Resent Post
Loading...

জাতীয় পুষ্টি সপ্তাহ/২০১৯ খেড়কাটি সিসির ৭ দিন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল/২০১৯ এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে -

খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন




খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি সপ্তাহ ওকমিউনিটি ক্লিনিক দিবস পালনের প্রস্তুতি সভা দেখতে  ক্লিক করুন





পুষ্টি সপ্তহের  প্রথম দিন ।
২৩/০৪/২০১৯ ইং রোজ: মঙ্গলবার

২৩ - ২৯ এপ্রিল/২০১৯ খ্রীঃ জাতীয় পুষ্টি সপ্তাহ/২০১৯ (National Nutrition Week 2019)
খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’,
এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলার নং ভিয়াইল ইউনয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন

খেড়কাটি সিসিতে পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন ইউপি সদস্য মো: আবুল কালাম, উপস্থিত ছিলেন, সিসি সভাপতি মো: আনিসুর রহমান, এইচআই মো: মোস্তফা কামাল মুক্তিযোদ্ধা সদস্য, মহিলা সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি





এই পুষ্টি সপ্তাহের পালনে লক্ষই হল স্বাস্থ্যে পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগনকে সচেতন করা, যা জাতীয় উন্নতী, উৎপাদন আর্থিক উন্নতিতে সহায়ক সুস্বাস্থ্য সুন্দর জীবনযাপনে পুষ্টি হল কেন্দ্র বিন্দু



জাতীয় পুষ্টি সপ্তাহে গর্ভবতী মায়ের ওজন নেয়া হচ্ছে।

গর্ভবতী মায়ের ওজন নেয়া হচ্ছে।


-
আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন

-





-
পুষ্টি সপ্তহের দিতীয় দিন ২৪/০৪/২০১৯ ইং রোজ বুধবার।
-

পুষ্টি সপ্তহের  দিতীয় দিন 
২৪/০৪/২০১৯ ইং রোজ বুধবার।
                                                                     

জাতীয় পুষ্টি সপ্তাহ/ ২০১৯, ২য় দিন 
" খাদ্যের কথা ভাবলে,  পুষ্টির কথাও ভাবুন "
 খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্য শিক্ষা

গর্ভবতী মা  প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ নিয়ে CHCP বিভিন্ন লিফলেট দিয়ে স্বাস্থ্য শিক্ষা


খেড়কাটি সিসিতে পুষ্টি সপ্তাহের বিশেষ পুষ্টি সেবা


পুষ্টি সপ্তাহের বিশেষ পুষ্টি সেবা

পুষ্টি কি?

খাদ্য হজমের পর খাদ্যের যে সার অংশ শরীরের রক্তের সঙ্গে মিশে দেহের গঠন উন্নয়নেশক্তি উৎপাদনে  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তাকে পুষ্টি বলে

পুষ্টি সপ্তাহের বিশেষ পুষ্টি সেবা

অপুষ্টি কি ?
 আর খাদ্যে পুষ্টি উপাদানের অভাব হেতু শরীর দুর্বল হয়ে পড়লে, শরীরের বৃদ্ধি ব্যহত হলে কিংবা শরীর ভেঙ্গে পড়লে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তাকে অপুষ্টি বলে



Infant and Young Child Feeding (IYCF) সেবা



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ নিয়ে সিএইচসিপির বিশেষ স্বাস্থ্য সেশন। CHCP বিভিন্ন লিফলেট দিয়ে পুষ্টি গুরুত্ব তুলে ধরেন।

--
পুষ্টি সপ্তহের তৃতীয় দিন
--

পুষ্টি সপ্তহের  তৃতীয় দিন
২৫/০৪/২০১৮ ইং বৃহস্পতিবার 


খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,চিরিরবন্দর,দিনাজপুর
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯,  তৃতীয় দিন
আজ জাতীয় পুষ্টি সপ্তাহের তৃতীয় দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,চিরিরবন্দর উপজেলার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত শিক্ষকগণের উপস্থিতিতে স্কুলগামী শিশুদের পুষ্টি,  কৈশোরকালীন পুষ্টিখাদ্যাভাস সর্ম্পকে আলোচনা  এবং হাত ধোয়া, কৃমি, যক্ষা রোগের কারন সম্পর্কে স্বাস্থ্যশিক্ষা দেয়া হয়। ১ ঘন্টার প্রগ্রাম  সিসিতে HA, FWA সেই সময় কর্মরত ছিল।

খাদ্যের কথা ভাবলেপুষ্টির কথাও ভাবুন। "


পুষ্টিকর ভাবার আমরা কেন খাব ?

