ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক করলেন স্বাস্থ্য অধিদপ্তর
।। সতর্কীকরণ বিজ্ঞপ্তি ।।
![]() |
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি |
সম্পতি উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫, মহাখালী, ঢাকা।
নামে একটি প্রতিষ্ঠান দেশের উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এ বি এম আবু হানিফ এর নাম ও স্বাক্ষর ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে দরখাস্ত আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে।
উল্লেখ্য যে, বর্ণিত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন কোন প্রতিষ্ঠান নয়। এটি একটি ভুয়া প্রতিষ্ঠান। দেশের এক ধরনের স্বার্থান্বেসী মহল ও অসাধু চক্র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর নাম ও স্বাক্ষর ব্যবহার করে মাঝে মাঝে এমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। সেই সাথে এই অসাধু চক্রকে চিহ্নিত করে নিকটস্থ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।
![]() |
।। সতর্কীকরণ বিজ্ঞপ্তি ।। |
0 মন্তব্য(গুলি):