করোনা ভাইরাস (COVID-19) বনাম কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিক ঃ
Community অর্থ নিদিষ্ট এলাকার জনগন, আর Clinic অর্থ স্বাস্থ্য সেবা দান কারী প্রতিষ্ঠান অথ্যাৎ নিদিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নাম কমিউনিটি ক্লিনিক। ( Community Clinic ).
করোনা ভাইরাস (COVID-19) ঃ
কোভিড-১৯ (করোনাভাইরাস সংক্রামক অসুখ ২০১৯) একটা অসুখ যা করোনাভাইরাস নামের এক ধরনের ভাইরাস থেকে হয়। করোনাভাইরাসের দেহে খোঁচা খোঁচা কাঁটার মতো কিছু জিনিস দেখা যায়। এদের অনেকটা মুকুটের মতো দেখতে লাগে। তাই মুকুটের ল্যাটিন প্রতিশব্দ করোনা থেকেই এসেছে এই ভাইরাসের নাম। বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস একটি ভয়বা রোগের নাম। মূলত এটি একটি দ্রুত সংক্রমনশীল একটি ভাইরাস- যা মানুষের ফুসফুসের মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে।
কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস মোকাবেলায় -
01. Hand washing.(হাত ধোয়া) ঃ
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিতে আসা প্রত্যেককে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত হাত ধুতে শিক্ষা দেয়া ও বলা হয়।No Mask No Service , মাস্ক নেই তো সেবা নেই ,"সেবা পেতে অবশ্যই মাস্ক পড়ুন"
নো মাস্ক নো সার্ভিস নিতিতে কাজ করে যাচ্ছে সিএইচসিপি। আগত রোগীদের মাস্ক পরা নিশ্চিত করা হচ্ছে সিসিগুলোতে। সঠিক ভাবে মাস্কপরা রোগীদের শেখানো হচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে।
কমিউনিটি ক্লিনিকে বসে সিএইচসিপি নিয়মিত করোনা টিকা নিতে নিবন্ধন করে যাচ্ছে। ৪০ বছরের উপরে টিকা নিতে নিবন্ধন ও উৎসাহ প্রদান করছে এলাকার জনগনকে।
একজন সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকে বসে শিশু খাবার ও পুষ্টি বিষয় কাউন্সেলিং করে যাচ্ছে যা এই করোনা ভাইরাস প্রতিরোধে অত্যান্ত কার্যকর। পুষ্টি ট্রে মাধ্যমে এটি আরো এলাকার জনগন উপকৃত হচ্ছে।দেশে প্রায় ৪০০০ টির বেশি কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী করান হয়। কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী হওয়ার কারনে গর্ভবতী মাদের উপজেলা ও জেলা হাসপাতালে যেতে হচ্ছে না । তাই উপজেলা ও জেলা হাসপাতালে কমেছে নরমাল ডেলিভারী করান চাপ যা করোনা সংক্রমনে কমছে ঝুকি।
COVID-19 সংক্রমনের ঝুঁকি আছে কিনা জানতে কমিউনিটি ক্লিনিকে সিমেড(CMED) স্ক্রিনিংঃ
মহামারী করোনায় সবাই যখন আতঙ্কিত, তখন “প্রতিকার নেই কিন্তু প্রতিরোধ সম্ভব”
এ কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও সিমেড হেলথ নিয়ে এসেছে কৃত্রিম
বুদ্ধিমত্তাসম্পন্ন জাতীয় কোভিড-১৯ ডিজিটাল সার্ভেলাইন্স সিস্টেম (COVID-19
DSS)। কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং এর মাধ্যমে রোগীর সম্ভাব্য করোনা জানা যায় এবং প্রয়োজনে রেফার করা হয়।
: == = = = = = = = = = :
বিভিন্ন দিবস ও জাতীয় অনুষ্ঠান সমুহে স্বাস্থ্য বিধি মানা শিক্ষাঃ
: == = = = = = = = = = = = :
করোনা পজিটিব রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পৌছানঃ
: == = = = = = = = = = :
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তথা এ ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে জনগনকে সুরক্ষিত রাখতে এবারের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ বিকল্প পদ্ধতিতে সকল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি), এইচএ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৫ বছর থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় কৃমি নাশক ঔষুধ খাওয়ানো হয়।
: == = = = = = = = = = = = = :
করোনা ভাইরাস COVID-19 প্রতিরোধে জনসচেতনতা ও করোনা টিকা নেয়ার বিকল্প নাই ।
কমিউনিটি_ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে ও এলাকার জনগনকে সিসির প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা নিশ্চিত করতে আলোচনা আর জনসচেতনতার বিকল্প নাই।
তাই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসিতে সিজি মুল গ্রূপ, সাপোর্ট গ্রূপ ও স্থানীয় জনগনকে নিয়ে জনসচেতনতামুলক আলোচনা সভা।
কমিউনিটি ক্লিনিকের CHCP
করোনা কালীন সময় কমিউনিটি ক্লিনিক এর সেবা ভাল লাগলে শেয়ার করুন










.jpg)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
,%20.jpg)
Good
উত্তরমুছুন