Resent Post
Loading...

কমিউনিটি সাপোর্ট গ্রুপ (CSG) সমন্বয় সভা/২০১৯

    "শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের মাসিক সমন্বয় সভা/১৯ অনুষ্ঠিত হল ২৩/০২/২০১৯ ইং রোজ শনিবার।


সিএইচসিপির বক্তব্য


পবিত্র কুরআন গীতা পাঠ করে আজকের আলোচনা সভা শুরু হয়।

স্বাগত ও  তিন সাপোর্ট গ্রুপের আলোচনা সভা উদ্ভোধনি বক্তব্য রাখেন আজকের সভার সভাপতি  সাপোট-১ গ্রুপের আহবায়ক খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী।


সভাপতির বক্তব্য

আরও পড়ুন :  সিসি মাসিক সমন্বয় সভা/২০১৮



    সরকার ও জনগনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্বাস্থ্য আমরাই নিশ্চিত করব।

CHCP-র বক্তব্য


 আজকের সভায় আলোচ্য বিষয় ছিল:


০১. কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িক্ত কর্তব্য ।

০২. স্থ্যানীয় কর্মপরিকল্পনা তৈরী।

০৩. সিসি তহবীল বৃদ্ধি ।

০৪. আগামী পাড়া মিটিং/সমন্বয় মিটিং/ষান্বাসিক সভা/বাষিক সভার তারিখ নির্ধারন।
০৫. নিজ এলাকার স্বাস্থ্য, সামাজিক সমস্যা ও সমাধান প্রসংঙ্গ।
০৬. সিসিতে সেবা নিতে এলাকার জনগনকে উদ্ভতকরন।
০৬. বিবিধ।

আলোচনা সভার এক অংশ ছবি


     গ্রামিন জনগোষ্ঠির সমন্বিত প্রাথামক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরিবার জন্য সাপোর্ট গ্রুপ বিশেষ ভুমিকা রয়েছে।একজন সাপোর্ট গ্রুপ সদস্য তার পরিবার তার পাড়ার লোকদের স্বাস্থ্য সমস্যায় সিসিতে সেবা নিতে আসতে সহায়তা করে।

FWA-বক্তব্য

            যে সকল সিসিতে কমিউনিটি গ্রুপ, সাপোর্ট গ্রুপের নিয়মিত সভা হয় সে সমস্ত সিসি সেবা দানে বেশি সক্রিয়। সিসির কাজে সিএইচসিপির জবাবদিহিতা বাড়ে।
আমার কথাই বলি, সিসির সভার সিদ্ধান্ত মত কাজ কিংবা সেবা দানে সময় কম বেশি হলে উদ্ধতন কতৃপক্ষকে যত না ভয় করি তার থেকে বেশি ভয় করি মুল কমিটিকে। কারন তারা ততক্ষনাৎ নতুবা পরবতী মাসিক সমন্বয় সভায় বলবে অতপর ১৫/১৬ জনের কাছে জবাবদিহিতা করতে হয়। যা একজন সিএইচসিপির জন্য খুব লজ্জার বিষয় হয়ে দাড়ায়।

ইউপি সদস্য ও মুল গ্রুপের সহসভাপতির বক্তব্য


সাপোর্ট গ্রুপের উদ্দেশ্য:
   ০১,  মা ও শিশু স্বাস্থ্য, পুশ্টি, পরিবার পরিকল্পনা পদ্ধতি, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সেবা কেন্দ্র হতে প্রাপ্ত সেবা সম্পর্কে জনগনের মধ্যে সচেতনতা তৈরী এবং জরুরী সেবা প্রাপ্তিতে সেবা কেন্দ্রে সময় মত প্রেরনে সহযোগীতা করা।

     ০২,  স্বাস্থ্য শিক্ষা প্রসারের মাধ্যমে স্বাস্থ্য সন্মত জীবন যাপনে উদ্বুদ্ধ করা ও সামাজিক উন্নয়ন এবং কুসংস্কার দুরীকরন।

   ০৩,  স্থানিয় সম্পদ আহরনের মাধ্যমে কমিউনিটি গ্রুপের জন্য একটি  কমিউনিটি গ্রুপের জন্য একটি তহবিল তৈরীতে সহায়তা করা যা ব্যাবহার করে কমিউনিটি ক্লিনিকের রক্ষণাবেক্ষনসহ উক্ত এলাকার অবহেলিত ও দরিদ্র জনগনকে জরুরি সেবা প্রাপ্তিতে সহায়তা করা। 
সদস্যদের বিভিন্ন বিষয় সতবিনি ময়

           কমিউনিটি ক্লিনিক পরিচালনায় তাদের কমিউনিটি গ্রুপ কমিউনিটি সাপোর্ট গ্রুপ দায়িত্ব-কর্তব্য (কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষন সহায়িকা ২০১৩ মোতাবেক) বলেন সিএইচসিপি কেননা ক্লিনিকের রক্ষণাবেক্ষণ তাদেরই করতে হবে এখন তারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং কার্যকরভাবে সিসিকে পরিচালনা করছেন প্রতিনিয়ত সভা করে বিদ্যমান ছোটখাটো সব সমস্যা সমাধানেরও উদ্যোগ নিয়েছেন তারা




আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন



 কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাসমুহ।
ক. নিয়মিত দ্বি মাসিক সভা।
খ. জরুরী সভা।
গ. ষান্মাসিক সমন্বয় সভা।
ঘ. কমিউনিটি গ্রুপ আয়োজিত ত্রৈ মাষিক সভা।
ঙ. বার্ষিক সভা্।

আলোচনার এক অংশ



.

খেড়কাটি সিসি আপনাদের প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত

খেড়কাটি সিসিতে আসুন, সেবা নিন সুস্থ্য থাকুন

শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ


.


Bootstrap Example

ভাল লাগলে শেয়ার করুন





. 

0 মন্তব্য(গুলি):