২৪ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী/২০২৪
২৪ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী/২০২৪
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার, খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে যথাযত মর্যদার সহিত পালিত হল ২৪ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪, খেড়কাটি সিসিতে আলোচনা সভা ও রেলী করা হয়।
"দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ, স্মার্ট কমিউনিটি ক্লিনিক"
”শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ”
"স্মার্ট বাংলাদেশ স্মার্ট কমিউনিটি ক্লিনিক”
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল্লী এলাকার জনগণকে বিশেষতঃ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্টিকে একটি কেন্দ্র থেকে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা। এই উদ্দ্যেশ্য অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকে যাত্রা শুরু হলেও আজ থেকে ২১ বছর পুর্বে ২০০০ সালে ২৬শে এপ্রিল দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে তৎকালিন ও বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্ভোধন করা হয়। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয় ও বর্তমানে অব্যহত রয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বাংলাদেশসহ বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করে। যেখান থেকে গ্রামের অবহেলিত জনগোষ্ঠী অতি সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
গ্রামীণ জনগণের অত্যাবশ্যকীয় চিকিৎসাসেবা বিতরণে প্রথম স্তর কমিউনিটি ক্লিনিক। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চাহিদা অনুসারে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসেবে শেখ হাসিনার বিশেষ উদ্যোগে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এখানে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন,
0 মন্তব্য(গুলি):