Resent Post
Loading...

Team Training, CHCP, HA,ও FWA-দের দলগত ৫ দিন প্রশিক্ষন

Team Training, CHCP, HA,ও FWA-দের দলগত ৫ দিন প্রশিক্ষন

                         স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন পার্বতীপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নির্পোট) , দিনাজপুর,  আজ রবিবার হতে শুরু হয়েছে  দিনব্যাপী স্বাস্থ্য সহকারী,  পরিবার কল্যান সহকারী এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ররিবার ০২/১২/১৮ ইং সকাল ৯ ঘটিকার সময় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা। উপস্তিত ছিলেন মিসেস লিলুফার বেগম, সহ:প্রশিক্ষিকা। দিনাজপুর জেলার ফুলবাড়ী, সদর, চিরিরবন্দর  উপজেলার ২৫ জন স্বাস্থ্য সহকারীপরিবার কল্যান সহকারী এবং CHCP অংশ নিচ্ছে এ প্রশিক্ষনে




দলের ইংরেজি প্রতিশব্দ  TEAM.
T= TOGE:HER=একত্রে
E= Everyone=প্রত্যেকে
A= ACHIEVES=অর্জন করা
M= MOER=বেশী
অথ্যাৎ
Together Everyone Acheves More

অথাৎ মিলে মিশে একটি কাজ করলে প্রত্যেকেই একক ভাবে যে কাজ করে তা থেকে অনেক ভাল, মানসম্মত ও বেশি কাজ করতে পারে।

CALL UP নোটিস CHCP

 আমাকে দলগত প্রশিক্ষনে নাম দেয়ায় ডা আজমল হক স্যারকে ধন্যবাদ -






১ম দিন কুরআন পাঠ ও গিতা পাঠের মধ্যদিয়ে শুরু হল দলগত প্রশিক্ষন-





টিম ট্রেনিং এর উদ্দেশ্য:

        ০১. মা, শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন বিষয় ঞ্জান ও দক্ষতার উন্নতি সাধন করে সেবার মান বৃদ্ধি করতে পারবেন।

       ০২. নিজ নিজ এলাকার সেবা গ্রহিতা ও জনগনের সাথে দলীয় ও আন্ত:ব্যক্তিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধি এবং সেবা গ্রহনে উদ্ধুদ্ধ করতে পারবেন।

       ০৩. প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা, সাধারন, সংক্রামক ও নব আর্বিভুত রোগসমুহের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কিত তথ্য প্রদান করে জনগনকে সচেতন করতে পারবেন।

       ০৪. পারিবারিক সমৃদ্ধির জন্য ছোট পরিবার গঠন, মা ও শিশুর অপুষ্টি নিরসন, নারী পুরুষের বৈষম্য দুরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতন রোধকল্পে নিজ নিজ কর্ম এলাকায় দলীয় কাজের গুরুত্ব উপলদ্ধি করতে পারবেন এবং FWA ও  HA, CHCP-কে যৌথভাবে / দলিয় ভাবে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে কাজ করতে পারবেন।








সকালে ক্লাস নেন-
মো: মোবারক আলী, প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR, Dinajpur.




বিকালে
ডা. রইচ উদ্দীর খান, মেডিকেল অফিসার ফুলবাড়ী, স্যার জন্ম নিয়ন্ত্রন, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকর্পনা সম্পর্কে বিস্তারিত ধারনা দেন।





          ভিষন ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টরে মানসম্মত প্রশিক্ষন প্রদান গবেশনা পরিচালনার ক্ষেত্রে দক্ষিন এশিয়ার একটি নেতৃয়ীয় প্রতিষ্ঠান (Centre of excellence)নিপোর্ট প্রতিষ্ঠিত হয়

     স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয়, নিপোর্ট, স্বাস্থ্য অধিদফতর এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তাদের সম্মিলিত প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র সুবিধাবঞ্চিত গ্রামীন জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য, পুষ্টি পরিবার পরিকল্পনা সেবা পৌছে দিয়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রমের কাঙ্ক্ষিত লক্ষ মাত্রা অর্জনে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞ, জ্ঞান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নে লক্ষমাত্রা (Sustainable Development Goals) অর্জনে কার্যকরী ভূমিকা রাখবে
টিম ট্রেনিং NIPORT এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগে বিশেষ করে মাঠ কর্মীদের অধিকতর অভিজ্ঞ করার লক্ষে সীমিত সময়ের মধ্যে দিনের ব্যাচ ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছে
বর্তমানে নতুন করে সিএইচসিপি দের প্রশিক্ষণে অংশ গ্রহনের সুযোগ করা হয়েছে তারই ধারাবাহিকতায় প্রত্যেক জেলা বিভাগে সিএইচসিপিরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করতেছেন
এখানে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে যা ট্রেনিংয়ে অংশগ্রহণ নিয়ে কিছু সহোদর মনে করতেছেন যে যারা ট্রেনিং পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছেন! এটা ভুল ধারণা, এখন থেকে প্রত্যেক Team ট্রেনিংয়ে সিএইচসিপিরা পর্যায়ক্রমে অংশ গ্রহণ করবে। 


           যেহেতু ২৫ জনের প্রশিক্ষণ টিমে সিএইচসিপি / জন থাকে সেহেতু সব উপজেলা থেকে এক সাথে দেয়া সম্ভব হয় না, আগামী ট্রেনিংয়ে যাহাতে সিএইচসিপিদের প্রশিক্ষণের সংখ্যা বাড়ানো যায়, সেজন্যে স্যারদের অনুরোধ করা হয়েছে, স্যার আশ্বস্ত করেন যে আগামী ট্রেনিংয়ে জন থেকে উন্নীত করে /১০জন সিএইচসিপি কে প্রশিক্ষণে দেয়া হবে



    ডা. কুদ্দুস সিভিল সাজর্ন দিনাজপুর। স্যার প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা , সংক্রমন এবং অসংক্রামক রোগ সম্পকে বিস্তারিত আলোচনা করেন।
ডা. আব্দুল  কুদ্দুস সিভিল সাজর্ন ,দিনাজপুর


ডা. এ.এন নুরুল ইসলাম চৌধুরী।(অরিফ) উপ-পরিচালক (প.প.) দিনাজপুর।

ডা. এ.এন নুরুল ইসলাম চৌধুরী।(অরিফ) উপ-পরিচালক (প.প.) দিনাজপুর।

বিকালে-

Logo Design by FlamingText.com
                 Team অর্থ দল, আর Training অর্থ প্রশিক্ষণ।  প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা হয় প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সমৃদ্ধি সাধন করা


শেখ মুরাদ রহমান, একাউন্ট অফিসার, পার্ব্বতীপুর,
শেখ মুরাদ রহমান, একাউন্ট অফিসার, পার্ব্বতীপুর,




ডা. শহিদুজ্জামান, সহকারী পরিচালক, স্বাস্থ্য,  রংপুর বিভাগ।তিনি টিম ট্রেনিং এর বিভিন্ন বিষয় আলোচনা করেন।

ডা. শহিদুজ্জামান, সহকারী পরিচালক, স্বাস্থ্য, রংপুর বিভাগ।



বিকালে-
 ইসমাইল হোসেন, উপজেলা প.প কর্মকর্তা, চিরির বন্দর,










সকালে
মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR এবং মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, পাব্বতীপুর । নিধ্যারিত বিষয় আলোচনা করেন।

বিকালে 
সমাপনী অনুষ্ঠান ও বিনোদন, দলীয় আলোচনা, প্রশ্নউত্তর, বত্তৃতা, ব্রেইন ষ্টর্মিং, কেস স্টাডি ইত্যাদি

Logo Design by FlamingText.com



৫ দিনের দলগত প্রশিক্ষন আমি সফলতার সাথে উত্তীর্ন হয়েছি।


CHCP-ফরহাদকে সাটিফিকেট তুলে দেয়া হচ্ছে।

সর্বপরী টিম ট্রেনিং একটি ভাল প্রশিক্ষন, এই প্রশিক্ষন সকল HA, FWA, CHCP আর ও আগেই পাওয়া উচিত ছিল।
৫ কর্মদিবসে মোট ২৮টি সেসন শেখান ও পড়ান হয়।



মো: মোবারক আলী, প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR ও লিলুফার বেগম প্রশিক্ষীকা সর্বক্ষন মনিটরীং ও দেখভাল করেছেন। স্যারদের ধন্যবাদ।




ধন্যবাদ




Bootstrap Example







ভাল লাগলে শেয়ার করুন



1 টি মন্তব্য: