Resent Post
Loading...

নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

 নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

Safe Motherhood Day-28-May-2022

"মা শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে"

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল “নিরাপদ মাতৃত্ব দিবস”।

নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

‘‘‘‘‘‘‘‘‘নিরাপদ মাতৃত্ব কি?’’’’’’’’’’
মা কখন গর্ভধারণ করবেন তা মা নিজেই নির্ধারণ করবেন,
গর্ভধারণের পর গর্ভকালীন সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,
প্রসবকালীন সময়ে স্বাভাবিক প্রসবকালীন সেবা এবং প্রয়োজনে জরুরী প্রসুতি সেবা প্রাপ্তি বিষয়ে নিশ্চিত হবেন,
প্রসব পরবর্তী সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা প্রাপ্তি নিশ্চিত হবেন,
মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধসহ মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি সম্পর্কে মা, পরিবার ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সকলের প্রতিশ্রুতি নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। শিশুর জন্মদান ও মাতৃত্ব সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করা ও এগুলোর সুষ্ঠু সমাধানের পথ খোঁজা এই দিবসটির অন্যতম উদ্দেশ্য। সেই সঙ্গে নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার মতো বিষয়গুলো হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্বপূর্ণ বিষয়।


নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহব্যাপি-
মানসম্মত গর্ভকালীন সেবা (প্রসবপূর্ব)
প্রসব পরবর্তী সেবা
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ ও সেবা। চলবে।

নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২

কমিউনিটি ক্লিনিকে  নিরাপদ মাতৃত্ব দিবস-২৮ মে ২০২২ পালনের অফিসিয়াল চিঠি







0 মন্তব্য(গুলি):