Resent Post
Loading...

ডা. আজমল হক স্যারের নেতৃত্বে - ২০১৮ সালের উন্নয়ন মেলায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রথম -

ডা. আজমল হক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্যারের নেতৃত্বে - 
২০১৮ ইং সালের উন্নয়ন মেলায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রথম -



২০১৭ ইং সালের উন্নয়ন মেলায় চিরিরবন্দর উপজেলার স্বাস্থ্য বিভাগের স্টল প্রথম স্থান অধিকার করছেন।অনুষ্টিত ২০১৮ জানুয়ারী।
১ম পুরুষ্কার গ্রহন করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা.মুরতজা আল মামুন -










 

উন্নয়নে ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতির মধ্যদিয়ে আজ শনিবার শেষ হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ণ মেলা-২০১৮। এবারে মেলার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘উন্নয়ণের রোলমডেল, শেখ হাসিনার বাংলাদেশ।’ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত হল সমাপনী অনুষ্ঠান। 





বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণেরসামনে তুলে ধরা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরার লক্ষ্যে -,
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে “সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ” এ রূপান্তরের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় আত্মপ্রত্যয় সারাদেশে সরকার এ মেলার আয়োজন করে।

বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা, গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, উন্নয়নের কান্ডারী, গনতন্ত্রের মানস কন্য, বঙ্গকন্যা, দেশ নেত্রী, জনগনের দুই চোখের মনি, রাষ্ট্রনায়ক, দেশরত্ন , জননেত্রী , শেখ হাসিনা আগামী ১১/০১/২০১৮ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ভিডিও কনফারেন্সর মাধ্যমে গনভবন থেকে সকল জেলা উপজেলার উন্নয়ন মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করেন।

চিরিরবন্দর উপজেলা হাসপাতাল দুর্ণীতিমুক্ত

চিরিরবন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর উন্নয়ন পাওয়ার পয়েন্টে ভিডিও




উন্নয়ন মেলা ২০১৮



লক্ষ্য ও ঊদ্দেশ্যঃ
১।উপজেলা পর্যায়ে সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরা.
২।সর্বস্তরের জনগণকে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা।
৩।সরকারের ভবিষ্যৎ কর্পমরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্ভুদ্ধ করা,

৪।স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ ও সরকারি কর্মকর্তাগনের যৌথঅংশগ্রহণে স্থানীয় সমস্যা স্বম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা।
৫।উন্নত বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে জনগণকে উদ্ভুদ্ধ করা।
৬।সরকারের সেবাসমূহ সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করা।

       উন্নয়ন মেলা ২০১৮



চিরিরবন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর উন্নয়নের কিছু চিত্র। পা্ওয়ার পয়েন্টে --





উন্নয়ন মেলা / ২০১৮ অনুষ্ঠানের নির্দেশনা।







উন্নয়ন মেলা / ২০১৮ আয়োজন সংক্রান্ত








উন্নয়ন মেলা ২০১৮ ইং উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিরিরবন্দর এর পক্ষ যা উদ্দোগ গ্রহন করা হয়েছিল-
*Blood Pressure চেক করা ।
*প্রতিদিন বিনামুল্যে ৫০ জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা ।
*প্রতিদিন বিনামুল্যে Blood group পরীক্ষা করা ।
*ওজন চেক করা ।
*বিভিন্ন রোগ সম্পর্কে স্বাস্থ্য পরামর্শ দেয়া ।
*গর্ভবতী মায়েদের চেকআপ ও বিপদচিহ্ন সম্পর্কে সম্পর্কে জনগনকে অবহিত করা ।
*বিভিন্ন contraceptive method সম্পর্কে জনগনকে জানানো হচ্ছে।
*হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা ।



ডা. আজমল হক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্যারের সুদক্ষ দিক নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসারের সহযোগীতায় আমরাই প্রথম-

উন্নয়ন মেলার পরিচালনা কমিটি


উন্নয়ন মেলায় আমি মো: ফরহাদ হোসেন , সিএইচসিপি ৩ (তিন) দিনেই ছিলাম, অক্লান্ত পরিশ্রম করে উপজেলা প্রশাষনের কাজ থেকে প্রথম পুরুষ্কারটি প্রথম বারের মত নেয়া হল-


উন্নয়ন মেলার কিছু ছবি -









Welcome to Kharkati Community Clinic

1 টি মন্তব্য: