কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন।
কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
১০ই জুন ২০২৩ ইং রোজ শনিবার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন-
ডাঃ মোঃ সাব্বির হায়দার, প্রোগ্রাম ম্যানেজার (
এইচ আর ডি),কমিউনিটি বেইজড হেলথ কেয়ার।
ডাঃ হাবিবুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ( সুপারভিশন, মনিটরিং, এম আই
এস ও ই হেলথ), কমিউনিটি বেইজড হেলথ কেয়ার।
ডা. আসিফ মাহমুদ , ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক), কমিউনিটি
বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় ।
ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিরিরবন্দর।
ডাঃ মোঃ আরজ উল্লাহ মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর,
দিনাজপুর।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক রায়, চিরিরবন্দর,
এমওডিসি ডাঃ মোঃ হাসেমী রাফসান, চিরিরবন্দর,
অন্যান্য মেডিকেল অফিসারগণ ও সিএইচসিপি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ট্রেনিং
মানে নতুন কিছু শেখা নতুন কিছু জানা।
স্কিল
বাড়াতে হলে শেখার কোন শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতে পারে। শেখার
কোন বয়সও নাই। ভালো কিছু শিখুন যা আপনার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। প্রতিনিয়ত
ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন জিনিশ সংযুক্ত হচ্ছে।
আরো পড়ুনঃ সিএইচসিপিদের রিফ্রেসার প্রশিক্ষনে ৭ দিন
শেখার জন্য বয়স কোন ফেক্টর না। আপনার চেয়ে বয়সে
ছোট এমন কারো কাছে কিছু জানতে চাওয়া লজ্জার কিছু নয়। বরং এটা পজিটিভ। সে যদি আপনার
পরিচিত হয় সে অতি উৎসাহী হয়ে আপনাকে শেখাবে। আপনার প্রতি তার এটেনশন থাকবে বেশী।
আপনি জুনিয়র কারো কাছ থেকে কিছু শিখতে চাইলে বেনিফিটেড হবেন বেশি। সিনিয়ররা
হয়ত ভাব দেখাবে, বলতে চাইবেনা, এভয়েড
করবে, আপনাকে পিছলামি করতে হবে। কিন্তু জুনিয়র কারো কাছে
কিছু জানতে চেয়ে দেখেন, আপনাকে শিখিয়ে সে সম্মানিত বোধ
করবে।
আরো পড়ুনঃ কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ মাসিক সভা ১ বছর।
প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী তার কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞাতা অর্জন করতে পারে। কার্য সম্পাদনের সর্বশেষ কৌশল অর্জন করতে ও তার কাজটি দক্ষতার সাথে করতে পারে।
তাই প্রশিক্ষণ
হলো কর্মীর সাফল্যের চাবিকাঠি।
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকর অন্যান্য প্রতিষ্ঠা বার্ষিকী দেখতে ক্লিক করুন
Great job, Carry on !
উত্তরমুছুন