Resent Post
Loading...

কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর 


কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট

কমিউনিটি ক্লিনিক হতে প্রদত্ত সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই চেকলিষ্ট প্রণয়ন করা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের সুপাভাইজারগণ (মেডিকেল অফিসার হতে তদুর্ধো কমকর্তাগণ (ক্ষেত্রে বিশেষে SACMO ও FWV )এই চেকলিষ্ট ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকে টেকনিক্যাল সুপাভিশন করবেন এবং দূর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। চেকলিষ্টের প্রতিটি অংশ পূরণে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালীন সময়ে একজন সুপারভাইজার সিসি'তে আগত সেবাগ্রহীতাকে সেবাদানকারী কিভাবে ব্যবস্থাপনা করেন তা পর্যবেক্ষণ করবেন। সুপারভাইজার কমপক্ষে একজন সাধারণ রোগী, একজন মাতৃস্বাস্থ্য ও একটি শিশুস্বাস্থ্য কেস পর্যবেক্ষণ করবেন। রোগী না থাকলে সংশ্লিষ্ট রেজিষ্টার পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সেবাদানকারীর জ্ঞান যাচাই করবেন। কাঙ্খিত মান অর্জনে সুপারভাইজারগন প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। নিজের পরিচয় এবং পরিদর্শনের উদ্দেশ্য বর্ননার মাধ্যমে টেকনিক্যাল সুপারভিশনে সেবাদানকারীর সহযোগিতা চান। পরিদর্শনকালে সেবাদান প্রক্রিয়া যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। 

পরিদর্শনের সময় আমাদের মনে রাখতে হবে যে “

Supervision is a helping process it is not an inspection"



 

কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট

েখুন pdf

 

ডাউনলোড করুন


কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যালমেন্টরশীপ চেকলিষ্ট





পরিদর্শকের তথ্যঃ

পরিদর্শকের নামঃ ০১. মোঃ আজাদ আলী, পদবীঃ জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক।

পরিদর্শকের নামঃ ০২. মোঃ সাইফুল ইসলাম, পদবীঃ সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার।


কর্মস্থলঃ- সিভিল সার্জন অফিস, দিনাজপুর


মোবাইল নং- ০১৭১২৪৯৯৭০৯, ০১৭২১৭৮৭২৫০


১। কমিউনিটি ক্লিনিক সংক্রান্ত তথ্যঃ

সিসি'র নামঃ- খেড়কাটি কমিউনিটি ক্লিনিক


ওয়ার্ডঃ ০১ (সাবেক)


ইউনিয়নঃ ০৯ নং ভিয়াইল


উপজেলাঃ চিরিরবন্দর।


জেলাঃ দিনাজপুর।


ক্লিনিক ভবনের অবস্থাঃ    ✅ পুর্ণ নির্মান দরকার

দেখুন



সীমানা প্রাচীরঃ     ❑ আছে / ✅ নাই

দেখুন



বিদ্যুৎ/সোলারঃ    ✅ আছে / ❑ নাই

দেখুন




২) সেবাদানকারীর তথ্যঃ
সিএইচসিপি'র নামঃ মোঃ ফরহাদ হোসেন।

যোগদানের তারিখঃ ১৯/১০/২০১১


মোবাইল নং- ০১৭১৩৭৩৩০৮৩


প্রশিক্ষণঃ    ✅ মৌলিক,    ✅ রিফ্রেশার্স |


পরিদর্ষনের সময় উপস্থিত অন্যান্য সেবাদানকারীঃ ❑ এইচএ, ❑ এফডব্লিউএ, ✅ অন্যান্য


৩) কমউিনিটি ক্লিনিকের সার্বিক পরিবেশঃ

ক্লিনিকে আসার রাস্তাঃ    ✅ সহজগম্য ❑ রাস্তা নেই


রোগীদের বসার ব্যবস্থাঃ    ✅ আছে (যথেষ্ট) ❑ যথেষ্ট নয়


খাবার পানির ব্যবস্থাঃ নলকূপঃ    ✅ সচল ❑ ফিল্টার/জগ ❑ নাই


টয়লেট ব্যবহার উপযোগী কিনা?    ✅ আছে/ ❑ নাই


পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থাঃ সন্তোষজনক    ✅ মোটামোটি ❑ অপরিষ্কার ❑