০১. শরীরের গঠন, বুদ্ধিমত্তা, শরির বৃদ্ধি ও ক্ষয় পুরন এবং রোগ প্রতিরোধের জন্য পুষ্টিকর খাবার খাব।



০২. শারীরিক শক্তি বা কর্মক্ষমতা বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার খাব।


০৩. জীবন চক্রের অতি গুরুত্বপূর্ণ সময় যেমন শিশুকাল, শৈশবকাল, কৈশর, গর্ভবস্থা, স্তন্যদানকাল ও বয়োসন্ধিকালে বিশেষ প্রয়োজনীয়, পরিমিত নিরাপদ খাদ্যগ্রহনের পুষ্টিকর খাবার খাব।



শিশুর অপুষ্টির লক্ষণ:

. বয়সের তুলনায় শিশুর ওজন উচ্চতা কম হবে;
. অসুখ হলে শিশু সহজেই কাতর হয়ে পড়ে, রোগ প্রতিরোধ করতে পারে না
. শিশুর মেধার বিকাশ কম হয়, লেখাপড়ায় অমনোযোগী থাকে;
. শিশু ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে;
. কোন কোন শিশুর উচ্চতা বেশি হলেও ওজন কম থাকে




-
পুষ্টি সপ্তাহের ৪র্থ দিন ২৬/০৪/২০১৮ ইং শুক্রবার। শুক্রবার সরকারী ছুটি
-

পুষ্টি সপ্তাহের  4 দিন ২৬/০৪/২০১৮ ইং

শুক্রবার


শুক্রবার সরকারী ছুটি
পুষ্টি সপ্তাহের ৪র্থ দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের এরিয়ার মধ্যে মসজিদের ইমাম এবং পুরোহিদদের কাছে স্বাস্থ্য বিভাগের চিঠি দেওয়া হয় এবং তাদের পুষ্টি বার্তা ও তার গুরুত্ব বুঝানো হয়, মসজিদের মুসল্লিদের মাঝে ও অন্যান্য ধমীয় উপাসনারয় নিম্ন চিঠির বার্তা বলার জন্য অনুরোধ করা হয়।

-
আরও পড়ুন :  সিসি মাসিক সমন্বয় সভা/২০১৮

-


পুষ্টি সপ্তহের  ৫ম দিন ২৭/০৪/২০১৮ ইং
 শনিবার

   
পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার মাধ্যমে অভীষ্ঠ অর্জনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯. জনগণের খাদ্যাভাস খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গূরুত্ব দেয়ার লক্ষ্যে এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে  খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন

     পুষ্টি সপ্তাহের ৫ম দিনে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশেষ সেবা দেয়া হয়। 




সুস্থ জীবন যাপন করতে হলে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যের পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরী আমাদের দেশে এখন খাদ্যের অভাব নেই, তবে খাদ্যজ্ঞানের অভাব রয়েছে। 


খেড়কাটি সিসিতে শিশুদের ওজন উচ্ছতা , মুয়াক নির্নয় করা হয়। এবং মাদের পুষ্টি বিষয়ক কাউন্সেলিং করা হয়।
জিএমপি কার্ড পুরন করে শিশুর পুষ্টি নিনর্য়।

Infant and Young Child Feeding (IYCF) সেবা




---
পুষ্টি সপ্তহের ৬ষ্ঠ দিন। ২৮/০৪/২০১৮ ইং রোজ: রবিবার
--

পুষ্টি সপ্তহের  ৬ষ্ঠ দিন 
২৮/০৪/২০১৮ ইং রোজ: রবিবার



২৬ শে এপ্রিল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠ বাষিকী কিন্তু ২৬ তারিখ সরকারী ছুটি শুক্রবার হওয়ায় ২৮ শে এপ্রিল/২০১৯ সিসি প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
১৯ তম কমিউনিটি ক্লিনিক দিবস /২০১৯
শেখ হাসিনার অবদানকমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ 
এই শ্লোগান কে সামনে রেখে ২৮শে এপ্রিল ২০১৯ ইং বিপুল উৎসাহ উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৯ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালন করা হয়


