Resent Post
Loading...

এক নজরে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

এক নজরে   খেড়কাটি কমিউনিটি ক্লিনিক,  At a glance; Kherkati Community Clinic. 

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিকের নাম: খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। ৯নং ভিয়াইল ইউনিয়ন। ১নং ওর্য়াড(পুরাতন) উপজেলা: চিরিরবন্দর। জেলা: দিনাজ পুর।


সিসি নামকরনঃ

খেড়কাটি গ্রামে অবস্থিত তাই গ্রামের নাম অনুসারে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক নাম হয়েছে।

ক্লিনিকের সিমানাঃ

        উত্তর দক্ষিনে লম্বা লম্বীমোট ১২ টি গ্রাম নিয়ে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। উত্তরে রঘুনাথপুর গ্রাম, দক্ষিনে ভাবকি, পূর্বে পাটাইকুড়ী ও পশ্চিমে ধুরইল গ্রাম অবস্থিত।


জেলা থেকে সিসির যোগাযোগের ব্যাবস্থাঃ

           দিনাজপুর জেলা হতে পূর্ব-দক্ষিণ ফুলবাড়ী থানা রোডের দিকে আমতলী বাজার সিএমবি এর বাইপাস রোড উত্তর দিক ০৬ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।

অথবাঃ

     জেল শহর হতে সোজা পূর্ব দিক পার্ববতীপুর থানা রোড হয়ে ঘুগরাতলী বাইপাস রোডের দক্ষিন দিক ০৯ কিলোমিটার পাকা রাস্তার পার্শে সিসি।

উপজেলা হতে সিসি যোগাযোগের ব্যাবস্থাঃ

           উপজেলা চিরিরবন্দর হইতে দক্ষিণে আমতলী রোড মুখী ০৮ কিলোমিটার পাকা রাস্তার পার্শে খেড়কাটি সিসি।

কমিউনিটি ক্লিনিকের স্থাপন কাল       ঃ   ২০০১ সাল।

কমিউনিটি ক্লিনিকের চালু হয়            ঃ     ২০০৪ সাল।

খেড়কাটি সিসির ব্যাংক একাউন্টঃ
অগ্রনী ব্যাংক, চিরিরবন্দর আমতলী শাখা। জেলা দিনাজ পুর।
হিসাবের নাম: খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। হিসাব নং : ৭০৯৪
মোট টাকা: ১১০০০/= এগার হাজার টাকা মাত্র।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের জমি দাতা ঃ
মো: নাজনুর রহমান চৌধুরী। পিতা: মৃ: মিজানুর রহমান।
গ্রাম: খেড়কাটি। থানা: চিরিরবন্দর, দিনাজপুর।

ভূমি তথ্যঃ
মৌজা                    ঃ খেড়কাটি।
জমির পরিমান      ঃ     ০৫ শতক।
সাবেক দাগ           ঃ     ৭২০ হাল দাগ ৮৪৯.
খতিয়ান নং           ঃ     ১২৬ জে.এল. নং ১১৪
 দলিল নং              ঃ ৭২৪৯/৯৯ তারিখ   ঃ   ২৩/০৯/১৯৯৯ ইং  এস.এ নং ১৫১
খারিজ কেজ নং   ঃ  1x-1/৮০৭/১৩-১৪            তারিখঃ  ০৯/১২/১৩ইং
ডিসিআর চেক রসিদ নং  ঃ  ৪২/১৩-১৪           তারিখঃ  ১১/১২/১৩ইং

খেড়কাটি সিসির ভুমি তথ্য খেড়কাটি সিসির ভুমির বিস্তারিত তথ্য দেখতে ক্লিক করুন
অবস্থানঃ
        খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি ১২টি গ্রাম নিয়ে প্রায় ১০৫০০ জনগোষ্ঠি নিয়ে গঠিত। সবার পছন্দমত ০৯ নং ভিয়াইল ইউনিয়নের পুরাতন ০১ নং ওয়ার্ডের মধ্যখানে আবস্থিত। সিসিটি চিরিরবন্দর থানা হইতে সিএমবি পাকা রাস্তার পার্শ্বে সুবৃহত পুকুর পাড় ও সুসিতল আমবাগানের কাছে অবস্থিত। সিসির পার্শ্বে খেড়কাটি বাজার খেড়কাটি প্রাইমারী স্কুল, খেড়কাটি হাই স্কুল, খেড়কাটি এতিমখানা মাদ্রাসা, ইউনিয়ন ভুমি অফিস, পাকা মসজিত এবং ৪ রাস্তার পার্শ্বে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত।

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের প্রোফাইলঃ

বেসিক তথ্যঃ

০১.প্রতিষ্ঠানের নাম                 ঃ     খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।

০২.প্রতিষ্ঠানের কোড              ঃ     ১০০১১০৪৬

০৩. এজেন্সী কোড                  ঃ    ১০

০৪. এজেন্সী নাম                     ঃ     Directly under MOHFW.

