Resent Post
Loading...

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১ থেকে ৭ আগস্ট, ২০১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১ থেকে ৭ আগস্ট, ২০১৯
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন হল।
আজ প্রথম দিন।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে খেড়কাটি সিসিতে আলোচনা সভা

এবারের প্রতিপাদ্য-- "শিশুকে মাতুদুগ্ধ পান করাতে মাতা -পিতাকে উৎসাহিত করুন"


বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে খেড়কাটি সিসিতে আলোচনা সভা


এক থেকে সাত আগস্ট-২০১৯, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহটি পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ শিশুকে বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই কর্মসূচি বুকের দুধ খাওয়ানোতে জোর দিতে, ১৯৯০ সালের আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের যৌথ ঘোষণাকে সফল করতেই এই কর্মসসুচি পালন করা হচ্ছে সদ্যোজাতকে পুষ্টির জোগান দিতে বুকের দুধের কোনও বিকল্প নেই তাই ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে এরপর দুবছর বা তারও বেশি বয়স পর্যন্ত পরিপুরক খাদ্যের সঙ্গে নিয়মিত ভাবে বুকের দুধ খাওয়ানো যেতে পারে



বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে খেড়কাটি সিসিতে আলোচনা সভা


শিশুকে বুকের দুধ খাওয়ালে একজন মা কি উপকার পাবেন
#.  স্তন ক্যান্সারের ঝুকি কমায়
#. মা শিশুর ভেতরে একটা আবেগ-অনুভুতির বন্ধন তৈরি করে
 #. বয়সের সাথে সাথে অস্টিওপরোসিস হবার সম্ভাবনা কমায়
#. জরায়ু ওভারিয়ান ক্যান্সরের ঝুকি কমায় প্রসব পড়ে ওজন কমে যায়
#. মাতৃদুগ্ধ উৎপাদনকারী হরমোন কিন্তু প্রজনন হরমোনের নি৪সরণ দমন করতে পারে বলে, গর্ভ নিরোধকের ভূমিকা পালন করে
#, সাশ্রয়ী


বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে খেড়কাটি সিসিতে আলোচনা সভা


বোতলের দুধ খাওয়ানোর ঝুকি
 অ্যালার্জি বেড়ে যাবার ঝুকি অনেক বেশী
 হাপানি ফুমফুসের রোগ বেড়ে যাবার ঝুকি
দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা
শিশু বয়সে ক্যান্সার হবার ঝুকি
 বাচ্চাদের খুব মোটা হয়ে যাবার ঝুকি ৪০% বেশী
 হার্টের রোগ বেড়ে যেতে পারে
 জুভেনাইল ডায়াবেটিসের ঝুকি
ঘন ঘন পাকস্থলীর রোগ হবার প্রবণতা
দুর্বল অস্হিকঙ্কালের কাঠামো

 বুদ্ধির বিকাশ কম

========================= গত বছর/২০১৮ বিশ্ব মাতৃদুগ্ধ পালনের চিত্র


                             =================


Come in Kharkati CC, Take the service, stay healthy. Md. Farhath Hossan, CHCP, 01713733083

0 মন্তব্য(গুলি):