05 days Training Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
ECCD & BECR ৫ দিন প্রশিক্ষন, পার্বতীপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নির্পোট)
ডা. রইচ উদ্দীর খান, মেডিকেল অফিসার ফুলবাড়ী, স্যার জন্ম নিয়ন্ত্রন, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকর্পনা সম্পর্কে বিস্তারিত ধারনা দেন।
ভিষন ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে মানসম্মত প্রশিক্ষন প্রদান ও গবেশনা পরিচালনার ক্ষেত্রে দক্ষিন এশিয়ার একটি নেতৃয়ীয় প্রতিষ্ঠান (Centre of excellence)নিপোর্ট প্রতিষ্ঠিত হয়।
ডা. শহিদুজ্জামান, সহকারী পরিচালক, স্বাস্থ্য, রংপুর বিভাগ।তিনি 05 days Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
ট্রেনিং এর বিভিন্ন বিষয় আলোচনা করেন।
বাংলাদেশে চাইল্ডহুড কেয়ার ও ডেভেলপমেন্টের জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে । এটা অনুমোদিত ১৬টি মন্ত্রণালয় এই নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট ।
ইসমাইল হোসেন, উপজেলা প.প কর্মকর্তা, ফুল বাড়ী,
মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, পাব্বতীপুর । নিধ্যারিত বিষয় আলোচনা করেন।
মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR
সমাপনী অনুষ্ঠান ও বিনোদন, দলীয় আলোচনা, প্রশ্নউত্তর, বত্তৃতা, ব্রেইন ষ্টর্মিং, কেস স্টাডি ইত্যাদি-
সাটিফিকেট বিতরনী-
সর্বপরী 05 days Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
ট্রেনিং একটি ভাল প্রশিক্ষন, এই প্রশিক্ষন সকল HA, FWA, CHCP আর ও আগেই পাওয়া উচিত ছিল।
৫ কর্মদিবসে মোট ২৬টি সেসন শেখান ও পড়ান হয়।
মো: মোবারক আলী, প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR ও লিলুফার বেগম প্রশিক্ষীকা সর্বক্ষন মনিটরীং ও দেখভাল করেছেন। স্যারদের ধন্যবাদ।
05 days Early
Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right
(BRCR)
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন পার্বতীপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নির্পোট)-এ রবিবার 31/03/2019 ইং হতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী 05 days Early
Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right
(BRCR) প্রশিক্ষণ কর্মশালা। ররিবার সকাল ৯.00 ঘটিকার সময় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মো: মোবারক
আলী প্রশিক্ষন কর্মকর্তা। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন অংশ নিচ্ছে এই প্রশিক্ষনে।
CALL UP নোটিস CHCP
আমাকে 05 days Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
প্রশিক্ষনে নাম দেয়ায় ডা আজমল হক স্যারকে ধন্যবাদ -
পবিত্র কুরআন পাঠ ও গিতা পাঠের মধ্যদিয়ে শুরু হল 05 days
Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child
Right (BRCR) প্রশিক্ষনে
CALL UP নোটিস CHCP
আমাকে 05 days Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
প্রশিক্ষনাথীর এক অংশের ছবি |