০৫. প্রতিষ্ঠানের বিভাগের নামঃ রংপুর।

০৬. বিভাগীয় কোড                 ঃ     ৫৫

০৭. জিলার নাম                       ঃ     দিনাজপুর।

০৮. জিলার কোড                   ঃ     ২৭

০৯. উপজেলার নাম               ঃ     চিরির বন্দর।

১০. উপজেলার কোড             ঃ     ৩০

১১. ইউনিয়নের নাম                ঃ     ৯ নং ভিয়াইল।

১২. ইউনিয়নের কোড             ঃ     ৩৯

১৩. গ্রাম                                   ঃ     পাটাই কুড়ী।

১৪. বাড়ী নং                             ঃ     ৯২

১৫. দ্রাঘিমাংস                         ঃ      N/A

১৬. অক্ষাংস                           ঃ     N/A



সিসির সাথে তথ্য যোগাযোগঃ

০১. মোবাইল  ফোন নং   ঃ     ০১৭১৩৭৩৩০৮৩.

০২. ভুমি ফোন নং: - 2   ঃ     ০১৭৬৫৮৬৯৫২৪

০৩. ইমেইল নং             ঃ        farhadchcp@gmail.com

০৪. ফেইস বুক             ঃ         https://www.facebook.com/farhadchcp    

০৫. ওযেব সাইট           ঃ        http://kharkaticc.blogspot.com 

 ০৬. Linkedin                  https://www.linkedin.com/in/farhadchcp/

০৭. Twitter                 :       https://twitter.com/farhadchcp

০৮. প্রতিষ্ঠানের স্থর      ঃ        ওযাড পর্যায়।

০৯. স্বাস্থ্যা সেবার স্তর   ঃ        মাঠ পর্যায়।

১০. সংস্থার শ্রেণী         ঃ         কমিউনিটি ক্লিনিক।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির প্রোফাইলঃ

০১. কর্মচারির নাম                       ঃ         মো: ফরহাদ হোসেন।

০২. প্রতিষ্ঠানের নাম                    ঃ         খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।

০৩. বাবার নাম                            ঃ          মো: হরমুজ আলী।

০৪. মায়ের নাম                           ঃ          ফরিদা খাতুন।

০৫. বর্তমান ঠিকানা                   ঃ         গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।

০৬. স্থায়ী ঠিকানা                        ঃ         গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।

০৭. জন্ম তারিখ                          ঃ         ১০/০২/১৯৮৫ ইং

০৮. লিঙ্গ                                    ঃ        পুরুষ।

০৯. ধমীয় গ্রুপ                        ঃ         মুসলিম।

১০. বৈবাহিক অবস্থা                 ঃ        অবিবাহিত।

১১. ইমেইল ঠিকানা                  ঃ         farhadchcp@gmail.com

১২. যোগাযোগের নং                ঃ         ০১৭১৩৭৩৩০৮৩

১৩. মুক্তিযোদ্ধার সন্তান           ঃ        না।

১৪. উপজাতীয়                        ঃ         না।

১৫. চাকুরির স্তর/শ্রেণী            ঃ         তৃতীয় শ্রেণী।

১৬. পেষাগত ক্যাটাগরি          ঃ         মাঠ পর্যায়।

১৭. উপাধী/পদবী                      ঃ       community health care provider (chcp).

