিশোর গল্প। ২৪. মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা। ২৫. মুক্তি যুদ্ধে বাংলাদেশ। ২৬. কর্ম জীবনের সফলতার সিরি। ২৭. জাতীর জনক বঙ্গবন্দু ২৮. সন্মুখ সময়ে বাঙ্গালী ২৯. বংলাদেশের ইতিহাস ৩০. বাংলাদেশ ও আইসি ৩১. বাংলাদেশ এবং ও আইসি ৩২. বাংলাদেশ ইন ও আইসি ৩৩. প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মেদ ৩৪. ভারত বিভাগ ঐতিহাসিক ভুল ৩৫. বাংলাদেশ সরকার ১৯৭১ ৩৬. বাংলাদেশ ৩৭. গনমাধ্যমে বংলাদেশের মুক্তিযুদ্ধ ৩৮. স্বাধীনতা একদিনে আসেনি ৩৯. বীর শ্রেষ্ঠ মতিউর স্বারক গ্রন্থ ৪০. সংবাদপত্রে একাত্তরের স্বাধিনতা ৪১. মুক্তিযুদ্ধ ৪২. বঙ্গবন্ধু আসহযোগ থেকে স্বাধিনতা ৪৩. বঙ্গবন্ধু আমাদের ঐতিহ্য ও ভবিষ্যৎ ৪৪. অসমাপ্ত আতœজীবনী ৪৫. বৃহৎ জনগোষ্ঠির জন্য উন্নয়ন ৪৬. বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধু শেখ মজিব ৪৭. কিশোর গল্পে বঙ্গবন্ধু ও শেখ রাসেল ৪৮. বঙ্গবন্ধু সময় পেলেন না
.

বঙ্গবন্ধু কর্নার

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নারের বই সমুহ
,
বঙ্গবন্ধু কর্ণারের বই সমুহ... খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. .. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার .. ..
.


বঙ্গবন্ধু কর্নার

বঙ্গবন্ধু কর্নার


বঙ্গবন্ধু কর্নার

অফিস সময় সকাল ০৯টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত সবাই কর্ণারের বই পড়তে পারবে।

কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্নার
কর্ণারের বই পড়ছে



মোঃ ফরহাদ হোসেন



ভাল লাগলে শেয়ার করুন





1 comment:

  1. Very good, kharkati cc is best primary health care, Thanks Farhad vai

    ReplyDelete