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা Notional Institute of Population Research and
Training (NIPORT)হল স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের অধীনে অবস্থিত একটি
প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে এটি প্রতিষ্ঠিত হয় । এর উদ্দেশ্য ছিল স্বাস্থ্যের সাথে
সম্পর্কিত বিষয়ে স্থানীয় গবেষণা পরিছালনা ও স্থানীয় পরিবার গুলোকে প্রশিক্ষণ
দেয়া । বিশেষ করে সাউথ এশিয়ায় মা ও শিশু
স্বাস্থ্যের উন্নয়ন ছিল এ প্রতিষ্ঠানের মুল লক্ষ্য ।
শিক্ষার প্রধানতম
উদ্দেশ্য হল কোন আদম সন্তানকে সামগ্রিক ভাবে মানুষ করে তোলা । আর প্রশিক্ষণের উদ্দেশ্য
হল, কোন মানুষকে বিশেষ কোন কাজের জন্য বিশেষ ভাবে যোগ্য করে তোলা।
মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা, |
05 days
Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right
(BRCR) প্রশিক্ষণ “জাতীয়
জনসংখ্যঅ গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান” বা Notional
Institute of Population Research and Training (NIPORT)
প্রশিক্ষণ
হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীদের
প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ,ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা হয় । প্রশিক্ষণের উদ্দেশ্য
হচ্ছে কোন ব্যাক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন
করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা ।
ডা. রইচ উদ্দীর খান, মেডিকেল অফিসার ফুলবাড়ী, |
ডা. রইচ উদ্দীর খান, মেডিকেল অফিসার ফুলবাড়ী, স্যার জন্ম নিয়ন্ত্রন, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকর্পনা সম্পর্কে বিস্তারিত ধারনা দেন।
ভিষন ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে মানসম্মত প্রশিক্ষন প্রদান ও গবেশনা পরিচালনার ক্ষেত্রে দক্ষিন এশিয়ার একটি নেতৃয়ীয় প্রতিষ্ঠান (Centre of excellence)নিপোর্ট প্রতিষ্ঠিত হয়।
শিশুর
প্রারম্ভিক বিকাশ ও যত্ন । আমরা হয়তো সবাউ জানি, কিন্তু খুব পরিষ্কার ভাবে জানি না
যে শিশুর বিকাশ শুরু হয় ভ্রুণ অবস্থা থেকে । পরবর্তীকালে অন্যান্য বিকাশ যেমন
স্বাস্থ্য উচ্চতা, দৈহিক গঠন অনেক কিছু নির্ভর করে খাদ্য-পুষ্টির , যত্ন ও
প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার ওপর।
শিশুরা হলো
দেশের সম্পদ । সম্পদ যেভাবে যত্ন করে রাখতে হয় , শিশুদেরও তেমন করে যত্ন করতে হবে।
শিশু যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে , তখন থেকেউ শিশুর যত্ন নেওয়া উচিত।
ডা. এ.এন নুরুল ইসলাম চৌধুরী।(অরিফ) উপ-পরিচালক (প.প.) দিনাজপুর। |
গর্ভবতী মায়ের
ওপর তোনো ভাবেই কোন ধরনের নির্যাতন বা তার প্রতি খরাপ আচরণ করা উচিত নয়। মায়ের ওপর
নির্যাতন হলে শিশুর ওপর এর প্রতিক্রিয়া হবে।
আমাদের দেশে অনেক মা মাতৃত্বকালীন হতাশায় ভুগছেন। এ জন্য তাকে মানসিক প্রশান্তি দিতে হবে প্রতিদিন। মা োযন বিশ্রাম পান, ভারী কাজ না করেন এগুলো খেয়াল রাখতে হবে । োয দদম্পতি গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় থেকেই হয়তো কিছু পুষ্টর গুরাত্ব আছে। গর্বধারণের আগে থেকেই যদি ফলিক অ্যামিড দেওয়া হয় , সে ক্ষেত্রে দেখা যায় মস্তিস্কের অনেকগুলো রোগ থেকে শিশু রক্ষা পাবে।
আমাদের দেশে অনেক মা মাতৃত্বকালীন হতাশায় ভুগছেন। এ জন্য তাকে মানসিক প্রশান্তি দিতে হবে প্রতিদিন। মা োযন বিশ্রাম পান, ভারী কাজ না করেন এগুলো খেয়াল রাখতে হবে । োয দদম্পতি গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় থেকেই হয়তো কিছু পুষ্টর গুরাত্ব আছে। গর্বধারণের আগে থেকেই যদি ফলিক অ্যামিড দেওয়া হয় , সে ক্ষেত্রে দেখা যায় মস্তিস্কের অনেকগুলো রোগ থেকে শিশু রক্ষা পাবে।
গর্ভাবস্থায়
একজন মায়ের সঠিক যত্ন তার পুষ্ঠি নিশ্চিত করা , তাকে হাসিখুশ রাখ , তাকে বিভিন্ন
নির্যাতন থেকে রক্ষা করা এবং সঠিক মসয়ের খদ্যের চাহিদা পুরণ করা প্রয়োজন। এ বিষয়ে
আমরা যদি পরিবারকে সচেতন করতে পারি, এগুলো গর্ভের শিশুর বিকাশের প্রয়োজন । এগুলো
বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সচেতনতার মাধ্যমে নিশ্চিত করতে পারি । শিশুর বৃদ্ধি ও
বিকাশ একসঙ্গে নিশ্চিত করতে হবে ।এই ব্যাপারে আমি বলতে চাই, গর্ভ থেকে শরু করে
প্রথম ১ হাজার দিন অত্যন্ত গুরুত্বর্পর্ন । একজন পুষ্ট মা একটি পুষ্ট সন্তান জন্ম
দেবেন ।
ট্রেনিং এর বিভিন্ন বিষয় আলোচনা করেন।
ডা. শহিদুজ্জামান, সহকারী পরিচালক, স্বাস্থ্য, রংপুর বিভাগ। |
শিশুর স্বাস্থ্য- পুষ্টি যাই বলি সেটা মাতৃগর্ভ
থেকে শরু হতে হবে । এ জন্য মাতৃকালীন যত্ন দিতে হবে । এট দিতে না পারলে গলদটা
এখানেই থেকে যাবে
শিশুর যত্ন
বাবাকে বাদ দিয়ে হতে পারে না। এখান বাবাকে সচেতন করতে হবে ।
প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা হয়। প্রশিক্ষণের
উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর
পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা।
শেখ মুরাদ রহমান, একাউন্ট অফিসার, পার্ব্বতীপুর,শেখ মুরাদ রহমান, একাউন্ট অফিসার, পার্ব্বতীপুর, |
বাংলাদেশে চাইল্ডহুড কেয়ার ও ডেভেলপমেন্টের জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে । এটা অনুমোদিত ১৬টি মন্ত্রণালয় এই নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট ।
২০১৩ সালের
নভেম্বরে এটা হয়েছে । সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইসিডি ( আরলি চাইল্ড
ডেভেণপমেন্ট ) ওপর প্রচুর কাচ হয়েছে। কাজ হচ্ছে । এসব কাজ সমন্বয় করার জন্য মহিলাও
শিশুবিষয়ক মন্ত্রণালয়ই প্রধান । এই মন্ত্রণালয়কে অনেক বেশি কারিগরি সহায়তা দিচেছে
ইউনিসেফ।
শিশুর
প্রারম্ভিক বিকাশ একটা সমন্বিত পদক্ষেপ । শুধু লেখাপড়া শেখালেই হবে না । শুধু
পুষ্টি দিলেই হবে না । স্বাস্থ্য দিলেও হবে না । সবকিছু ভারসাম্যপূর্ন ভাবে করতে
হবে । নীতিমালা অনুযায়ী শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্নকাল নির্ধারণ করা হয়েছে গর্ভ
থেকে আট বছর পর্যন্ত । বাংলাদেশে এটা হলো
প্রারম্ভিক শৈশবকাল
ইসমাইল হোসেন, উপজেলা প.প কর্মকর্তা, ফুল বাড়ী, |
পুষ্টি দরকার,