১৮. পোষ্টের ধরন                     ঃ         অস্থায়ী রাজস্ব।

১৯. জাতিয় পরিচয় পত্র নং     ঃ         ২৭১৩০৩৯২৩৫৯৩৩

২০. জাতীয়তা                          ঃ         বাংলাদেশী।

২১. কোন জায়গায় বেতন গ্রহনঃঃ     Working Department

২২. পদবীর প্রকার                   ঃ         নিয়মিত।

২৩. রক্তের গ্রুপ                     ঃ        A(+)

২৪. অভীজ্ঞতা                           ঃ         “Basic Training for CHCP” 12 weeks; “L.M.A.F.P” 6 manth;

কম্পিউটার (MS-Word, Excel, Internet), আনছার ভিডিপি।

২৫. কাজের অবস্থা                         ঃ     কর্মস্থালে শারিরিক উপস্থিতি দ্বারা কাজ।

২৬. কোন খাত হতে বেতন             ঃ         উন্নয়ন।

২৭. বর্তমান পদবীর পে স্কেল             ঃ         ১৪

২৮. বর্তমান বেসিক পে [টাকা]           ঃ      ৫২০০

২৯. স্বাস্থ্য সেবায় যোগদানের তারিখ   ঃ       ১৯/১০/২০১১

২০. প্রকৃত ডিগ্রী/শিক্ষাগত যোগ্যতা     ঃ        কামিল/এমএ।

২১. অনুমোদিত পোষ্ঠ আইডি             ঃ       ১৩০৪৫৬

২২. সিএইচসিপির আইডি                  ঃ         ৬৯৪৭৩

২৩. প্রতিষ্ঠানের কোড                       ঃ        ১০০১১০৪৬

২৪. সরকারী বসবাসের কোয়াটার     ঃ         না।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়িত কর্মকান্ড  ঃ


০১.  সরকারী নীতি অনুযায়ী কমিউনিটি গ্রূপ  ও কমিউনিটি সাপোট ০৩টি  গ্রূপ গঠন।

০২. নিয়মিত কমিউনিটি গ্রূপের সভা আয়োজন ও সভা সিদ্ধান্ত সমুহ লিপিবদ্ধকরন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ।

০৩. সহযোগী সংস্থার ( ল্যাম প্লান্ট পাটনারশিব)/সরকার কতৃক কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোট গ্রুপ সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।

০৪. নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ গ্রহন এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়।

০৫. ঔষধ সরবরাহের ভিত্তিতে নিয়ম অনুয়ায়ী প্রতিদিন রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়।

০৬. জটিল রোগীর উন্নত চিকিৱসার জন্য রেফার করা হয়।

০৭. স্থানীয় ভাবে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং ব্যাংক হিসাবের মাধ্যামে আয়-ব্যয়ের হিসাব পরিচালনা ও সংরক্ষন করা হয়।

০৮. কমিউনিটি গ্রুপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স পাটনার সংস্থার সাথে সমন্বয় সাধন করা।

০৯. ইউনিয়ন পরিক্ষদের সাথে নিয়মিত সমন্বয় সভা করা এবং ক্লিনিক ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ইউপির সহযোগিতা ও পরামর্শ গ্রহন করা।

১০. স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার, রক্ষণাবেক্ষন ও সংরক্ষন করা হয়।

১১. ক্লিনিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।

১২. প্রকল্পের চাহিদা অনুযায়ী মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও জমা প্রদান করা।

১৩. গর্ভবতী মা ও শিশু অনলাইনে নিবন্ধন করা।

১৪. মাসিক রোগীর প্রতিবেদন অনলাইনে ডাটা এন্টির মাধ্যমে এবং হার্ডকপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কিছু অর্জনঃ

০১.কমিউনিটি ক্লিনিকের সেবা সর্ম্পকে এলাকার জনগনকে অনেক সচেতন।

০২. ক্রমাগত ভাবে কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহনকারির সংখ্যা বৃদ্ধি।

০৩. কমিউনিটি গ্রুপের সক্রিয় অংশগ্রহনে তহবিল সংগ্রহ এবং ক্রমাগত ভাবে বৃদ্ধি।

০৪. কমিউনিটি গ্রুপ, ইউপির এবং জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ক্লিনিকের উন্নয়ন।

০৫. কমিউনিটি গ্রুপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা স্বাস্থ্য বিভাগ এবং পাটনার সংস্থার সাথে সুসম্পর্ক স্থাপন।

০৬. ইউনিয়ন পরিষদের সহায়তায় ক্লিনিকে আয়া নিয়োগ এবং আথিক সয়াতা প্রদান।

০৭. ক্লিনিকে সেবাপ্রদানে সহায়তার জন্য স্থানীয় গন্যমান্য এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহন ও মনিটরিং।

