চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স _ বনাম _ ডা.আজমল হক UH&PFO
চিরিরবন্দর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ------
চিরিরবন্দর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল |
দুই বন্দু ---
- ১ম বন্দু বলল, চল বিকেলে কোথাও থেকে ঘুরে আসি?
-২য় বন্দু বলল, কোথায় যাবি? আশে পাশে নতুন, নিরিবিলি জায়গাতো নাই।
- ১ম বন্দু , চল চিরিরবন্দর হাসপাতাল থেকে ঘুরে আসি?
-২য় বন্দু - কি ? !!!
- ১ম বন্দু বলল, অবাক লাগছে বন্দু ? আসলেই নতুন চকচকে, আমাদের চিরিরবন্দর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসাপাতাল মানে কি? শুধু কি অনেক মানুষের আনা গোনা , রোগীর আসা-যাওয়া, সবার উদ্বিগ্ন মন, চারিদিকে ডাক্তার-নার্সদের ছোটাছুটি...
ঢুকতেই নোংরা পরিবেশ ও ঔষদের উটকো গন্ধ। যা একটি সরকারী হাসপাতালের স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই সকল বিষয় ভুলে জান বন্দু । দিন পরিবর্তন হয়েছে। চলে আসুন আমাদের চিরিরবন্দর হাসপাতালটিতে...
ঢুকেই হয়তো ভাববেন, --
আমার হয়তো সর্দি লেগেছে তাই কোন গন্ধ পাচ্ছি না। না আপনার সর্দি লাগেনি, গন্ধ বা নোংরা পরিবেশ না থাকলে আপনি দেখবেন কি করে?
নতুন ৪ তলা ভবনটিতে আধুনিক সব চিকিৎসা সুবিধা আছে । অনেক সুন্দর ভিতরের পরিবেশ। ডাক্তাররা আলাদা আলাদা রুমে বসে লাইন ধরে থাকা রোগীদের দেখছেন। গাইনি কনসালটেন্ট, দন্ত্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ সার্জন...
কিছু বিভাগ এখনও ফাঁকা আছে। আশাকরি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে।
সাথে রয়েছেন কিছু তরুণ নিবেদিত ডাক্তার যাদের প্রচেস্তায় দেরিতে হলেও, অনেক আগেই নতুন ভবন চালু করা সম্ভব হয়েছে।
চিরিরবন্দর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পিছনের দিক |
সবচেয়ে মজার বিষয় হল, চিরিরবন্দর হাসপাতালে একজন দক্ষ ম্যানেজার আছে,
উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. আজমল হক স্যার, তিনি প্রিয় সুহৃদ, একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও পরিপাটী পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর। ডা. আজমল হক দক্ষ, যোগ্য, বন্ধুবৎসল, অভিজ্ঞ, মেধাবী, কর্মঠ ও আন্তরিক। হাসপাতালের কর্মিদের নিজ নিজ দয়িক্তের ব্যাপারে তিনি কোন প্রকার অবহেলা অনিয়ম আপোষহীন।
প্রতিষ্ঠানের প্রধান যদি একজন বিজ্ঞ, দক্ষ, কর্মঠ,মেধাবী সুশৃঙ্খল ইউনিটটি হয় তাহলে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। এটাই নিয়ম, আমরা চিরিরবন্দর হাসপাতালের ব্যাপারে তাই দেখছি ..
গুণগত সেবা এবং চমকপ্রদ সাফল্য নিশ্চিত করে আজ অর্ধযুগের পরিক্রমাতেই দিনাজপুর জেলায় একটি সম্মানজনক অবস্থান তৈরি করে নিয়েছে হাসপাতালটি। যুগোপযোগী, আধুনিক এবং উদ্ভাবনমূলক সেবাদান পদ্ধতিতে সেবার মান ও ডিজিটালাইজ স্বাস্থ্য ব্যবস্থ্যর সর্বোচ্চ বিকাশ সাধন করাই স্যারের লক্ষ্য।
তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং কৌশলী নেতৃত্বই এই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি, যার নিবিড় পরিচর্যায় উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে হাসপাতালেন সাফল্য গাঁথা। তিনি উন্নয়ন প্রিয় মানুষ ও দুনীতিমুক্ত মানুষ তাকে অভিভাবক হিসেবে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত।
স্যারকে ধন্যবাদ
উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. আজমল হক স্যার, তিনি প্রিয় সুহৃদ, একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও পরিপাটী পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর। ডা. আজমল হক দক্ষ, যোগ্য, বন্ধুবৎসল, অভিজ্ঞ, মেধাবী, কর্মঠ ও আন্তরিক। হাসপাতালের কর্মিদের নিজ নিজ দয়িক্তের ব্যাপারে তিনি কোন প্রকার অবহেলা অনিয়ম আপোষহীন।
প্রতিষ্ঠানের প্রধান যদি একজন বিজ্ঞ, দক্ষ, কর্মঠ,মেধাবী সুশৃঙ্খল ইউনিটটি হয় তাহলে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। এটাই নিয়ম, আমরা চিরিরবন্দর হাসপাতালের ব্যাপারে তাই দেখছি ..
গুণগত সেবা এবং চমকপ্রদ সাফল্য নিশ্চিত করে আজ অর্ধযুগের পরিক্রমাতেই দিনাজপুর জেলায় একটি সম্মানজনক অবস্থান তৈরি করে নিয়েছে হাসপাতালটি। যুগোপযোগী, আধুনিক এবং উদ্ভাবনমূলক সেবাদান পদ্ধতিতে সেবার মান ও ডিজিটালাইজ স্বাস্থ্য ব্যবস্থ্যর সর্বোচ্চ বিকাশ সাধন করাই স্যারের লক্ষ্য।
তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং কৌশলী নেতৃত্বই এই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি, যার নিবিড় পরিচর্যায় উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে হাসপাতালেন সাফল্য গাঁথা। তিনি উন্নয়ন প্রিয় মানুষ ও দুনীতিমুক্ত মানুষ তাকে অভিভাবক হিসেবে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত।
স্যারকে ধন্যবাদ
ক্যাপশন যোগ করুন |
আর পুরো হাসপাতাল ঘিরে রয়েছে সবুজ গাছ, ফুলের বাগান, আসলেই মন জুড়িয়ে যাবে। যেকোন জায়গায় বসে ভালোই সময় পার করা যেতে পারে।
ডা. আজমল হক |
হাসাপাতালটিকে সুন্দর রাখা , ডাক্তারদের ভালবাসা আর তাদের কাছ থেকে চিকিৎসা লাভ করার অধি-কারতো শুধু আপনারই,
অসুস্থ হয়ে নয়, সুস্থ থেকেই ঘুরে আসতে বলছি আমাদের হাসপাতাল থেকে।
"সুস্থ থাকুক চিরিরবন্দর..."
চিরিরবন্দর হাসপাতালে ২৪ ঘন্টাই প্রসুতি মায়ের সেবা ও দক্ষ নার্স, গাইনি কনসালট্যান্ট, দ্বারা নরমাল ডেলিভারী করা হয়, কোন প্রকার খরচ লাগে না বরং প্রত্যেক নবজাতক মা কে গিফট দেয়া হয়।
চিচিরর বন্দর উপজেলা ম্যাপ |
এছাড়াও সার্জারী কনসালট্যান্ট , গাইনি কনসালট্যান্ট , মেডিকেল অফিসার নিয়মিত রোগী দেখছেন।
ধন্যবাদান্তে-
মো:ফরহাদ হোসেন।CHCP
gynae consultant. surgery consultant niomito rugi delhen
উত্তরমুছুন