Resent Post
Loading...

বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

 খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন মহোদয়ের উদ্যোগে ও তত্ত্বাবধানে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পের আয়োজন 22/08/2023 ইং করা হয়।

 

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

ভায়া ক্যাম্প পরিদর্ষণ করেন এমওডিসি ডাঃ মোঃ হাসেমী রাফসান, স্বাস্থ্য পরিদর্শক মজাহারুল ইসলাম।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

ক্যাম্পে কাজ করেন ভায়া ইনচার্জ এস এস এন জেরিন, এস এস এন পারুল,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমান এবং সিএইচ সি পি ফরহাদ হোসেন ও এমএইচভি গন।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

VIA Test / ভায়া পরীক্ষা কি ?

VIA (Visual Inspection with Acetic Acid-VIA) হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার স্ক্রীনিং টেস্ট ।

স্ক্রীনিং কি ?

স্ক্রীনিং একটি পদ্ধতি যা দ্বারা গনহারে সুস্থ্য মানুষের মধ্যে কোন রোগের সম্ভাবনা খুঁজে বের করা ।



খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

এ পরীক্ষার পর রিপোর্ট কার্ড দেওয়া হয় প্রতিটি মহিলাকে ।

১। নীল রং

২। লাল রং

* নীল রংএর কার্ড দিলে বুঝতে হবে জরায়ুর মুখে কোনো অসুবিধা নেই ; নীল কার্ড দেওয়া মহিলাদের ৩ বছর পর পর VIA test করার জন্য কাউন্সিলিং করা হয় ।

* লাল রং এর কার্ড তাঁদের দেওয়া হয় যাঁদের VIA টেস্টে জরায়ুর মুখে কিছু অস্বাভাবিকতা সন্দেহ হয় ; লাল কার্ড মানে ক্যানসার হয়েছে বুঝায় না - সতর্কতা অবলম্বন এবং জরায়ুর মুখের ক্যানসার প্রতিরোধের এর চিকিৎসার জন্য দেওয়া হয় । এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে জরুরী ভিত্তিতে ।


খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-

মোঃ ফরহাদ হোসেন



ভাল লাগলে শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):