০৮. নিয়মিত সভার আয়োজন এবং সভার গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন।

০৯. সেবাগ্রহনের ক্ষেত্রে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি।

১০. স্ব-উদ্যেগে ক্লিনিক চত্বরে মাটি ভরাট ও গাছ লাগানো।

১১. কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে তহবিল সংগ্রহ।

১২. ব্যাংক হিসাবের মাধ্যমে আয়-ব্যায় নিবাহ।


কমিউনিটি গ্রুপ ও সার্পোট গ্রুপ, ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহনে অজনঃ


০১. নিয়মিত ক্লিনিক মনিটরিং এবং সেবার মান উন্নয়নে পরামর্শ/সহায়তা প্রদান।

০২. কমিউনিটির সামনে বসার স্থ্যান নির্মান । 

০৩. ক্লিনিক চত্তরে মাটি ভরাট।

০৪. টিউবয়েল ও লেট্রিন সংস্কার।

০৫. ক্লিনিকের সামনে পিছনে গাছ লাগান।

০৬. আসবাবপত্র সরবরাহ /প্রদান।

০৭. সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতার মাঝে সমন্বয় সাধন।

০৮. স্থানিয় ভাবে আয়া নিয়োগ ও ভাতা প্রদান।

০৯. বিভিন্ন প্রকল্প/এনজিও থেকে ক্লিনিকে সহায়তা প্রদান।

১০. কমিউনিটি গ্রুপ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সমন্বয় সাধন।

১১. ক্লিনিক ভিজিট এবং সেবার মান উন্নয়নে পরামর্শ প্রদান।

১২. উপজেলা পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সভা আযোজন এবং সভার গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়ন।

১৩. ক্লিনিক উন্নয়নে নগদ অর্থ প্রদান।



খেড়কাটি সিসিতে কি কি সেবা পাবেনঃ

০১. সাধারন রোগ ও ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসা।

০২. মাতৃস্বাস্থ্য সেবা ও পরামর্শ।

০৩. নবজাতক শিশুদের অনলাইন রেজিষ্ট্রেশন, আইএমসিআই গাইডলাইন মতে চিকিৎসা ও পরামর্শ।

০৪. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজনে দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন।

০৫. পরিবারপরিকল্পনা সেবা ও পরামর্শ, স্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধির জন্য রেফার ।

০৬. পুষ্টি বিষয়ক সেবা ও পরামর্শ।

০৭. রক্তের গ্লুকোজ (ডায়াবেটিক) পরীক্ষা ও পরামর্শ প্রয়োজনে রেফার।

০৮. উদ্ধুত রোগ সনাক্তকরন ও উচ্চতর পর্য়ায় রেফার।

০৯. প্রাথমিক সমস্যার সকল চিকিৎসা ও সরবরাহ সাপেক্ষে বিনামুল্যে ও ওষুধ দেয়া হয়।

১০.  সংক্রমক রোগের জন্য শিশুদের টিকা প্রদান এবং ১৫-৪৫ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক টিটি টিকা দেয়া।

১১. প্রাথমিক জরুরী সেবা।

১২. স্বাস্থ্য শিক্ষা ও রোগপ্রতিরোধ প্রতিকার সম্পর্কে সচেতনতা।

১৩. কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা।

১৪. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা।

১৫. প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা।

১৬. সম্বাব্য যক্ষা রোগীর কফ সংগ্রহ ও পরামর্শ এবং রেফার।

১৭. ফাইলেরিয়াসিস রোগীর প্রয়োজনীয় ব্যায়াম শিখান ও পরামর্শ প্রদান।

.

Services provided from Community Clinic 1. Reproductive Health and Family Planning services. 2. EPI, ARI, CDD , IMCI , MNHCS , 3. Registration of newly married couple, pregnant women, birth & death, preservation of EDD. 4. Nutritional education and micro-nutrient supplements. 5. Health and Family Planning Education & counseling. 6. Identifications of other severe illnesses like TB, Malaria, pneumonia, life threatening influenza, obstetrical engineering and refer to higher facilities. 7. Identification of emerging & reemerging diseases & refer to higher facilities. 8. Other services as identified by GOB under HPNSDP to be provided. 9. Treatment of minor ailments. 10.Establishing effective referral linkage with higher facilities.

.

