HRIS- এ কমিউনিটি ক্লিনিকের ব্যাংক তথ্য আপডেট করার সহজ উপায়।
HRIS- এ কমিউনিটি ক্লিনিকের ব্যাংক তথ্য আপডেট করার সহজ উপায়।
কমিউনিটি ক্লিনিকের তথ্য- এইচআরএম (HUMAN RESOURCE MANAGEMENT) সফটওয়্যারে আপডেট
একজন সিএইচসিপি নিজেই তার কমিউনিটি ক্লিনিকের
ব্যাংক তথ্য আপডেট করতে পারবেন।
আপডেট করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করকে হবে |
অথবা
https://hrm.dghs.gov.bd/public
এখান থেকে ð Sign
in করুন ð ইউজার
নেম ও পাসওয়ার্ড দিন।
ò
ইউজার নেম উদাহরনঃ cc10011049@cc.dghs.gov.bd
ò
পাসওয়ার্ড দিন, উদাহরনঃ d…f3
এরপর Edit Facility Details ক্লিক করুন
এবং Bank Account Information গুলো দিয়ে দিন ।
01. Account Name:
অথ্যাৎ যে নামে
আপনার সিসির একাউন্ট খুলেছেন, সেই নাম। অবশ্যই আপনার সিসির নামের একাউন্ট হতে
হবে।
যেমন- খেড়কাটি
কমিউনিটি ক্লিনিক,
02. Account Number
ব্যাংক একাউন্ট নম্বার দিন।
03. Bank:
যে ব্যাংকে আপনার সিসির একাউন্ট খুলেছেন, সেই নাম। যেমন-
সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রানী ব্যাংক, কৃষি ব্যাংক
ইত্যাদি।
04. Branch :
শাখার নাম। যে
ব্যাংকে আপনার সিসির একাউন্ট খুলেছেন সেই ব্যাংকের শাখার নাম।
যেমন- চিরিরবন্দর
শাখা, রানির বন্দর শাখা, ইত্যাদি।
05. Routing No:
রাউটিং
নাম্বার হলো এমন একটি ইউনিক কোড যা যে কেন ব্যাংকের যে কোন শাখার পরিচয় বহন
করে।
রাউটিং
নাম্বার হলো ৯ ডিজিটের এমন একটি ইউনিক কোড যা যেকেন ব্যাংকের যেকোন শাখার
পরিচয় বহন করে।
কোথায় পাবেন
এই রাউটিং নম্বর-
যে
ব্যাংকে আপনার সিসির একাউন্ট খুলেছেন সেই ব্যাংকে গেলেই পাবেন এই রাউটিং
নাম্বার
অথবা এখান
থেকে ডাউনলোড করে সার্স করে দেখে নিন।
অথবা দেখে নিন
পিডিএফ ফাইলটি ডাউনলোট করে নিন এখান থেকে ক্লিক করুন এখানে
ব্যাংক একাউন্ট কমিউনিটি ক্লিনিকের জন্য এইটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।
ব্যাংক একাউন্ট ও তহবিল সংগ্রহ সম্পকীয় কয়েকটি অফিস আদেশ।
-
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট তহবিল বিধিমালা, ২০২১ প্রেরণ |
কমিউনিটি গ্রুপ(সিজি) ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ(সিএসজি) এর নিয়মিত সভা অনুষ্ঠান এবং কমিউনিটি ক্লিনিকের তহবিলের অর্থের পরিমান বৃদ্ধি করণ |
স্থানীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের তহবিল (ফাও) গঠন এবং হিসাব পরিচালনা সংক্রান্ত |
স্থানীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের তহবিল (ফান্ড) গঠন |
স্থানীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের তহবিল (ফান্ড) গঠন |
কমিউনিটি ক্লিনিকে আগত সেবাগ্রহণকারীদের নিকট হতে অর্থ গ্রহণ |
কমিউনিটি ক্লিনিকের স্থানীয় তহবিলের জন্য সংগৃহীত অর্থের সংরক্ষণ ও ব্যয় ব্যবস্থাপনা।
রক্তের গ্লুকোজ পরীক্ষার বিনিময়ে অর্থ সংগ্রহ |
আর্থিক অনুদানের অর্থ খরচ ও ব্যবস্থাপনা |
কমিউনিটি গ্রুপ(সিজি) ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ(সিএসজি) এর নিয়মিত সভা অনুষ্ঠান এবং কমিউনিটি ক্লিনিকের তহবিলের অর্থের পরিমান বৃদ্ধি করণ |
কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যানুয়্যাল ও ফরম ঃ
0 মন্তব্য(গুলি):