শেখ হাসিনার অবদান'
কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান "

   ২০০০ সালের এই দিনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা  বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা,গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীবাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীউন্নয়নের কান্ডারীগনতন্ত্রের মানস কন্যবঙ্গকন্যাদেশ নেত্রীজনগনের দুই চোখের মনিরাষ্ট্রনায়কদেশরত্নজননেত্রী কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতাশেখ হাসিনা তার জন্মভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের ঘিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে কমিউনিটি ক্লিনিকের শুভযাত্রা সূচনা করেন আজ সেই কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিশ্বের রোল মডেল  পরিনিত হয়েছে

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে  আমার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে  অত্যন্ত উৎসাহ – উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদায় ১৮তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হচ্ছে


কমিউনিটি ক্লিনিকের পেক্ষাপট এবং কমিউনিটি ক্লিনিকের সেবা বিভিন্ন দিক তুলে ধরেন সিএইচসিপি মো: ফরহাদ হোসেন।সিএইচসিপি বলেন, 
 প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অনেক কমিউনিটি ক্লিনিকে সন্তানসম্ভবা মায়েদের স্বাভাবিক ডেলিভারি হচ্ছে


দেশে ৩টি বিভাগের দরজা একবার চালু হলে ২৪ ঘন্টা খোলা থাকে  মিনিটের জন্য কখনো দরজা বন্ধ হয় না -
হাসপাতালের জরুরী বিভাগের দরজা
থানার দরজা
ফায়ার সার্ভিসের দরজা
কিন্তু বর্তমানে যে সব কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী হয়, সে সব কমিউনিটি ক্লিনিক গর্ভবতী মায়ের জন্য ২৪ ঘন্টা খোলা


নরমাল ডেলিভারী হয় এমন সিসির সংখ্য প্রায় ৩৫০০ টি।




---
পুষ্টি সপ্তহের ৭ম দিন ২৯/০৪/২০১৮ ইং সোমবার
--

পুষ্টি সপ্তহের  ৭ম দিন ২৯/০৪/২০১৮ ইং
সোমবার

জাতীয় পুষ্টি সপ্তাহ/ ২০১৯, ৭ম দিন এবং আজ পুষ্টি সপ্তাহে  শেষ দিন।
" খাদ্যের কথা ভাবলে
পুষ্টির কথাও ভাবুন "
 খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্য শিক্ষা।
পুষ্টি বিষয় - শক্তিদায়ক, শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক এবং রোগ প্রতিরোধক খাবার আলোচনা । 



বাইরের ফাস্ট ফুড পরিহার করে বাসায় তৈরি খাবার গ্রহণের উপর গুরুত্ব দিলে দেহের পুষ্টি যেমন বৃদ্ধি পাবে তেমনি রোগ বালাই কম হবে এক্ষেত্রে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের করতে হবে।

শক্তিদায়ক, শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক এবং রোগ প্রতিরোধক খাবার

 

অপুষ্টি দুর করার উপায় হল, পুষ্টি শিক্ষা প্রশার, খাদ্য সর্ম্পকে সঠিক জ্ঞান, লাইভ পুষ্টি ট্রে -


অপষ্টি কি?
 প্রয়োজনের তুলনায় কম বা বেশি খাবার খেলে তা শরীরকে অসুস্থ করে তোলে একেই বলে অপুষ্টি উন্নয়নশীল দেশে অপুষ্টি বলতে পুষ্টিহীনতা  অর্থাৎ  প্রয়োজনীয় খাদ্যের অভাবকে বোঝায়
শক্তিদায়ক, শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক এবং রোগ প্রতিরোধক খাবার
  ..
--

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য সপ্তাহ পালন দেখতে

Move the mouse over the arrow icon to open the dropdown menu.


--








.

0 মন্তব্য(গুলি):