Resent Post
Loading...

চুলকানির ওষুধ

 Benzyl Benzoate Application (25% W/V) 100 ml. 



ওষুধের পরিমাণ: Benzyl Benzoate Application (25% W/V) 100 ml (বেনজাইল বেনজয়েট এ্যাপলিকেশন, ২৫%, ১০০ মিলি)

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: (১) স্ক্যাবিস এর কারণে চুলকানি।

লক্ষন:

০১. আঙ্গুলের ফাঁকে, আঙ্গুলে, বগলে, যৌনাঙ্গেনাভি  নাভির চার দিকে ছোট ছোট দানা বা গুটি দেখা দেয়। তবে গুটিগুলো মুখ, মাথা বাদে সমস্ত শরীরে দেখা দিতে পারে।

০২. গুটি গুলোতে প্রচণ্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয়।



ব্যবহারের নিয়ম: 
এটি খাবার ঔষধ নয়, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। প্রথম দিন ঔষধটি শরীরে লাগানোর পূর্বে ভাল করে গোসল করে শুকিয়ে নিতে হবে। পরপর ৩ দিন ২ বার করে (সকালে-রাতে) মূখমন্ডল ব্যতিত সারা দেহে লাগাতে হবে। ৪র্থ দিনে ভাল করে গোসল করতে হবে। ১ম এবং ৪র্থ দিনের মধ্যবর্তী দিন গুলোতে গোসল করা যাবে না। বাড়ীর আক্রান্ত সবাইকে ঔষধটি একই সাথে ব্যবহার করতে হবে। ৪র্থ দিনে জামা-কাপড়, চাদর, কাঁথা, মাশারী ইত্যাদি সিদ্ধ করে ভালো ভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে।


যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: 
(১) কাঁটা জায়গা 
(২) চোখ 
(৩) মুখমন্ডল 
(৪) যোনী পথ

পার্শ্বপ্রতিক্রিয়া: 
(১) শরীরে জ্বালাপোড়া করতে পারে।
(২) এলার্জি যেমন, ত্বকে ফুসকুড়ি ও লালচে রং ধারণ করতে পারে।


সাবধানতা: কোন ভাবেই মূখে খাওয়া যাবে না।

মন্তব্য: এটি একটি দুর্গদ্ধযুক্ত। ব্যবহারের পর কাপড়-চোপড়, বিছানা-পত্র সবকিছু ভাল করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে।



এই সাইটটি রোগের চিকিৎসা হিসাবে ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র প্রাথমিক ধারনা নেয়ার জন্য। আপনি অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা,মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরী করা হয়। সেহেতু এই ব্লকে দেখানো যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। ফোন: ০১৭১৩৭৩৩০৮৩ . ইমেইল: farhadchcp@gmail.com

0 মন্তব্য(গুলি):