কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর
কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট
কমিউনিটি ক্লিনিক হতে প্রদত্ত সেবার গুণগত
মান বৃদ্ধির লক্ষ্যে এই চেকলিষ্ট প্রণয়ন করা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়
পর্যায়ের সুপাভাইজারগণ (মেডিকেল অফিসার হতে তদুর্ধো কমকর্তাগণ (ক্ষেত্রে বিশেষে
SACMO ও FWV )এই চেকলিষ্ট ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকে টেকনিক্যাল সুপাভিশন করবেন
এবং দূর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। চেকলিষ্টের প্রতিটি অংশ পূরণে
নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালীন সময়ে একজন সুপারভাইজার সিসি'তে আগত সেবাগ্রহীতাকে
সেবাদানকারী কিভাবে ব্যবস্থাপনা করেন তা পর্যবেক্ষণ করবেন। সুপারভাইজার কমপক্ষে একজন
সাধারণ রোগী, একজন মাতৃস্বাস্থ্য ও একটি শিশুস্বাস্থ্য কেস পর্যবেক্ষণ করবেন। রোগী
না থাকলে সংশ্লিষ্ট রেজিষ্টার পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সেবাদানকারীর জ্ঞান যাচাই
করবেন। কাঙ্খিত মান অর্জনে সুপারভাইজারগন প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। নিজের পরিচয়
এবং পরিদর্শনের উদ্দেশ্য বর্ননার মাধ্যমে টেকনিক্যাল সুপারভিশনে সেবাদানকারীর সহযোগিতা
চান। পরিদর্শনকালে সেবাদান প্রক্রিয়া যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
পরিদর্শনের সময় আমাদের মনে রাখতে হবে যে
“
Supervision is a helping
process it is not an inspection"
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

