নরমাল ডেলিভারীর হাফ সেন্সুরী চিরিরবন্দর হাসপাতাল
নরমাল ডেলিভারীর হাফ সেন্সুরী চিরিরবন্দর হাসপাতাল
গত নভেম্বর/১৮ মাসে চিরিরবন্দর হসপাতালে নরমাল ডেলিভারী ৫৩ টি সম্পন্ন হয়েছে।
-
-
স্যার মাঠ পর্যায়ে নরমাল ডেলিভারীর জন্য হাসপাতালে রেফারকারীকে পুরুষ্কার প্রদান করেন।
স্যার সবাইকে ধন্যবাদ দেন সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।
আর দেরী নয়-
-
বিজয় এই মাসে নরমাল ডেলিভারীর বিজয় /১৮
সর্বপরি ডা. আজমল হক উপজেলা স্বাস্থ্য স্যারকে ধন্যবাদ।-
Bootstrap Example
গত নভেম্বর/১৮ মাসে চিরিরবন্দর হসপাতালে নরমাল ডেলিভারী ৫৩ টি সম্পন্ন হয়েছে।
অগ্রহায়ণ মাস
শেষে হবার আর কয়েকটা দিন
আছে। এসব
দিনে
বিকেল
বলতে
কিছু
থাকেনা।
ক্লিনিক থেকে ফিরে মধ্যাহ্ন ভোজের পর
এটা
সেটা
করতে
করতেই
সন্ধ্যা ঘনিয়ে
আসে। বিকেলটা কখন
হারিয়ে
যায়,
টেরই
পাওয়া
যায়
না। এসব
দিনের
হ্রস্বতার কারণে
দৈনন্দিন অনেক
কাজই
আমি
সময়
মত
সমাপ্ত
করতে
পারিনা,
ফলে
কেমন
যেন
একটু
অস্থিরতায় থাকি।
গত কাল সন্ধ্যায় স্যারের ফোন পাই,
স্যার বলেন কাল সকাল ৪.৩০ মিনিটে অফিসে আস নভেম্বর/১৮ মাসে উপজেলা হাসপাতালে ৫৩ টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। সেই
বিষয় আলোচনা আছে।
কি আর করা উপজেলা স্যার বলেছে, ঠিক সকল
৪.৩০ মিনিট হাসপাতালের হল রুমে হাজির হলাম, দেখলাম অনেক আয়োজন।
চিরিরবন্দর হাসপাতালের ইতিহাসে এই
প্রথম এক মাসে ৫৩ টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে।
এই সব কিছু সম্ভব হয়েছে বর্তমানের
ডা. আজমল হক ( ইউ এইচ এন্ড এফপি ও) স্যারের অবদানে। তিনি ছোট কাল থেকে ছিলেণ সত্য ও ন্যায়ের প্রতিক । দিগ্বিজয়ী, পরাক্রান্ত, সৎ ও নিপুণ যোদ্ধা ছিলেন তিনি। তিনি অন্যায়ের সাথে কখনই আপোষ করেননি। তিনি বহুবার বহু বাধা, বিপত্তি জয় করেছেন।
স্যার সবাইকে কেক খাওয়ান।
-
স্যার মাঠ পর্যায়ে নরমাল ডেলিভারীর জন্য হাসপাতালে রেফারকারীকে পুরুষ্কার প্রদান করেন।
স্যার সবাইকে ধন্যবাদ দেন সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।
আর দেরী নয়-
-
বিজয় এই মাসে নরমাল ডেলিভারীর বিজয় /১৮
সর্বপরি ডা. আজমল হক উপজেলা স্বাস্থ্য স্যারকে ধন্যবাদ।-
এগিয়ে চলেছে স্বাস্থ্য সেবা,
এগিয়ে যাচ্ছে নরমাল ডেলিভারী
এগিয়ে যাচ্ছে চিরিরবন্দরের হাসপাতাল
বৃদ্ধি পাচ্ছে সচেতনতা প্রতিষ্ঠানিক
ডেলিভারী ...
ANC চেকআপে এখন গর্ভবতী মায়ের সাথে পরামর্শ নিতে স্বামীরা ও আসছে...
এগিয়ে চলেছে দেশ,
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ।
-চিরিরবন্দর হাসপাতালের অন্যান্য সাফল্য দেখতে
Move the mouse over the arrow icon to open the dropdown menu.
ডা. আজমল হক, দিগ্বিজয়ী, পরাক্রান্ত, সৎ, দৃঢ় সংকল্পবদ্ধ, ন্যায়নিষ্ঠ, নিপুণ যোদ্ধা
0 মন্তব্য(গুলি):