বর্জ্য ব্যবস্থাপনাঃ    ✅ বিন আছে ❑ প্লাষ্টিক ঝুরি ❑ নিদ্দিষ্ট স্থান


রোগী পরীক্ষা টেবিলঃ    ✅ আছে / ❑ নাই


ক্লিনিকের সেবাদানের পরিবেশ সম্পকর্ে আপনার মতামত দিনঃ

   ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান ❑ উন্নতি প্রয়োজন


৪) ৩.২ ডেকোরেশন ও ডিসপে

০১. দৃশ্যমান স্থানে ব্যানার, পোস্টার লাগানো আছে কিনা? আছে    ✅ নাই ❑

দেখুন


০২. মাসিক অগ্রগতিসহ বিভিন্ন তথ্যের ডিসপ্লে বোর্ড :   ✅ আছে ❑ নাই

দেখুন


০৩. রেফারেল সেন্টারসহ প্রয়োজনীয় মোবাইল নং লেখাঃ    ✅ আছে ❑ নাই

দেখুন


০৪.সংশ্লিষ্ট এলাকার সামাজিক মানচিত্র আছে কিনা?   ✅ আছে ❑ নাই

দেখুন


০৫.বার্ষিক কর্মপরিকল্পনা আছে কিনা? (সিজি/সিএসজি) :    ✅ আছে ❑ নাই

দেখুন


০৬. বিশেষ সেবা কর্ণার আছে কি? ( মাতৃদুগ্ধ/অন্যান) :    ✅ আছে ❑ নাই

দেখুন


০৭. টিকাদান সিডিউল আছে কিনা?    ✅ আছে ❑ নাই

দেখুন


৪.১, রেজিষ্টার, ম্যানুয়াল, যন্ত্রপাতি ও উপকরণঃ

পর্যবেক্ষণ করুন, সিএইচসিপিকে জিজ্ঞাসা করুন, প্রয়োজনে যাচাই করে দেখুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন) রেজিষ্টার ও ফরমেট

১. হাজিরা খাতা হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



১. সাধারণ রোগী রেজিষ্টার হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৩. মাতৃস্বাস্থ্য ও পঃ পঃ সেবা রেজিঃ হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৪. নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবা রেজিঃ হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৫. এএনসি-পিএনসি (মাতৃস্বাস্থ্য কার্ড) হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৬. ঔষধ ও স্টেশনারী দ্রব্য মজুদ রেজিঃ হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৭. আসবাবপত্র ও যন্ত্রপাতি মজুদ রেজিষ্টার- হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৮. সিজি ও সিএসজি নোটিশ বহি হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



৯. সিজি ও সিএসজি সভার রেজুলেশন বহি হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



১০. পরিদর্শন বহি হালনাগাত    ✅ আছে, ❑ নাই

দেখুন



হালনাগাদ বিষয়ে আপনার পর্যবেক্ষণঃ উত্তম সন্তোষজনক চলতিমান


   ✅ উত্তম, ❑ সন্তোষজনক, ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন




৪.২ ম্যানুয়াল ও স্বাস্থ্য শিক্ষা উপকরণ

০১. প্রশিক্ষণ সহায়িকা-১ম অংশ রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০২. মানব শরীর - ২য় অংশ রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৩. হাতে-কলমে প্রশিক্ষণ সহায়িকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৪. এ্যালগোরিদম রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৫. ঔষধের ব্যবহার নির্দেশিকা- পকেট বুক রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৬. সোনালী আলো রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৭. অটিজম নির্দেশিকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৮. ই-লানিং সিডিং রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৯. আইএমসিআই জবএইড রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন


০৯.কম্পিউটার প্রশিক্ষণ সহায়িকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত    ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন



ম্যানুয়াল ও স্বাস্থ্য শিক্ষা উপকরণ বিষয়ক আপনার পর্যবেক্ষণ আপনার মতামত দিনঃ উত্তম সন্তোষজনক চলতিমান

১. আপডেট দেখতে ক্লিক করুন.. ....


০৫. সেবাগ্রহীতার ইতিহাস গ্রহণঃ

পরিদর্শনকালে আগত একজন সেবাগ্রহীতার সাথে সিএইচসিপির কথোপোকথন (মিথস্ক্রিয়া) লক্ষ্য করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)

সেবাদান প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করছেন কিনা পর্যবেক্ষণ/প্রত্যক্ষ করুন


১১.    ✅ সম্ভাষন,    ✅ কুশলাদি বিনিময়    ✅ ধৈর্য্য সহকারে শোনা    ✅ আন্তরিকতা ও গোপনীয়তা    ✅ প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা    ✅ সেবাদানের তথ্য সংরক্ষণ    ✅ প্রয়োজনীয় সেবা ও পরামর্শ আপডেট দেখুন


সেবার মান সম্পর্কে মতামত দিন

১১.ব্যবহারে দক্ষতা যাচাই করুন, মতামত দিনঃ    ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন


মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ

আন্তঃ ব্যক্তিক যোগাযোগ, নাড়ী ও শ্বাসের গতি, শরীরের তাপমাত্রা, রক্তচাপ, উচ্চতা ও ওজন নেওয়া, ইডিমা ও রক্তস্বল্পতা নির্ণয়---



০৬.স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিংঃ
আগত একজন রোগীকে সমস্যা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা/কাউন্সেলিং এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন কিনা লক্ষ করুন স্বাস্থ্য শিক্ষার বিষয় (টিক দিন)ঃ

পরিচ্ছন্নতার ধারণা (হাত ধোয়া)    ✅ পুষ্টি,    ✅ মাতৃস্বাস্থ্য,    ✅ শিশুস্বাস্থ্য    ✅ এনসিডি,    ✅ সিডি ,    ✅ পঃ পঃ ,    ✅ অন্যান্য


প্রশ্ন/পর্যবেক্ষণ করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)

ভাষার ব্যবহার ও উপস্থাপন ভঙ্গিঃ সহজ ও আঞ্চলিক কিনা?    ✅ হ্যাঁ ❑ না

স্বাস্থ্য শিক্ষা উপকরণের ব্যবহারঃ    ✅ করে ❑ করেনা ❑ জানে না



১০. স্বাস্থ্য শিক্ষা প্রদানের তথ্য (রেজিষ্টারে) সংরক্ষণ করা হয় কিনা?    ✅ হ্যাঁ ❑ না আপডেট দেখুন


কাউন্সেলিং দক্ষতা ও বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করুন(১/২ টি প্রশ্ন করুন . . )

০৭.ঔষধের ব্যবহারঃ

একজন সেবাগ্রহীতার ইতিহাস গ্রহণ, প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা এবং পরামর্শ প্রদানের পর সিএইচসিপি'র (প্রদত্ত) ঔষধের যৌক্তিক ব্যবহার বিষয়ে জ্ঞান যাচাই করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)

সমস্যা নির্ণয়ের সাথে ঔষধ প্রদান যৌক্তিক হয়েছে কিনা যাচাই করুন (১ টি কেস)


সেবাগ্রহীতাকে প্রদত্ত ঔষধ ১)- -2

এর সঠিক ব্যবহার মাত্রা    ✅ ডোজ,    ✅ পার্শ্বপ্রতিক্রিয়া,    ✅ সম্পর্কে সিএইচসিপি বলতে পারে কিনা?

কয়দিনের ঔষধ দেওয়া হয়েছে---

ঔষধ ব্যবহার বিষয়ে সেবাগ্রহীতাকে জানানো হয়েছে কিনা?    ✅ হ্যাঁ ❑ না



০৮. মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা :

প্রযোজ্য ক্ষেত্রে ১ টি কেস পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিষ্টারের কলামের তথ্য পূরণ করা আছে কিনা যাচাই করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)

৮.১ এএনসি কেস পর্যবেক্ষণ, রেজিঃ পর্যালোচনা এবং জ্ঞান যাচাই করুন


০৭. ১. গর্ভবতীর ইতিহাস গ্রহণ করেছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন


বয়স ❑ শেষ মাসিক শুরুর তারিখ ❑ মোট গর্ভ সংখ্যা ❑ টিটি টিকার ডোজ ❑ মোট জীবিত সন্তানের সংখ্যা ❑ অন্যান্য----- আপডেট দেখুন


০২ গর্ভবতীর প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করেছেন কিনা?    ✅ হ্যাঁ    ✅ উচ্চতা    ✅ ওজন    ✅ রক্তচাপ    ✅ এনিমিয়া    ✅ ইডিমা    ✅ প্রস্রাব পরিক্ষা আপডেট দেখুন


০৩ কোন ঝুঁকিপূর্ন মা সনাক্ত ও রেফার করা হয়েছে কিনা ?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন


০৪. গর্ভবতীকে কোন ঔষধ/আইএফএ দেওয়া হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন


০৫. সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা? হ্যাঁ    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন


০৬. ১. সেবাগ্রহীতাকে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) গর্ভকালীন যত্ন   ✅ গর্ভাবস্থায় বিপদ চিহ্ন    ✅ প্রসব পরিকল্পনা    ✅ গর্ভাবস্থায় পুষ্টি    ✅ আইএফএ গ্রহণ    ✅ টিটি ও অন্যান্য টিকা    ✅ রেফারেলে করণীয়    ✅ - অন্যান্য--    ✅ ---- আপডেট দেখুন



এএনসি'র ক্ষেত্রে সাধারণ ত্রুটিসমূহ লক্ষ করুন প্রতিটি ক্ষেত্রে সঠিক থাকলে সব্বোর্চ মান দিন, যেমন: ২ নং অংশে ৬ টি পরীক্ষা করে থাকলে সব্বোর্চ মান।.... . .. . . ....

