সিভিল সার্জন স্যারের প্রতিনিধি খেড়কাটি সিসি পরিদর্শন
২২/০৫/২০১৮ইং রোজ মঙ্গলবার দুপুর ১২.৪০ ঘটিকার সময় চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে দিনাজপুর জেলার সিভিল সার্জন স্যারের প্রতিনিধি জনাব জেলা স্বাস্থ্য তত্তাবধক District Health Inspector (DHI) মো: আজাদ আলী স্যার এবং Raihana Islam, District Coordinator (Nutrition International) পরিদর্শনে আসেন।
স্যারেরা বিভিন্ন খাতা পত্র রেজিষ্টার দেখেন।
স্যারেরা বিভিন্ন খাতা পত্র রেজিষ্টার দেখেন।
তাহারা খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সন্তোস প্রকাস করেন।
যেহেতু উচ্চ রক্তচাপ সপ্তাহের ৬ষ্ঠ দিন ছিল তাই স্যারদের ও উচ্চ রক্তচাপ পরিমাপ করা হয়।
মো: আজাদ আলী (DHI) স্যারের BP=150/100 mm/Hg পাওয়া যায়।
Gpod
উত্তরমুছুন