Resent Post
Loading...

মোঃ আখতারুজ্জামান স্যার, মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব),

ইনি জনাব, মোঃ আখতারুজ্জামান স্যার, মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), 

ইনি মোঃ আখতারুজ্জামান স্যার, মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব),

মোঃ আখতারুজ্জামান স্যার, কে নিয়ে লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, তবু শব্দের সংযোজনে মানুষটিকে নিয়ে ব্যাখ্যা করা শেষ হবে না।  মোঃ আখতারুজ্জামান স্যার, আমার কাছে উচু মানের একজন ওস্তাত। তিনি ১২/০৫/২০২৫ তারিখ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নবনিযুক্ত সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেন, যোগদানের পর থেকে তিনি বিভিন্ন বিভাগ জেলা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরন ও করনীয় বিষয়ক সেমিনার করেন। তিনি দেশের জনগন, সিএইচসিপি, হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করছেন।

মানুষ হিসেবে স্যার সবার প্রতি দায়িত্বশীল, যত্নশীল ও উদার, গরীবের বন্দু। শুধু তাই নয়, তিনি কর্মদক্ষতায়, ন্যায়পরায়নতা, স্বাস্থ্য ম্যানাজার হিসাবে অতুলনীয় । সেবাদানের সংকটময় মুহূর্তেও স্যারকে কখনো ধৈর্য হারাতে দেখেনি। বরং সর্বদা শীতল ও যত্নের সঙ্গে সেবাদানকারী ও কমিউনিটি ক্লিনিকের পাশে আছেন।

স্যার আমাদেরকে শিখিয়েছেন কীভাবে সংকটময় মুহূর্ত স্বাস্থ্য সেবা দিয়ে জনগণের পুষ্টি স্তর-উন্নয়ন  জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে মোকাবিলা করতে হয়। সিএইসিপিদের কমিউনিটি ক্লিনিকে সেবার উন্নয়ন কিভাবে করতে হয় শিখিয়েছে, যেমন- উন্নয়ন মুলক সেবাঅথ্যাৎ জনগোষ্টির জীবনধারায় সুস্বাস্থ্যের অনুকুল পরিবেশ সৃষ্টি করতে হয়। 

 প্রতিরোধ মুলক সেবা -অথ্যাৎ রোগ প্রতিরোধক সেবা প্রদানের মাধ্যমে রোগের উৎপত্তি রোধ করে বিস্তার কিভাবে কমানো যায়।

৩. আরোগ্য মুলক সেবা - অথ্যাৎ রোগাক্রান্ত ব্যাক্তিদের সময়মত সঠিক চিকিৎসা প্রদানের করা এবং প্রয়োজনে রেফারাল ব্যবস্থা করা।   পুনবাসনমূলক সেবা-  যেমনআঘাতে  অথবা কোন রোগে পঙ্গু হলে পুনর্বাসন করা।

কর্মক্ষেত্রে তার এমন পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনার কারণে আমাদের সহকর্মীরা স্যারকে উন্নয়নের মডেলওয়ান ম্যান আর্মি’ ‘ডায়নামিক’  আখ্যা দিয়েছে।

স্যার, আপনার দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও নিরলস পরিশ্রমে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা আমাদের অনুপ্রেরণার উৎস।

আপনার সার্বিক দিকনির্দেশনা ও সহানুভূতিশীল সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মোঃ ফরহাদ হোসেন।

সিএইচসিপি

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক।

চিরিরবন্দর, দিনাজপুর।

০১৭১৩৭৩৩০৮৩


0 মন্তব্য(গুলি):