স্বাস্থ্যসেবা দরকার । আর শিশুশিক্ষা দরকার । একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করলে
হবে না । সমন্বিত ভাবে দিতে হবে । সেআ যদি দিতে পারি। তাহলে শিশুর সামগ্রিক বিকাশ
অর্জন করতে পারব
শিশুর শারীরিক
ও মানসিক বিকাশ একটা ধারবাহিক প্রক্রিয়া । এর সূচন হয় মাতৃগর্ভে । স্বাস্থ্য-পুষ্টি
যা-ই বলি. সেটা মাতৃগর্ভ থেকে হতে হবে । এ জন্য মাতৃকালীন যত্ন দিতে হবে। এটা দিতে
না পারলে গলদটা এখানেই থেকে যাবে।
বাংলাদেশে যদি
শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করেত চাই তাহলে পরিবারকে সামনে আনতে হবে দ। এ জন্য
বিদ্যমান ব্যবস্থাকে ব্যবহার করতে হবে এবং গণমাধ্যমকে ভুমিকা পালন করতে হবে।
মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, পাব্বতীপুর |
শিশুদের
শিক্ষার ব্যাপারে অনেক চেষ্টাই করছি বগু বছর ধরে । কিন্তু আমরা একই আবর্তে ঘুরে
বেড়াচ্ছি । শিক্ষা মিানেই বই পুস্তক , লেখাপড়া , অংক শেখা , যেন আর কিছুই নেই।
শিশুদের বেলায় যদি আমরা শিক্ষার কথা বলি
তাহলে খেলা হলো সব চেয়ে বড় শিক্ষা।কিন্তু শিকাষাক্রমা খেলা একবারেই
অনুপস্থিত ।
স্কুলগুলোতেও
খেলা অনুপস্থিত । গবেষণায় বলা হয়েছে , খেলার মাধ্যমে শিশুর পাচ ধরনের বিকাশ সম্ভব।
সুতরাং কেন খেলাটা শিক্ষ কার্যক্রমে ঢুকছে না সেটা বুঝতে পারছি না ।
আমদের শিশুদের
সেই রাক্ষুসে স্কুল থেকে বাচানো দরকার। স্ক্ষুসে সকুল এ জন্য বলছি যে আপনি যত বড়
বিদ্যালোয যাবেন, দেখবেন তিন বছরের সয়সের মাধ্যেই এবিসি শেষ করে দিচ্ছে, ব্যাকরণে
চলে যাচ্ছে ।
মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR
মো: মোবারক আলী প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR |
৮-১০ টা করে
বই দিচ্ছে , বই কোনো সমস্যা না কিন্তু যে ভাবে শেখানো হচ্ছে, সেটা কোনো ভাবেই
শিশুর বিকাশের সহায়ক নয় । শিক্ষক উ অভিভাবকদের বোঝানো দরকার যে এত বইয়ের বোঝা দিয়ে
শিশুোদর ক্ষতি করছি ।এখান থেকে কী ক্ষতি হয় তা তারা জানেন না ।
পরীক্ষা মানে
আরেক আতঙ্ক । যেটা পড়াবে , সেটাই পরীক্ষায় আসবে , সেভাবেই লিখতে হবে , সেভাবে
লিখলে দশে দশ পেয়ে যাচ্ছে, এ প্লাস পাচ্ছে। আমাদের মাথার মধ্যে এ প্লাসো ভূত
চেপেছে। এই ভুত যদি না নামানো যায় , তাহলে শিশুর বিকাশ সম্ভব নয়।
আমি মনে করি
খোলাধুলা আমাদের শিক্ষা কার্যক্রমে ঢোকানো দরকার । খেলাই শিশুর সার্বিক বিকাশে
সহায়ক হয়ে থাকে । শিক্ষক ও অভিভাবকদের এই বার্তা দিতে হবে যে শিশুর সুস্থ ওবং সুষ্ঠ
শিক্ষা তখনই সম্ভব, যখন তারা খেলার সুযোগ পায়
সমাপনী অনুষ্ঠান ও বিনোদন, দলীয় আলোচনা, প্রশ্নউত্তর, বত্তৃতা, ব্রেইন ষ্টর্মিং, কেস স্টাডি ইত্যাদি-
সাটিফিকেট বিতরনী-
সর্বপরী 05 days Early Learning Childhood Development (ECD) and Birth Registration & Child Right (BRCR)
৫ কর্মদিবসে মোট ২৬টি সেসন শেখান ও পড়ান হয়।
মো: মোবারক আলী, প্রশিক্ষন কর্মকর্তা, Regional Training Center (RTC), NIPORT, PARBOTIPUR ও লিলুফার বেগম প্রশিক্ষীকা সর্বক্ষন মনিটরীং ও দেখভাল করেছেন। স্যারদের ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি):