Resent Post
Loading...

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভা আগষ্ট/১৮

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভা আগষ্ট /২০১৮

সিসি মাসিক সভার ব্যানার



সিসি মাসিক সভার ব এক অংশ

সভার রেজুলেশন

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, সিবিএইচসি কার্যালয়,

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিজি মাসিক সভার কার্যবিবরনী


কমিউনিটি ক্লিনিকের নাম           tখেড়কাটি কমিউনিটি ক্লিনিক
সাবেক ওয়ার্ড                t           ০১
ইউনিয়ন                       t           ৯ নং ভিয়াইল
উপজেল                         t           চিরিরবন্দর  
জেলার নাম                   t           দিনাজপুর
সভাপতি                        t           মো : আবুল কালাম  মন্ডল।
স্থান                             t           খেড়কাটি কমিউনিটি ক্লিনিক  
মাস                               t           আগষ্ট/২০১৮ইং
তারিখ                          t           ২৮/০৮/২০১৮ইং, ১৩ ই ভাদ্র ১৪২৫,  রোজ - মঙ্গলবার |
সময়                             t           দুপুর ১২.০০ মিনিট
সভার ধরন                   t           সাধারন  
সভার নং                      t           1১০


উপস্তিত সিজি সদস্য উপস্তির তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য ।


অদ্য ২৮/০৮/২০১৮ ইং তারিখ মঙ্গলবার সিসি মাসিক সমন্বয় সভার সিসি মুল কমিটির সভাপতি মো: আনিছুর রহমান পবিত্র হজ্জ পালন উপলক্ষে অনুপস্তিত থাকায় আলোচনা সভার সহ:সভাপতি মো: আবুল কালাম আজকের সভার সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে  আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয়।  
     
      অতপর অদ্যকার সভায় নির্ধারিত এজেন্ডার বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা ও আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত ও অনুমোদিত হল।  
তাহা নিম্নরুপ :-



আলোচ্য বিষয় :
আলোচনা
সিদ্ধান্ত
বাস্তবায়নের দায়িক্ত
০১. গত মাসের রেজুলেশন পাঠ.

    সভাপতির অনুমতি ক্রমে গত মাসের রেজুলেশন পাঠ করে শুনান উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন, সকল সদস্য তা মনোযোগ দিয়ে শ্রবন করেন।
 সভাপতি সিএইচসিপি ও কোষাধক্ষক সহ সকল সদস্যর সহযোগীতায় সিসির রং সন্পূর্ন সমাধান হয়েছে বলে সকল সদস্যকে ধন্যবাদ জানান।
  উক্ত বিগত মাসের সভার রেজুলেশনে কোন প্রকার সংযোজন বিয়োজন, পরিমার্জন ও পরিবর্ধন ছাড়াই সকল সদস্যর সন্মতিক্রমে তা গৃহীত ও অনুমদিত হইল।
গত মাসের রেজুলেশন অনুমোদন

০২. সিসির ওয়াল রং করন ও অন্যান্য হিসাব প্রসঙ্গ।
    দ্বিতীয় আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে উপস্তিত কোষাধক্ষ দিনেশ রায় আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন।  তা নিম্নরুপ:
মোট আয়:
ক্রমিক নং
আয়ের উৎস
টাকা
মন্তব্য
০১
সিজি সকল সদস্য
২৩০০/=
০২
CBHC পরিচ্ছন্ন বাবদ
৩০০০/=
০৩
মোট =
৫৩০০/=

মোট ব্যায়:
ক্রমিক নং
ভাইচার নং
তারিখ
বিবরন
টাকা
০১
১৫/৭/১৮
রং কেনা
২৮৬০/=
০২
১৮/৭/১৮
রং ব্যাস কেনা
২৯৫/=
০৩
৩০/৭/১৮
রং মিস্ত্রিকে দেয়া
২০০০/=



মোট ব্যয় =
৫১৫৫/=

মোট (আয়-ব্যয়)=১৪৫/= টাকা
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত ও অনুমদিত হল।
সিসির রং করার পর ১৪৫/=টাকা কোষাধক্ষ সাহেবের কাছে জমা থাকল।

০৩. আয়ার বেতন ব্যাংক একাউন্ট এর মাধ্যমে দেওয়া প্রসঙ্গ
       তৃতীয় আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, খেড়কাটি সিসিতে আয়ার বেতন কোষাধক্ষ প্রতি মাস দেন, স্বচ্ছ হিসাবের জন্য আমরা আয়াকে ব্যাংক চেক দিব সে ব্যাংক থেকে টাকা তুলবে।
    উক্ত বিষয় আলোচনা, সমালোচনা হওয়ার পর হওয়ার পরে সভাপতি বলেন, এটি একটি উত্তম প্রস্তাব,আগামী বছর অথাৎ ২০১৯ সাল থেকে এটি কার্যকর করা হবে। 
সকল সদস্যের সর্বসন্মতিক্রমে তা গৃহিত ও অনুমদিত হল।  
সিসির আয়া বেতন ২০১৯ সাল থেকে ব্যাংক এর মাধ্যমে দেয়া হবে।
সিসির সভাপতি
০৪.
বিবিধt
       বিবিধ  আলোচনা  শুরু  হলে  সিএইচসিপি  বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০১৮ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস  দিবস কাউকে  সর্প দংশন করলে মেডিকেল হাসপাতাল নিতে হবে।

       আর কোন  আলোচনা  না থাকায়  সভাপতি  সাহেব  সমাপনী  বক্তব্য  রেখে  সকল  সদস্যকে  ধন্যবাদ সবার  সুস্বাস্থ্য  কামনা  করে  সবাইকে মিষ্টি খাওয়ার  দাওয়াত দিয়ে  সভার  কার্য  সমাপ্ত  ঘোসনা করলেন |
 কাউকে  সর্প  দংশন করলে মেডিকেল হাসপাতাল নিতে হবে।
সকলের কাছে প্রচার করা ও সভার সমাপ্তি ঘোসনা।
সকল সদস্য

           
                        স্বাক্ষর:
     

২৮/0/201
সভাপতি
মো: আবুল কালাম
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
৯ নং ভিয়াইল ইউপি সাবেক ওয়ার্ড নং ০১
চিরিরবন্দর, দিনাজপুর।

সিসি মাসিক সভার ব এক অংশ

পরিশিষ্ট “ক” স্বাক্ষরের ক্রমানুসারে নয়
০১, মো: আবুল কালাম, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০২. জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৩. আশরাফ আলী, ইউপি সদস্য।
০৪. মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৫. দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।
০৬ মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য।
০৭. ফযিলা খাতুন, সদস্য।
০৮. মৌসুমী, কিশোরী সদস্য।
০৯. ইয়াসমিন জাহান, সদস্য।
১০. ওহেদ আলী, সদস্য।
১১. জিন্নাতুন নেছা, সদস্য।
১২. সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩. মনোরঞ্জন রায়, কিশোর সদস্য
১৪. আফছার আলী, এইচএ
১৫. সবুজ আলী, সদস্য।
১৬. ওরফা হাজদা
১৮. রত্না রানী রায়, স্বাস্থ্য কর্মী




অন্যান্য মাসের মাসিক সমন্বয় সভা দেখতে

0 মন্তব্য(গুলি):