Resent Post
Loading...

সিএইচসিপিদের DHIS-2 তে 100% DLI অর্জন করার উপায়।

 সিএইচসিপিদের DHIS-2 তে 100% DLI অর্জন করার উপায়।




#DLI -13
DHIS 2 অনলাইনে গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব (ANC) সেবা প্রদানের সময় অবশ্যই তিনটি বিষয় পালন করতে হবে-
১. ওজন পরিমাপ করিতে / লিখতে হইবে।
২. আয়রন ও ফলিক এসিড (IFA) সরবরাহ করিতে/লিখতে হইবে।
৩.পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করিতে/টিক দিতে হইবে। {Counseling (Nutrition) Given}
উপরিউক্ত তিনটি সেবা এক সংগে গর্ভবতী মহিলাদের প্রদান করিলে DLI- 13 এর অন্তর্ভুক্ত হইবে। উক্ত তিনটি তথ্য রেজিস্টার বই এ লিপিবদ্ধ করিতে হইবে ।
#DLI -14 শিশু
০-২৩ মাস বয়সী শিশুর জন্য আবশ্যকীয় পুষ্টিসেবাঃ
কমিউনিটি ক্লিনিকে আগত রেজিস্টারকৃত প্রতিটি ০-২৩ মাস বয়সী শিশুর জন্য বয়সভিত্তিক নিন্মলিখিত বিষয়ে মা / অভিভাবককে পরামর্শ/কাউন্সেলিং প্রদান নিশ্চিত করুন।
১। ০-৬ মাস বয়সী শিশুর মা/ অভিভাবককে তাদের শিশুকে শুধুমাত্র মা’য়ের দুধ খাওয়ানোর বিষয়ে পরামর্শ/কাউন্সেলিং প্রদান।
২। ৬-২৩ মাস বয়সী শিশুর মা/ অভিভাবককে তাদের শিশুকে মা’য়ের দুধ খাওয়ানোর পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ানোর বিষয়ে পরামর্শ/কাউন্সেলিং প্রদান।


0 মন্তব্য(গুলি):