Resent Post
Loading...

১৮ তম সিসি প্রতিষ্ঠা দিবস ও National Nutrition Week, 2018 ( 23-29 April) পালনের প্রস্তুতি সভা

১৮ তম সিসি প্রতিষ্ঠা দিবস ও National Nutrition Week, 2018 ( 23-29 April) পালনের প্রস্তুতি সভা
কমিউনিটি ক্লিনিকের নাম          -           খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
সাবেক ওয়ার্ড                            -           ০১
ইউনিয়ন                 -          নং ভিয়াইল
উপজেল                                 -           চিরিরবন্দর
জেলার নাম              -           দিনাজপুর
সভাপতি                 -          মো : আনিসুর রহমান
স্থান                    -          খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
মাস                    -          ১৬ এপ্রিল/২০১৮ইং

তারিখ                                -           ১৬ মার্চ/২০১৮ইং, রোজ - সোমবার |

সময়                  -           দুপুর .৩০মিনিট
সভার ধরন              -    সাধারন
সভার নং                -          10




আলোচ্য বিষয় :

 . সিসি তহবিল জনসম্পৃক্ততা বৃদ্ধি প্রসঙ্গ
. ২৬ এপ্রিল সিসি প্রতিষ্ঠা দিবস পালন প্রসঙ্গ
.National Nutrition Week, 2018 ( 23-29 April)
4. বিবিধ


উপস্তিত সিজি সদস্য উপস্তির তালিকা পরিশিষ্ট দ্রষ্টব্য


        অদ্য ১৬/০৪/২০১৮ ইং তারিখ সোমবার আলোচনা সভা উপলক্ষে সিসি মুল কমিটির সভাপতি মো: আনিছুর রহমান আলোচনা সভাপতির আসন গ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে স্বাগত বক্তব্য রেখে পবিত্র কুরআন তেলওয়াত গীতা পাঠের মাধ্যমে আজকের আলোচনা সভার কাজ শুরু করা হয়
       আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু হলে সভাপতির অনুমতি ক্রমে উপস্তিত সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন২৬ এপ্রিল ১৮ তম সিসি প্রতিষ্ঠা দিবস, আমরা প্রতি বছরের ন্যায় এবারো সিসি প্রতিষ্ঠা দিবস পালন করব আশা রাখছি এবং জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ (২৩-২৯ এপ্রিল)  সিসিতে বিসেষ স্বাস্থ্য সেবা দেয়া হবে,
উক্ত বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা সমালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হল,  আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল/ ২০১৮ইং বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ খেড়কাটি সিসিতে পালন করা হবে।
    সভাপতি সাহেব উক্ত বিষয় বলেন, ২৬ এপ্রিল সিসি প্রতিষ্ঠা দিবস পালনে খরচ আমি নগদ ৫০০/= টাকা দিলাম আমরা প্রতি সদস্য সর্বনিম্ন ১০০/= টাকা করে চাদা দিব। টাকা তুলার দায়িক্ত মো: সবুজ ইসলাম কে দেয়া হল। সিসি সাফট কমিটি এলাকার গন্যমান্য ব্যাক্তিকে দাওয়াত সহ যাবতীয় আয়োজন সিএইচসিপি করবে সহযোগীতা করবে সদস্য ওয়াজেদ আলী ও জয়দেব বাবু। 
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ (২৩-২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গৃহীত বিস্তারিত কার্যক্রম সন্নিবেশিত করা হলো। এজেন্ডার বিষয়ভিত্তিক বিস্তারিত-- 

আলোচনা আলোচনা শেষে নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ গৃহীত অনুমোদিত হল।
তাহা নিম্নরুপ :-
 আলোচনা/সিদ্ধান্ত  -
প্রথম দিন ২৩/০৪/২০১৮ (সোমবার)

০২. যে কোন প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য ২৪ ঘন্টা হেলপ ডেস্ক নং০১৭১৩৭৩৩০৮৩
. সিসি অন্যান্য দিনের তুলনায় বেশি পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।
০৩. সিসিতে পোষ্টার লাগান।