মাল্টিপারপাস হেলথ প্রভাইডার (MHV) দের দ্বারা সিসিতে কার্য ক্রমঃ

০১.  কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকার খানা ভিত্তিক তথ্য সংগ্রহ।

০২.  জনগণকে সিসি হতে সেবাগ্রহণে উদ্ধুদ্ধকরণ, স্বাস্থ্য শিক্ষা প্রদান, ডিফল্ট ট্র্যাকিং এবং রেফারেল ও ফলোআপ কাজে সহযোগিতার মাধ্যমে কমিউনিটি ক্লিনিক তথা স্বাস্থ্য সেবা কেন্দ্রের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি করছে।

০৩. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো বেগবান করতে কমিউনিটি ক্লিনিকে এমএইচভি কাজ করছে।

 ০৪. গর্ভবতীমা, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রিকরণ, টিকা, পরিবার পরিকল্পনা, সেবা হতে বাদ পড়াদের খুঁজে বের করে সেবা গ্রহণে পরামর্শ প্রদান, নতুন কোনো রোগ ও বাড়িবাড়ি তথ্য সংগ্রহের কার্যক্রমে সহায়তা করছেন। 

 ০৫. এখনো অনেক রোগী ‍সিসিতে / হাসপাতালে আসতে চান না। গর্ভবতী মা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আসেন না। ফলে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এই MHV সেই সব মায়েদের, নারীদের খুঁজে বের করে সরকারি স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসবে। রেফারেল সিস্টেমের মাধ্যমে তাদের সেবার ব্যবস্থা করতে সহায়তা করছে।

০৬. জনসাধারণের মধ্যে সাধারণ স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভমিকা পালন করতে  সহায়তা করছে

০৭. জনসংখ্যা বদ্ধির তুলনায় দক্ষ পেশাজীবী মানব সম্পদের স্বল্পতা দরীকরণে সহায়ক হিসাবে কাজ করছে। 

০৮. এসডিজি অর্জনের জন্য অর্থাৎ সবার জন্য সমতাভিত্তিক সকল বয়সের সকল মানষের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপকে আরো বেগবান করতে সহায়তা করছে।          

৭। জনগণ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে দরত্ব কমানোর জন্য কাজ করছে।

৮। কমিউনিটি ক্লিনিক ও তদর্ধ্ব/উচ্চতর সেবাকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে জনগণকে অবহিত করছে।


সিসিতে যারা সেবা দান করছেনঃ

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল নং

কোন দিন

০১

মো:ফরহাদ হোসেন।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।(CHCP)

০১৭১৩৭৩৩০৮৩

শনি থেকে বৃহস্পতি। (ছুটির দিন ব্যতিত,সকাল ৯.০০ হইতে বিকাল ৩.০০)

০২

মো: আফছার আলী।

স্বাস্থ্য সহকারী (HA)

০১৭২১৬১৮০৭০

শনিবার , সোমবার

০৩

ওরফা হাজদা (অতিরিক্ত ভারপ্রাপ্ত)

পরিবার কল্যান সহকারী (FWA)

০১৭৩৪৪১১৮৩৬

মঙ্গলবার, বৃহস্পতিবার

অফিস সময় :  শনি থেকে বৃহস্পতি। (ছুটির দিন ব্যতিত,সকাল ৯.০০ হইতে বিকাল ৩.০০)



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়িত কর্মকান্ড ঃ


0১. সরকারী নীতি অনুযায়ী কমিউনিটি গ্রূপ ও কমিউনিটি সাপোট ০৩টি গ্রূপ গঠন। দেখুন

0২. নিয়মিত কমিউনিটি গ্রূপের সভা আয়োজন ও সভা সিদ্ধান্ত সমুহ লিপিবদ্ধকরন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ। দেখুন

0৩. নিয়মিত কমিউনিটি গ্রূপ ও সাপোট গ্রূপের সভার আয়োজন নোটিশের মাধ্যমে কর হয়। দেখুন

0৪. নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ গ্রহন এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন

0৫. ঔষধ সরবরাহের ভিত্তিতে নিয়ম অনুয়ায়ী প্রতিদিন রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন

0৬. ইউনিয়ন পরিষদের সাথে নিয়মিত সমন্বয় সভা করা এবং ক্লিনিক ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ইউপির সহযোগিতা ও পরামর্শ গ্রহন করা। দেখুন

