জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির তৃতীয় দিন।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ ১৬-২০ এপ্রিল২০১৯ ইং উদযাপন উপলক্ষ্যে
স্বাস্থ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গিকার।
এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন।
তৃতীয় দিনে উপস্থিত ছিলেন এফডাবলুএ , চেয়ারম্যানের প্রতিনিধি ইউনিয়ন সচিব।
মাদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে আলোচনা |
তৃতীয় দিনে সকাল ৮.৩০ ঘটিকা থেকে কার্যক্রম শুরু হয়।
সিসি পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ সেবা, এবং সিসির সেবার মান উন্নয়নে সেবা দাতা ও সেবা গ্রহিতার মধ্যে মত বিনিময় করা হয়।
সিএইচসিপি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এবং সিসির সেবা সমুহ নিয়ে আলোচনা করেন |
স্বপ্ল বাজেটে উন্নত স্বাস্থ্য
বাংলাদেশ বিশ্বের মডেল
চেয়ারম্যানের প্রতিনিধি ইউনিয়ন সচিবের বক্তব্য |
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ /২০১৯ উপলক্ষে খেড়কাটি সিসিতে বিশেষ স্বাস্থ্য সেবার স্থির চিত্র
.
.
বাংলাদেশ স্বাস্থ্যে নানা উদ্ভাবন
সর্বজনীন স্বাস্থ্যে দারুন উদাহারন।
স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে বিনা মুল্যে ডায়াবেটিকস নির্নয় |
শত সহস্র অটিজম পরিবারের দীর্ঘশ্বাস
রাষ্ট্রীয় আনুকুল্যে হচ্ছে নিকাশ
স্বাস্থ্য সেবা সপ্তাহে খেড়কাটি সিসিতে বিনা মুল্যে ডায়াবেটিকস নির্নয় |
‘‘স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক এর অবদান’’
শির্ষক চিরিরবন্দরে হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত
আলোচনা সভায় সঠিক দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন-
...........................
ডাঃ মোঃ আজমল হক
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
চিরিরবন্দর, দিনাজপুর।
সিএইচসিপিদের জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ পালনে সুন্দর গাইড লাইন দেন।
চিরিরবন্দর উপজেলার সকল সিএইচসিপি |
স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হতে যাচ্ছে।
চিরিরবন্দর হাসপাতালে পালনের কিছু চিত্র
0 মন্তব্য(গুলি):