দ্বিতীয় দিন ২৪/০৪/২০১৮ (মঙ্গলবার)

গর্ভবতী মায়ের পুষ্টি ও ব্রেস্ট ফিডিং বিষয় বিভিন্ন লিফলেট/ সোনালী আলো দিয়ে বিষেশ স্বাস্থ্যশিক্ষা প্রদান।
৬মাস পর্যন্তশিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, পূর্ন ৬ মাস থেকে মায়ের দুধ এর পাশা পাশি শিশুকে ঘরে তৈরী সুসম খাবার খাওয়ানো,
গর্ভবতীমাদের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা রক্তচাপ পরিমাপ, ব্লাড গ্লুকোজ পরিমাপ, ওজন উচ্চতা পরিমাপ করা হবে ও ANC  PNC  এর গুরুত্ব।

তৃতীয় দিন ২৫/০৪/২০১৮ (বুধবার)

শিশুদের পুষ্টি বিষয আলোচনা
নিচে শিশু স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সেবা যেমন-
Breast Feed within 1 hour of birth,
Underweight (0 - 5 years) কম ওজন,
Additional food supplimentation, Stunting (0 - 5 years) খর্বকায়,
শিশুদের টিকাদান

চতুর্থ দিন ২৬/০৪/২০১৮ (বৃহ:স্পতিবার)

স্কুলগামী শিশুদের পুষ্টি, কৈশরকালীন পুষ্টি এবং খাদ্যাভাস:
নিদৃষ্ট সময় পাশের স্কুলে স্যারদের সমন্বয়ে আলোচনা করা যেতে পারে।
ইহা সমন্বয়ে ২৬ এপ্রিল সিসি প্রতিষ্ঠা দিবস পালন।


৫ম দিন ২৮/০৪/২০১৮ (শনিবার)
নিচে শিশু স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সেবা যেমন-
Breast Feed within 1 hour of birth,
Underweight (0 - 5 years) কম ওজন,
Additional food supplimentation, Stunting (0 - 5 years) খর্বকায়,
শিশুদের টিকাদান

বিবিধ
বিবিধ আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল/ ২০১৮ইং বিশেষ স্বাস্থ্য পুষ্টি সেবা সপ্তাহ খেড়কাটি সিসিতে পালন এবং ২৬ এপ্রিল সিসি প্রতিষ্ঠা দিবস পালনের আশা বাদ ব্যাক্ত রেখে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে সভার কার্য সমাপ্ত ঘোসনা করলেন |


স্বাক্ষর:
১৬/0/201
সভাপতি
মো: আনিসুর রহমান
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
নং ভিয়াইল ইউপি সাবেক ওয়ার্ড নং ০১
চিরিরবন্দর, দিনাজপুর।

পরিশিষ্টস্বাক্ষরের ক্রমানুসারে নয়-
০১, মো: আনিসুর রহমান, সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
০২. জয়দেব রায়। সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
০৩. মো: আবুল কালাম, সহ:সভাপতি, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
০৪. মো: ফরহাদ হোসেন, সদস্যসচিব, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
০৫. দিনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ, খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
০৬ মনোরঞ্জন রায়, মুক্তিযোদ্ধ্য সদস্য
০৭. ফযিলা খাতুন, সদস্য
০৮. মৌসুমী, সদস্য।
০৯. ইয়াসমিন জাহান, সদস্য
১০. ওহেদ আলী, সদস্য
১১. জিন্নাতুন নেছা, সদস্য
১২. সামসুদ্দিন শাহ, কো-অন্ট সদস্য
১৩. মনোরঞ্জন রায়, কিশোর
১৪. আফছার আলী, এইচএ
১৫. সবুজ আলী, সদস্য
১৬. আশরাফ আলী,





Kharkati cc

COMING SOON

২৬ এপ্রিল সিসি প্রতিষ্ঠা দিবস


আপনার দাওয়াত রইল,
আপনি আসবেন কিন্তু












Bootstrap Example

0 মন্তব্য(গুলি):