বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-
খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন-
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন মহোদয়ের উদ্যোগে ও তত্ত্বাবধানে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ভায়া ক্যাম্পের আয়োজন 22/08/2023 ইং করা হয়।
ভায়া ক্যাম্প পরিদর্ষণ করেন এমওডিসি ডাঃ মোঃ হাসেমী রাফসান, স্বাস্থ্য পরিদর্শক
মজাহারুল ইসলাম।
ক্যাম্পে কাজ করেন ভায়া ইনচার্জ এস এস এন জেরিন, এস এস এন পারুল,সহকারী
স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমান এবং সিএইচ সি পি ফরহাদ হোসেন ও এমএইচভি গন।
VIA Test / ভায়া পরীক্ষা কি ?
VIA (Visual Inspection with
Acetic Acid-VIA) হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার স্ক্রীনিং টেস্ট ।
স্ক্রীনিং কি ?
স্ক্রীনিং একটি পদ্ধতি যা দ্বারা গনহারে সুস্থ্য মানুষের মধ্যে কোন রোগের
সম্ভাবনা খুঁজে বের করা ।
এ পরীক্ষার পর রিপোর্ট কার্ড দেওয়া হয় প্রতিটি মহিলাকে ।
১। নীল রং
২। লাল রং
* নীল রংএর কার্ড দিলে বুঝতে হবে জরায়ুর মুখে কোনো অসুবিধা নেই ; নীল কার্ড
দেওয়া মহিলাদের ৩ বছর পর পর VIA test করার জন্য কাউন্সিলিং করা হয় ।
* লাল রং এর কার্ড তাঁদের দেওয়া হয় যাঁদের VIA টেস্টে জরায়ুর মুখে কিছু
অস্বাভাবিকতা সন্দেহ হয় ; লাল কার্ড মানে ক্যানসার হয়েছে বুঝায় না - সতর্কতা অবলম্বন
এবং জরায়ুর মুখের ক্যানসার প্রতিরোধের এর চিকিৎসার জন্য দেওয়া হয় । এক্ষেত্রে ডাক্তারের
পরামর্শ ও চিকিৎসা নিতে হবে জরুরী ভিত্তিতে ।
0 মন্তব্য(গুলি):