একজন সফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গল্প
একজন সফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আজমল হক,
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি
হলেন ডা.
আজমল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিরিরবন্দর, দিনাজপুর।
তিনি
গত ২৫/০৭/২০১৭ ইং তারিখে কর্মস্থল চিরিরবন্দর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন । এরই
মধ্যে নিজের কর্মদক্ষতা ও কর্তব্য নিষ্ঠায় উপজেলার সাধারণ মানুষসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সর্বত্র সুনাম অর্জন করেছেন তিনি। সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ প্রিন্ট মিডিয়ায় প্রতিনিয়তই উনার কর্মকান্ড সাধারণ মানুষসহ সচেতন মানুষদের নজর কাড়ছে। তিনি
উপজেলার স্বাস্থ্য ব্যবস্থ্যপনার নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে মাঠ পর্যায়ে ও সিসিতে কাজ করছেন। যে
কোনো কাজে ছুটে যাচ্ছেন উপজেলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে। নির্মোহভাবে
বস্তুনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন চিরিরবন্দর উপজেলার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার,
সাধারণ মানুষের প্রত্যাশা , স্বাস্থ্য সেবা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্বাস্থ্য ম্যানেজার হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ চিরিরবন্দর উপজেলার সর্বত্র সম্মানিত হচ্ছেন। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়। তিনি অনেক প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর
মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী
এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। সর্বোপরি
কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। ডা.আজমল ছোট কাল থেকে ছিলেণ সত্য ও ন্যায়ের প্রতিক, দিগ্বিজয়ী, পরাক্রান্ত, সৎ ও নিপুণ যোদ্ধা তিনি। তিনি
অন্যায়ের সাথে কখনই আপোষ করেননি।
তিনি বহুবার বহু বাধা, বিপত্তি জয় করেছেন। তিনি
যেখানেই চাকুরীতে যান তার অধিনস্ত সকল কর্মচারী তাঁকে দারুণ ভালবাসে ও শ্রদ্ধা করে।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মান উন্নয়নে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ত্রি উদ্যান, হাসপাতালে নরমাল ডেলিভারী বৃদ্ধি, হাসপাতাল লাইব্রেরী, রোগী ও স্বজনদের খাবার ঘর, হাসপাতাল সেবা বান্ধব করার জন্য ও দেশবাসীর কাছে স্বাস্থ্যসেবার পুষ্টি বিষয়ে পুষ্টি ট্রে নতুন ধারনার জন্ম নেয়।
আমি আগামী দিনে ডা. আজমল স্যারের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এবং এবং তার টিম দেরও সমৃদ্ধি কামনা করছি। ডা
আজমল দীর্ঘজীবী হোক।
0 মন্তব্য(গুলি):