জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ খেড়কাটি সিসির দ্বিতীয় দিন।
স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে
রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয়
স্বাস্থ্যসেবা সপ্তাহের দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ০৯ ঘটিকার সময় খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচী উদ্বোধন করেন সিসি সভাপতি মো: আনিসুর রহমান।
মহিলা স্বাস্থ্য কমী মৌসুমী মাদের স্বাস্থ্য, কিশোর কিশোরীর স্বাস্থ্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে বক্ত্য দেন।
সিসি কিশোর সদস্য আলোচনা অনুষ্ঠানে বক্ত্য দেন।
আলোচনা সভায় উপস্তিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তি।
যুক্ত আধুনিক যন্ত্রপাতি,
স্বাস্থ্য সেবায় দূর্বার গতি
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ০৯ ঘটিকার সময় খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচী উদ্বোধন করেন সিসি সভাপতি মো: আনিসুর রহমান।
মহিলা স্বাস্থ্য কমী মৌসুমী মাদের স্বাস্থ্য, কিশোর কিশোরীর স্বাস্থ্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে বক্ত্য দেন।
সিসি কিশোর সদস্য আলোচনা অনুষ্ঠানে বক্ত্য দেন।
আলোচনা সভায় উপস্তিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তি।
যুক্ত আধুনিক যন্ত্রপাতি,
স্বাস্থ্য সেবায় দূর্বার গতি
নান্দনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ভবন
দেশের স্বাস্থ্য নব সংযোজন।
অত্যুত্তম বিশেষায়িত স্বাস্থ্য সেবায় দেশ
ঘটিয়ে চলছে নব নব সংশ্লেষ।
পরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
দেশের স্বাস্থ্য নব সংযোজন।
অত্যুত্তম বিশেষায়িত স্বাস্থ্য সেবায় দেশ
ঘটিয়ে চলছে নব নব সংশ্লেষ।
পরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
.
.
Bootstrap Example
খেড়কাটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য সপ্তাহ পালন দেখতে
Move the mouse over the arrow icon to open the dropdown menu.
উচ্চ রক্তচাপ সপ্তাহ/১৮
--------------
২-৭এপ্রিল কৃমি সপ্তাহ ও ২এপ্রিল অটিজম সচেতনতা দিবস পালন/১৬--------------
১-৭ আগষ্ট/১৭ মাতৃদুগ্ধ সপ্তাহ পালন--------------
জাতীয় পুষ্টি সপ্তাহ/১৮ (২৩-২৯ এপ্রিল)সিসিতে পালনের প্রস্তুতি সভা.
0 মন্তব্য(গুলি):