0৭. ক্লিনিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। দেখুন

0৪. গর্ভবতী মা ও শিশু অনলাইনে নিবন্ধন করা। দেখুন

0৯. মাসিক রোগীর প্রতিবেদন অনলাইনে ডাটা এন্টির মাধ্যমে এবং হার্ডকপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। দেখুন

১০. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা ও প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা এবং কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা। দেখুন

১১. বিভিন্ন দিবন পালন করা হয়। দেখুন

১২. সরকারী ছুটির দিন ব্যতিত সকাল ৯.০০ থেকে ৩.০০ পযন্ত সিসি খোলা রাখা সেবা দান। দেখুন

১৩. স্থানীয় ভাবে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং ব্যাংক হিসাবের মাধ্যামে আয়-ব্যয়ের হিসাব পরিচালনা ও সংরক্ষন করা হয়। দেখুন

১৪. জটিল রোগীর উন্নত চিকিৱসার জন্য রেফার করা হয়। দেখুন

১৫. ইউনিয়ন পরিষদ, পৃষ্টপোষক কমিটির সাথে সাথে সমন্বয় সাধন করা। দেখুন

১৬. GMP কার্ডে শিশুর পূষ্টি নির্ণয় করা ও মনিটরিং করা দেখুন

১৭. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS) দেখুন

১৮. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজন দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন। (RBS) দেখুন


.


১৯. জনবান্ধব জনসচেতনতায় খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। দেখুন


.


২০. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন । দেখুন


.


২১. একনজরে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক । দেখুন


.


২২. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে কভিট-১৯ টিকাদান কার্যক্রম দেখুন


.


২৩. বিভিন্ন দিবসে ও নিয়মিত খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকা উত্তলন । দেখুন


.


২৪. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে করোনা প্রতিরোধে মাক্স বিতরন । দেখুন


.


২৫. স্থানিয় ব্যবস্থ্যাপনায় খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মাটি ভরাট । দেখুন


.


২৬. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে নিয়মিত সাপোট গ্রুপ সমন্বয় সভা করা হয়। দেখুন


.


২৭. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে Health Education । দেখুন


.


২৮. পরিবার পরিকল্পনা সেবা, যেমন- সুখিবড়ি, কনডম, ইনজেকশন, ইত্যাদি দেখুন


.


২৩. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন । দেখুন


.


২৩. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের এরিয়া ম্যাপ । দেখুন


.


২৪. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সিডুল মোতাবেক EPI টিকা দেয়া হয়। দেখুন


.


২৫.খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সিডুল মোতাবেক কিশোরীদের TT টিকা দেয়া হয়। দেখুন


.




খেড়কাটি সিসির লোকেশন ঃ

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের লোকেশন ম্যাপ



google maps for website





খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির প্রেফাইলঃ

 

০১. কর্মচারির নাম                    ঃ          মো: ফরহাদ হোসেন।

০২. প্রতিষ্ঠানের নাম                 ঃ         খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।

০৩. বাবার নাম                         ঃ           মো: হরমুজ আলী।

০৪. মায়ের নাম                        ঃ         ফরিদা খাতুন।

০৫. বর্তমান ঠিকানা                 ঃ         গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।

০৬. স্থায়ী ঠিকানা                      ঃ       গ্রাম:পাটাই কুড়ী। ডাকঘর:কালিগন্জ। থানা:চিরিরবন্দর। জেলা: দিনাজপুর।

০৭. জন্ম তারিখ                        ঃ            ১০/০২/১৯৮৫ ইং

০৮. লিঙ্গ                                   ঃ          পুরুষ।

০৯. ধমীয় গ্রুপ                       ঃ          মুসলিম।

১০. বৈবাহিক অবস্থা                  ঃ         অবিবাহিত।

১১. ইমেইল ঠিকানা                    ঃ         farhadchcp@gmail.com

১২. যোগাযোগের নং                 ঃ           ০১৭১৩৭৩৩০৮৩

১৩. মুক্তিযোদ্ধার সন্তান             ঃ             না।

১৪. উপজাতীয়                           ঃ           না।

১৫. চাকুরির স্তর/শ্রেণী               ঃ          তৃতীয় শ্রেণী।

১৬. পেষাগত ক্যাটাগরি              ঃ         মাঠ পর্যায়।

১৭. উপাধী/পদবী                 ঃ         community health care provider (chcp).

