MHV মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এর নতুন এ্যাপস কাজ করার নিয়মাবলী।
মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার MHV এর নতুন এ্যাপস কাজ করার নিয়ম।
সেটি ছিল প্রশিক্ষনের জন্য Test সার্ভার।
এখন নতুন করে Live সার্ভারে MHV এর আইডি পাসওয়ার্ড তৈরী করতে হবে।
Live সার্ভারে MHV এর আইডি পাসওয়ার্ড তৈরী করার নিয়ম ঃ
উপরের লিংকে ক্লিক করে
HRM এর ID Password দিয়ে লগিন করতে হবে-
লগিন হলে Assing MHV তে ক্লিক করতে হবে
তথ্যগুলো পুরন হলে Save ক্লি করতে হবে।
তথ্যগুলো হল-
First Name *
Last Name *
Show Password
BHIAIL:WARD 1
BHIAIL:WARD 2
BHIAIL:WARD 3
BHIAIL:WARD 4
BHIAIL:WARD 5
BHIAIL:WARD 6
BHIAIL:WARD 7
BHIAIL:WARD 8
BHIAIL:WARD 9
প্রয়োজনে HRM ডাটা আপডেট করুন
২ টা এ্যাপস দিয়ে MHVদের কাজ করতে হবে -
০১. CBHC MHV 1
০২. CBHC MHV 2
গুগল প্লে-স্টোর থেকে CBHC MHV 1 ডাউনলোড করে ১ম টি দিয়ে খানা ও খানার সদস্য তৈরী করতে হবে।
অথবা
CBHC MHV 1 ডাউনলোড করার নিয়ম-
CBHC MHV 1 অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিব।
প্রথমত CBHC MHV 1 App টি ডাইনলোডের ক্ষেত্রে মোবাইলের ডাটা অন করতে হবে। এর জন্য swipe করে মোবাইলের Icon bar থেকে ডাটা আইকন সিলেক্ট করে ডাটা অন করতে হবে।
দ্বিতীয়ত CBHC MHV 1 App টি Google Play Store থেকে ডাউনলোড করতে হবে। যার জন্য মোবাইলের Play Store আইকনে ট্যাপ করতে হবে। সার্চ বারে CBHC MHV 1 লিখতে হবে এবং সার্চ অপশনে ট্যাপ করলে CBHC MHV 1 লিখাটি দেখা যাবে। CBHC MHV 1 তে ট্যাপ করতে হবে এবং ১০০% ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১০০% ডাউনলোড হলে বুঝতে হবে Apps টি Install হয়েছে।
এছাড়া SHAREIT এর মাধ্যমেও Apps টি শেয়ার করা যায়। তবে Apps টি যদি কোন মোবাইলে থাকে তাহলে ShareIT এর মাধ্যমে Apps টি অন্য মোবাইলে শেয়ার করা যাবে।
যে মোবাইলে Apps টি আছে, প্রথমে Apps Menu অথবা মোবাইলে ShareIT Apps এর আইকনটি খুঁজে বের করতে হবে। এরপর ShareIT Icon এর উপর ট্যাপ করতে হবে, তারপর Send এ ট্যাপ করতে হবে। এরপর CBHC MHV 1 সিলেক্ট করতে হবে । এরপর যে মোবাইলে Apps টি দিতে হবে, সেই মোবাইল সিলেক্ট করতে হবে ।
যিনি Apps টি receive করবেন তাকে তার Android Mobile এর SHAREIT open করে Receive করে install করে ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তৃতীয়ত Apps টি ওপেন করার আগে স্মার্ট ফোনে GPS/Location অপশনটি অবশ্যই চালু বা Active করতে হবে।
মোবাইলের উপরে নির্দিষ্ট স্থানে আঙ্গুল উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে Swipe করলে আইকন বার আসবে এখানে GPS/Location এর উপর ট্যাপ করতে হবে, তবে অপশনটি সবুজ বা যে কোন রং এ উজ্জল হবে এবং GPS/Location টি চালু/Active হবে। এখান থেকে বের হওয়ার জন্য Back বাটন ট্যাপ করতে অথবা নিচে ফাঁকা স্থানে ট্যাপ করতে হবে।
চতুর্থত স্মার্টফোনে বাংলা লেখার জন্য play store থেকে Ridmik keyboard ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
এবার Apps টি ওপেন করা যাবে এবং লগইন ও করা যাবে।
কিন্তু এ লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে যা সিএইচসিপি প্রত্যেক এমএইচভিকে তৈরী করে দিবেন।
প্রেরণকৃত আইডি পার্সওয়াড দিয়ে CBHC MHV 1 লগ-ইন করতে হবে।
,এছাড়া নতুন ভার্সনে Apps টি আপডেট করতে হবে। এর জন্য Play store এ CBHC MHV 1 এর পাশে Update লেখা থাকলে update এ ট্যাপ করতে হবে।
CBHC MHV 1 গুগল প্লে-স্টোর live mobile application/apps লিংক
এভাবে CBHC MHV 1 Application টিতে কাজ করার পূর্বে সকল ধাপের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
CBHC MHV 2 এই এ্যাপসটি আপাতত গুগল প্লে-স্টোরে পাএয়া যাবে না।
নিচের লিং থেকে ডাইনলোড করে নিন।
১ম এ্যাপসটি দিয়ে CBHC MHV 1 খানা তৈরী করতে হবে।
পুরো কাজটাই সিস্টেমেটিক একটার সাথে অন্য তথ্য/ডাটা লিংকেজ করা আছে তাই দয়া করে বড় ধরণের কোন পরিবর্তন করাবেন না ভুল করবেন না দেখে শুনে বুঝে কাজ করবেন।
এ্যাপস দিয়ে খানা তৈরী করার নির্দেশিকা
0 মন্তব্য(গুলি):