বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ/২০১৯ দ্বিতীয় দিন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ/২০১৯ দ্বিতীয় দিন
শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পিতা মাতাকে উৎসাহিত করুন। এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৯।
শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পিতা মাতাকে উৎসাহিত করুন। এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৯।
শিশুকে
জন্মের এক ঘণ্টার মধ্যে
মাতৃদুগ্ধ পান করাতে হবে। এক
ঘণ্টা সময়টা বলা মানে
হলো পরিবারকে সচেতন করার।
বাস্তব বিষয় হলো, যত
তাড়াতাড়ি সম্ভব। কারণ,
প্রথম যে দুধ বের
হয়, শালদুধ, একে বলা হয়
শিশুর প্রথম টিকা।
যেহেতু সেটি লিভিং সেল
হিসেবে বাচ্চার শরীরে যায়, এ
ক্ষেত্রে একে আমরা জীবন্ত
টিকাও বলতে পারি।
এটি ওই শিশুটিকে অনেক
রোগের হাত থেকে রক্ষা
করে; রোগ প্রতিরোধ ক্ষমতা
তৈরি করে।
পুষ্টির উৎস স্বাস্থ্যের পক্ষে
ভালো মাতৃদুগ্ধ,
পার্শ পতিক্রিয়া নেই একবিন্দু
শতভাগ বিশুদ্ধ।
মায়ের দুধে চর্বি আছে
আমিষ ও শর্করা,
অন্যান্য খাদ্যোউপাদান
মাতৃদুগ্ধে ভরা।
হজম হয় খুব তাড়াতাড়ি
হয় না হাঁপানি রোগ,
কানের সংক্রমন কোষ্ঠকাঠিন্য
পোহাতে হয় না ভোগ।
রোগপ্রতিরোধ ক্ষমতা বারায়
নিরাপদ পাকস্থলী,
থাকে না শিশুর অস্তের সমস্যা
মা আপনার বলি।
নিরাপদ পাকস্থলী,
থাকে না শিশুর অস্তের সমস্যা
মা আপনার বলি।
0 মন্তব্য(গুলি):