মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় চিরিরবন্দর উপজেলায় মডিউল-১ বিষয়ে ০২ দিনব্যাপী এসবিসিসি প্রশিক্ষণকর্মশালা
![]() |
প্রশিক্ষনের অংশ হিসাবে দলীয় কাজ |
"যত্নে রাখি শিশু ও
মা-গড়ি আগামীর সম্ভাবনা"
মা ও শিশু সহায়তা
কর্মসূচীর আওতায় ভুক্ত হতে যা করতে হবে।
অনলাইন আবেদন করতে যা যা
প্রয়োজনঃ
১. আবেদনকারীর ৪-৬ মাসের
গর্ভাবস্থায় থাকতে হবে।
২. আবেদন কারীর বয়স ২০-৩৫
বছর হতে হবে।
৩. এন.আইডি
কার্ড থাকতে হবে।
৪. আবেদনকারী অবশ্যই
প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।
৫. স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা দপ্তর থেকে প্রদত্ত এ এনসি কার্ড/ গর্ভবতী মা চেকাব কার্ড থাকতে হবে।
৬. নিজ নামে নিবন্ধীত
মোবাইল নম্বর থাকতে হবে।
৭. নিজস্ব মোবাইল
ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং/অনলাইন ব্যাংক একাউন্ট সহ আবেদন করতে হবে।
২ স্থানে আবেদন করা যায নিজ নিজ ইউনিয়ন পরিষদ/পৌরশভা এরং তথ্য আপা কেন্দ্রে।
শিশু জীবনের প্রথম এক
হাজার দিনে শিশুর পুষ্টির যে গুরুত্ব রয়েছে এবং পুষ্টির সাথে শিশুর বুদ্ধিবৃত্তিক
বিকাশের যে বিশেষ যোগসূত্র রয়েছে তা সামাজিক সুরক্ষা কৌশল ২০১৫ এ বিশেষ ভাবে
উল্লেখ রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশুদের অপুষ্টি হ্রাস করতে
এবং তাদের সুস্থতার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এরই পরিপেক্ষিতে গর্ভবতী ও দুগ্ধদানকারী
মায়েদের পুষ্টি এবং চার বছর বয়স পর্যন্ত শিশুদের সার্বিক বিকাশে মা ও শিশু সহায়তা
কর্মসূচির আওতায় প্রশিক্ষণের মাধ্যমে মায়েদের জ্ঞানের পরিধি বাড়াবে এবং তাদের
আচরণগত পরিবর্তন আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সেই সাথে পুষ্টির পাশাপশি শিশুর
প্রারম্ভিক বিকাশের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মাতৃগর্ভ থেকেই শিশুর
বিকাশ শুরু হয় এ সময় মায়ের শারীরিক, মানসিক ও আবেগিক সুস্থতার সরাসরি প্রভাব পড়ে
গর্ভে থাকাকালীন শিশুর মস্তিস্ক বিকাশের উপর।
৬ মাস বয়স
পর্যন্ত মায়ের বুকের দুধই একমাত্র খাবার, শিশুকে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি
মায়ের আরামদায়ক অবস্থানঃ
০১. মা আরাম করে হেলান দিয়ে বসবেন বা শুয়ে থাকবেন।
সামনে ঝুঁকে বসবেন না ।
০২. বসা অবস্থায় পিঠ সোজা রাখবেন, কাঁধ উঁচু করে রাখবেন না।
মা শিশুকে কোলে
নিয়ে দুধ খাওয়ানোর সময়ঃ
০১. শিশুর
বুক ও পেট মায়ের
বুক ও পেটের সাথে
লাগানো থাকবে।
০২. শিশুর মাথা, কান, কাঁধ একই সরল রেখায় থাকবে।
০৩. শিশু
মায়ের দিকে সম্পূর্ণভাবে মূখ ঘোরানো থাকবে।
০৪. শিশুর
ঘাড় মায়ের কনুইয়ের সামনের অংশে থাকবে, মাথা মুক্ত অবস্থায় থাকবে
মা শিশুকে কোলে
নিয়ে বুকে লাগানোর সময়ঃ
০১. স্তনের
বোঁটা উপরের ঠোঁটে বারে বারে লাগাতে হবে
০২. শিশু বড় করে হাঁ করলে তাকে স্তনের দিকে টেনে আনতে হবে
মায়ের কোলে শিশুর সঠিক অবস্থানঃ
০১. বোঁটার
পেছনের কালো চামড়ার বেশির ভাগ শিশুর মুখের ভিতর থাকবে * শিশুর ঠোঁট উল্টানো থাকবে
০২. থুতনি
ও নাক স্তনের সাথে লেগে থাকবে এবং গাল ফোলা দেখাবে
০৩. মাঝে
মাঝে দুধ পান করার শব্দ শোনা যাবে
০৪. পেট ভরে গেলে শিশু নিজে থেকেই মায়ের স্তন ছেড়ে দেবে/ ঘুমিয়ে পড়বে
জন্মের পরপরই শিশুকে মধু বা অন্য কিছু
না দিয়ে শুধুমাত্র শালদুধ খাওয়ান।
টেনিং খুব ভাল হয়েছে
উত্তরমুছুন