Resent Post
Loading...

দিনাজপুর জেলার ১৩ উপজেলা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরু ০৩/১০/২০২৪ ইং 

হাসপাতালে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি


আবেদন শুরু ০৩/১০/২০২৪ ইং 


নিয়োগ বিজ্ঞপ্তি টি বড় করে দেখতে ক্লিক করুন। 


নিয়োগ বিজ্ঞপ্তি টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখার স্মারক নং-৪৫.০০.০০০০.140.11.001.24.83 তারিখ- ০৯/০১/২০২৪ খ্রিঃ, স্মারক নং-৪৫.১৪০.০১১.০০.০০.০০৮.২০১৩-১৩৮৭ তারিখ- ১৩/০৬/২০২৪ খ্রিঃ ও স্মারক নং- ৪৫.১৪০.০১১.০০.০০.০০৮.২০১৩-১৩৯১ তারিখ- ১৩/০৬/২০২৪ খ্রিঃ মোতাবেক সিভিল সার্জন, দিনাজপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে প্রচলিত নিয়োগবিধি ও শর্ত অনুযায়ী পূরনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে অনলাইনে (http://csdinaj.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন

গ্রহণ যোগ্য হবে না।


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

(খ)কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি প্রতি মনিটে ৭০ শব্দ । কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গনিত/ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে । (খ)কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (ক)কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । (খ)ষ্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্ৰদান করতে হবে ।

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

(ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ৮ম শ্রেণী পাশ হতে হবে ।

(খ)হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

(গ)অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ।

শর্তাবলীঃ-

১. বিশেষ নির্দেশনাঃ

১.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

1.২ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন,বিধি, নীতি ও কোটা অনুসরণ করা হবে। ১.৩ উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক (প্রয়োজন বোধে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

১.৪ যে কোন কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে।


১.৫ স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-4/2018/63৫৪ তারিখ- ১১/১২/২০১৮ খ্রিঃ মোতাবেক প্রকাশিত

নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, ষ্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

১.৬ প্রার্থীগণ সিভিল সার্জন বরাবরে আবেদন করবেন। প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিলে, একাধিকবার ফরম পূরণ করে, একাধিক প্রবেশপত্র গ্রহন করলে অথবা পরীক্ষার অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১.৭ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

১.৮ বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরূপ সনদপত্র ব্যতিত অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণ যোগ্য হবে না। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে আবেদনকারী যে বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক সনদপত্র/প্রত্যয়নপত্র দেখাতে হবে।

১.৯ প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/ সম-মর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে।

১.১০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত প্রার্থীকে জেলা প্রশাসক/জেলা আনসার এ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। ১.১১ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।

১.১২ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূলকপি (যেমন- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণে সনদপত্র, অভিজ্ঞতা/অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, কোটা সুবিধা দাবীর ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রসমূহ ইত্যাদি) প্ৰদৰ্শন করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র এবং সনদপত্রসমূহের একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

১.১৩ সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রসেস করা হবে। অন্য কোনভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১.১৪ প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না।

১.১৫ স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

১,১৬ কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১.১৭ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

১.১ ৮ প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।

২. বয়সসীমাঃ ৩০/১০/২০২৪ ইং তারিখ পর্যন্ত বয়স ।

২.১ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী ব্যতিত অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স সীমা ১৮ হতে ৩০ বছর ।

২.২ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স সীমা ১৮-৩২ বছর।

২.৩ প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল/জন্ম নিবন্ধন সনদ/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

৩। নাগরিকত্বঃ

৩.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমানক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল

করতে হবে।

৩.২ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।


৪. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। শর্তাবলী সময়সীমাঃ

৪.১ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://csdinaj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৩/১০/২০২৪ ইং তারিখ সকাল ১০:০০ টা

হতে।

ii) Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ৩০/১০/২০২৪ ইং তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত।

iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

4.2 Online আবেদন পত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১00 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 kb এর মধ্যে হতে হবে। ৪.৩ Online-এ আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে।

৪.৪ প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 4.5 SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান; Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Singnature's upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১৪-১৬তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা, মোট ২২৩/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ ভাবে উল্লেখ্য, "Online-এ আবেদন পত্রের সকল অংশ পুরন করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না" ।

প্রথম SMS: CSDINAJ <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSDINAJ ABCDEF & Send to 16222.