১৮. পোষ্টের ধরন                        ঃ            অস্থায়ী রাজস্ব।

১৯. জাতিয় পরিচয় পত্র নং       ঃ              ২৭১৩০৩৯২৩৫৯৩৩

২০. জাতীয়তা                             ঃ            বাংলাদেশী।

২১. কোন জায়গায় বেতন গ্রহন ঃ             Working Department

২২. পদবীর প্রকার                      ঃ           নিয়মিত।

২৩. রক্তের গ্রুপ                       ঃ              A(+)

২৪. অভীজ্ঞতা                            ঃ            Basic Training for CHCP” 12 weeks;L.M.A.F.P” 6 manth;

কম্পিউটার (MS-Word, Excel, Internet), আনছার ভিডিপি।

২৫. কাজের অবস্থা                     ঃ            কর্মস্থালে শারিরিক উপস্থিতি দ্বারা কাজ।

২৬. কোন খাত হতে বেতন        ঃ            উন্নয়ন।

২৭. বর্তমান পদবীর পে স্কেল      ঃ          ১৪

২৮. বর্তমান বেসিক পে [টাকা]   ঃ         ৫২০০

২৯. স্বাস্থ্য সেবায় যোগদানের তারিখ     ঃ     ১৯/১০/২০১১

২০. প্রকৃত ডিগ্রী/শিক্ষাগত যোগ্যতা      ঃ      কামিল/এমএ।

২১. অনুমোদিত পোষ্ঠ আইডি               ঃ      ১৩০৪৫৬

২২. সিএইচসিপির আইডি                     ঃ       ৬৯৪৭৩

২৩. প্রতিষ্ঠানের কোড                           ঃ      ১০০১১০৪৬

 



খেড়কাটি কমিউনিটি ক্লিনিক এরিয়ার মধ্যে য়া রয়েছে।

থানা: চিরিরবন্দর, দিনাজপুর।

ক্রমিক নং

গ্রামের নাম

জে.এল.নং

খানার সংখ্যা

লোক সংখ্যা

মসজিদের সংখ্যা

মন্দিরের সংখ্যা

প্রাইমারি স্কুল

মাদ্রাসার সংখ্যা

হাই স্কুল

ঈদগা মাঠ

হাট বাজার

০১

রঘুনাথ পুর

৮৫/২

৫৮

১১০৫

০৪

 

০১

০১

 

০১

 

০২

দামইর

৮৬

১৬৬

১১৯৫

০২

 

০১

 

০১

 

০১

০৩

পাটাই কুড়ী

৯৬

২০

৭৮৬

০২

 

০১

০১

 

০১

০১

০৪

জয়পুর

৯৭

৬০

১০২০

০২

 

০১

০১

 

০১

০১

০৫

ভিয়াইল

১০৭/২

৩৮

৯৭৫

০৩

 

০১

 

 

০১

 

০৬

বিঝট্রি

১১২

১৩৯

৬০০

০২

 

০১

 

 

০১

 

০৭

পলাশডাংঙ্গী

১১৩

১৯২

১০৫৬

০২

 

 

 

 

০১

 

০৮

খেড়কাটি

১১৪

৩৩৪

১৬৭৪

০৪

 

০১

০১

০১

০১

০১

০৯

ধুরইল

১১৫

১২৭

৬৭৫

০১

2

০১

 

 

০১

 

১০

গৌরিপুর

১৩০

৭৬

২৭০

০১

 

 

 

 

 

 

১১

বাংগাবাড়ী

১৩১

৪৩

৪৮৬

০১

০১

০১

 

 

০১

 

১২

ভাবকী

১৩৪

৯৬

৬৭৭

০২

 

 

 

 

 

 

মোট

১২টি গ্রাম

--

১৯৫৩

১০৪৮১

২৫টি মসজিদ

৩টি মন্দির

৯টি স:প্র:বি.

৪টি মাদ্রাসা

২টি হাই স্কুল

০৮টি

০৫টি বাজার



ব্লগারের সাথে যোগাযোগ/ মতামত জানাতে -


1 comment:

  1. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সেবা পেয়ে এলাকার মানুষ খুবই খুশি। ধন্যবাদ সিএইচসিপি ভাই ফরহাদকে।

    ReplyDelete