টিকাদানকারি নিয়োগ বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপ
আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার একজন সেচ্ছাসেবী টিকাদানকারী।
স্বাস্থ্য সহকারীর পদগুলো শুন্য থাকায রংপুর বিভাগে বিভিন্ন উপজেলায় ২ জন স্বাস্থ্য সহকারীর অপজিটে ১ জন করে মোট ১৬৪ জন সেচ্ছাসেবী টিকাদানকারি নিয়োগ দেয় স্বাস্থ্য বিভাগ যা একটি যুগোউপযোগী পদক্ষেপ।
মাত্র ৮,০০০/= সন্মানীতে একজন সেচ্ছাসেবী টিকাদানকারী মাসে ১৬ দিন ইপিআই কাজ করবে বাকি দিনগুলো বিসিজি সেশনে কাজ করবে। ইহাতে সরকারের অর্থনৈতিক ও সরকারী লোকবলের সংকট নিরশোন হবে।
এ রকম পদক্ষেপকে বাংলাদেশ সরকার ও WHO-কে আমি ধন্যবাদ জানাই।
আমি সপ্তাহে ৪ চার দিন ইপিআই কাজ করি-
বাকি দিনগুলো রেজিস্ট্রেশন বই দেখে পরবর্তী সেশনে টিকা পাবার যোগ্য সকল শিশু ও কিশোরী/মহিলাদের এবং গত সেশনে বাদ পড়া শিশু ও কিশোরী/মহিলা চিহ্নিত করি।
পার্শ্ব- প্রতিকৃয়া ও জটিলতা সম্পর্কে খোঁজ নেই।
টিকাদানের দিন ও তারিখ সম্পর্কে অভিভাবককে অবহিতকরণ করি।
পুরানো রেজিস্ট্রেশন ড্রপ আউট নবায়ন করি।
নতুন কখনই টিকা গ্রহণ করেননি এমন সকল লেফট আউট শিশু ও মহিলা (১৫-৪৯) রেজিস্ট্রেশন করি।
নতুন শিশুকে রেজিস্ট্রেশনের সময় প্রসূতি মাকে ২ লাখ আই ইউ উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ খাওয়াই।
এলাকার শিশুদের টিকা নিতে উদ্বুদ্ধকরি করি।
এএফপি, নবজাতকের ধনুষ্টংকার এবং হাম রোগী আছে কি না তা তথ্য সংগ্রহ করি।
ভাল লাগলে শেয়ার করুন
EPI (ইপিআই); সচরাচর জিজ্ঞাস্য
0 মন্তব্য(গুলি):