সপ্তাহব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণের সাত দিন, পল্লী উন্নয়ন একাডেমী (RDA) বগুড়া
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের আওতায় ২০২২-২৩ অর্থবছরে সমগ্র দেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের সপ্তাহব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ ২০২৩ শুভ উদ্ভোধন করা হয় ০১/০৪/২০২৩ ইং
দেশের স্বনামধন্য ৫ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (বার্ড-কুমিল্লা; আরডিএ-বগুড়া, রংপুর, জামালপুর এবং বাপার্ড- গোপালগঞ্জ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
মোঃ ফরহাদ হোসেন
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় উদ্বোধনী উপস্থিত ছিলেন জনাব ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক,
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।
আমার বাড়ী দিনাজপুর,
প্রশিক্ষনের জন্য যেতে হবে বগুড়া।
এটা কি হল? কি ভাবে সম্ভব ?
সব প্রস্ততি নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম -----
যখন পল্লী উন্নয়ন একাডেমী (RDA) বগুড়া পৌছলাম, তখন মনটা ভরে গেল।
কি নাই এখানে -
বিনোদনের জায়গা, সারিবদ্ধ বাগান, বিশাল বড় এরিয়া, পুকুর ভরা মাছ, নানান রকম বিল্ডিং, বড় বড় গাভী।
হায় হায়--
মন এত বেশি খুশিতে ভরে গেল, মন যেন আর প্রষিক্ষন শেষে বাড়ী আসতেই চাছছিল না।
পল্লী উন্নয়ন একাডেমী (RDA) বগুড়া এর কিছু নিয়ম ছিল,
সকাল ০৯ টায় প্রশিক্ষন শুরু ত ০৯ টাই
এক মিনিটো এধার ওধার করার যেন সুজোগ নাই।
রাতে আবার বাড়ীর কাজ।
০৯ টা থেকে ০৫.৩০ মিনিট পর্যন্ত অনরগল ক্লাস,
মাঝে আবশ্য দুপুরের খাওয়া বাবদ ৪৫ মিনিট বিরতী।
সেই কবে ছাত্র জীবন শেষ করেছি ।
তখন হয়ত ৯-১০ ঘন্ট বই পড়তাম।
সেই সময়টা আবার প্রশিক্ষনে ফিরে এল।
পুরো ১০-১১ ঘন্টা বই পড়া।
নানান ছ্যারের নানান প্রকার জ্ঞান, পরামর্শ, এ যেন আমার জীবন টাই পাল্টে দিল।
বরং ভালই হয়েছে, অনেক অজানা জিনিস জেনেছি, আবার জানা গুলো পুনরায় জানলাম।
হ্যা আমাকে তো জানতেই হবে।
কারন-
আমি তো প্রান্তিক ছয় হাজার লোকের প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে হবে। অবশ্য এখন ছয় হাজার থেকে ১১ হাজার হয়েছে।
ভাবলাম এরকম আবাসিক প্রশিক্ষন অনেক আগেই আমার দরকার ছিল।
সর্বপরি প্রশিক্ষনটি খুবেই ভাল লেগেছে। খুবেই ভাল লেগেছে।
সকাল ০৯টায় প্রশিক্ষনে রুমে যাচ্ছি |
প্রশিক্ষন ক্লাস রুম |
আমরা করব জয় গান |
প্রশিক্ষনার্থী হিসাবে আমার নাম ছিল ৩য় ব্যাচে
আরো পড়ুনঃ
প্রশিক্ষনে একদিন হাসপাতাল ভ্রমন। |
ইফতারে একদিন, RDA-র খাবার রুম, খাবার মান, খাবার পরিবেশর ছিল অত্যান্ত ভাল |
যে সমস্থ মহামান্য স্যাররা আমাদের ক্লাস নেন-
০১. জনাবা, ডা. আবিদা সুলতানা রুপা, MO, বগুড়া সদর।
০২. জনাব, ডা. আতাউর রহমান, MO, গাবতলী বগুড়া ।
০৩. জনাব, ডা. এম এ এন আবুল বাসার, MO, ধুনট, বগুড়া।
০৪. জনাব, ডা. আশরাফুল ইসলাম UH&FPO, ধুনট, বগুড়া
০৫. জনাব, ডা. মোস্তফা কামাল, MO, তারাজ, সিরাজগন্জ।
০৬.জনাব, ডা. শারমিলা পারভীন, UH&FPO, গাবতলী বগুড়া ।
০৭. জনাব, ডা. শাপলা খাতুন, MO, রায়গন্জ, সিরাজগন্জ।
০৮. জনাব, ডা. তৈহিদুল ইসলাম, MODC, শেরপুর।
০৯. জনাব, ডা. সাগর কুমার দাস, MO, রায়গন্জ, সিরাজগন্জ।
ইহা ছাড়াও RDA এর স্যার, অন্যান্য স্যাররা আমাদের মুল্যবান ক্লাস নেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় স্যার'দেরকে! সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য।
প্রশিক্ষন শেষে সার্টিফিকেট দেয়া হয় |
কোর্স পরিচালনায় ছিলেন জনাব মোঃ তানবিরুল ইসলাম, উপপরিচালক, RDA.
কোর্স সমন্বয়ক ছিলেন ফখর উদ্দীন তালুকদার, সহকারী পরিচালক, RDA.
মানুষ হিসেবে এই দুইজন স্যার সবার প্রতি দায়িত্বশীল, যত্নশীল ও উদার, সিএইচসিপির যেন বন্দু। শুধু তাই নয়, তারা কর্মদক্ষতায়, ন্যায়পরায়নতা, প্রশিক্ষনের ব্যাপারে দায়িক্তশীল ম্যানাজার হিসাবে অতুলনীয় । তারা অক্লান্ত পরিশ্রম করেছে বলে কোন প্রকার সমস্যা ছাড়াই ভাল অতুলনীয় প্রশিক্ষনের মত প্রশিক্ষন পেলাম। ধন্যবাদ আরডিএ এর কতৃপক্ষ সকলকে।
আমি RDA-তে যত অফিসার দেখেছি, তানবিরুল হক স্যারকেই বেশি ভাল লেগেছে-
মো: তানবিরুল হক। উপপরিচালক, আরডিএ বগুড়া |
Well done 👍
ReplyDeleteআলহামদুলিল্লাহ, খুব ভাল লগলো ভাই।
ReplyDelete