Reply: Applicant's Name, Tk. 223 / 112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CSDINAJ <space> Yes <space> PIN and send to 16222. দ্বিতীয় SMS: CSDINAJ <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSDINAJ YES 12345678

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for CSDINAJ Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). ৪.৬ Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নম্বর 121 নম্বরে অথবা alljobs.query@ teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রার্থীর প্রবেশ পত্র প্রাপ্তির বিষয় ও মৌখিক পরীক্ষার নোটিশ http://csdinaj.teletalk.com.bd অথবা www.cs.dinajpur.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। এছাড়াও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com / alljobsbdTeletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে, অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। Mail / মেসেজ এর Subject-এ Organization Name : CSODIN, Post Name, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

8.৭ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও (www.cs.dinajpur.gov.bd) ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান মাধ্যমে বাংলাদেশের একমাত্র বাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https//alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ ও পদসমুহের চুড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরন করা হবে ।

৪.৮ SMS- এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।


৪.৯ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে CSDIN <space>Help<space>User<space>User Id & Send to 16222. Example: CSDIN HELP USER ABCDEF

ii) PIN Number জানা থাকলে: CSDIN <space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: CSDIN HELP PIN 12345678.

৪.১০ ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৪.১১ অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে ।



শুন্য পদের তালিকা HA



শুন্য পদের তালিকা বড় করে দেখতে ক্লিক করুন। 


শুন্য পদের তালিকা টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  




অনলাইনে আবেদন করতে ক্লিক করুন



অন্যান্য নিয়োগ দেখুন

ক্রঃনং

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরু

আবেদন শেষ

বিস্তারিত

০১

২৫২৪ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪

DLRS

০৬/১০/২০২৪

সকাল ১০:০০ টা

২৭/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০২

বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ ২০২৪

BANGLADESH POLICE SI

০৫/১০/২০২৪

সকাল ১০:০০ টা

২০/১০/২০২৪

রাত ১১:৫৯ মি:

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০৩

১৫৪ পদে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর নিয়োগ ২০২৪

CS DINAJPUR

৩০/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

২৯/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

শূন্য পদের তালিকা

আবেদন করুন

০৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ ২০২৪

BBAL

৩০/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

২৯/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০৫

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪

BANGLADESH POLICE

০১/১০/২০২৪

১৫/১০/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

শূন্য পদের তালিকা

আবেদন করুন

০৬

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৪

আন্ত বাহিনী মেডিকেল ইউনিট

DGMS

২৫/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

০৯/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০৭

SSC পাশে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ ২০২৪

BANGLADESH BANK

২২/০৯/২০২৪

২১/১০/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০৮

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ ২০২৪

BEPZA

২৬/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

২৪/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

০৯

৩৬৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ ২০২৪

ECS

০১/১০/২০২৪

সকাল ০৯:০০ টা

৩১/১০/২০২৪

বিকাল ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

১০

৮৫ পদে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ ২০২৪

KGH

২৪/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

১০/১০/২০২৪

বিকাল  ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

১১

১০১ পদে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ ২০২৪

CS GAIBANDHA

১৫/০৯/২০২৪

সকাল ০৯:০০ টা

১৪/১০/২০২৪

বিকাল  ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

শূন্য পদের তালিকা

আবেদন করুন

১২

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ ২০২৪

Dhaka BRT

১৫/০৯/২০২৪

১৪/১০/২০২৪

বিকাল ১২:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

১৩

৪৬০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ ২০২৪

NAVY

১১/০৯/২০২৪

১৫/১০/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন

১৪

SSC পাশে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নতুন নিয়োগ ২০২৪

BARC

১৭/০৯/২০২৪

সকাল ১০:০০ টা

১৭/১০/২০২৪

বিকাল  ০৫:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করুন



কোন তথ্য জানতে কমান্ট করুন

0 মন্তব্য(গুলি):