. .. . . ....


   ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন


৮.২ পিএনসি কেস পর্যবেক্ষণ, রেজিঃ ও কার্ড পর্যালোচনা এবং জ্ঞান যাচাই করুন

০১. প্রসূতি মা এর ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না ❑ তাপমাত্রা ❑ রক্তক্ষরন ❑ রক্তচাপ ❑ খিচুনি ❑প্রদাহ/ব্যাথা ❑ প্রস্রাবে জ্বালা ❑ আপডেট দেখুন


০২ নবজাতক এর ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না ❑ ওজন ❑ সায়ানোসিস ❑ জন্মগত ত্রুটি সনাক্তকরণ ❑ বুকের দুধ খাওয়া ❑ আপডেট দেখুন


০৩ প্রসূতি মাকে কোন ঔষধ দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন



০৪ কোন প্রসবোত্তর জটিলতা চিহ্নিত ও রেফার করা হয়েছে কিনা? হ্যাঁ    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন



০৫ সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

(পর্যবেক্ষনের সাথে সাথে পিএন সি কার্ড / সংশ্লিষ্ট রেজিষ্টার রিভিউ করুন)

আপডেট দেখুন



০৬ প্রসূতি মাকে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) প্রসূতি মায়ের বিপদ চিহ্ন ✅ নবজাতকের বিপদ চিহ্ন ✅ শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো ✅ ভিটামিন এ ✅ শিশুর টিকা ✅ প্রসূতি মায়ের পুষ্টি ❑ রেফারেলে করণীয় ❑ আপডেট দেখুন



০৭ সেবাগ্রহীতাকে পরিবার পরিকল্পনা বিষয়ে কোন সেবা/পরামর্শ দেওয়া হয়েছে কিনা? কাউন্সেলিং ও পরামর্শ    ✅ হ্যাঁ কনডম খাবার বড়ি    ✅ হ্যাঁ ইনজেক্টবল    ✅ হ্যাঁ রেফারেলে করনীয়    ✅ হ্যাঁ আপডেট দেখুন


৯.নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবাঃ ১ টি কেস পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিষ্টারে কলামের তথ্য পূরণ করা আছে কিনা যাচাই করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)

কেস পর্যবেক্ষণ, রেজিষ্টার পর্যালোচনা এবং কাউনেসলিং এর জ্ঞান যাচাই করুন

০১. শিশুর সমস্যার ইতিহাস গ্রহণ ও প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা? হ্যাঁ    ✅ / না ❑ লিঙ্গ ✅ বয়স ✅ ওজন ✅ উচ্চতা ❑ চামরার রং ❑ তাপমাত্রা ❑ শ্বাসের গতি ❑ সংক্রমন-- - আপডেট দেখুন


০২ ইতিহাস গ্রহণ ও প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা শেষে সমস্যা চিহ্নিত করা হয়েছে কিনা? হ্যাঁ    ✅ / না ❑ খুব মারাত্নক রোগ ❑ নিউমোনিয়া ❑ সর্দি-কাশি ❑ ডায়রিয়া-আমাশয় ❑ জ্বর ❑ ম্যালেরিয়া ❑ কানের সমস্যা ❑ হাম ❑ নাভিতে সংক্রমন ❑ চোখ ওঠা ❑ আঘাত ❑ অন্যান্য- আপডেট দেখুন


০৩ শিশুকে কোন ঔষধ দেওয়া হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

দিলে তা যথার্থ হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

আপডেট দেখুন



০৪ শিশুর গ্রোথ মনিটরিং করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন



৪.১ শিশুর মুয়াক নির্ণয় করা হয় কি না?    ✅ হ্যাঁ / ❑ না

অপুষ্টির ধরন পরিমাপ    ✅ হ্যাঁ

আপডেট দেখুন



০৫ কোন মারাত্মক রোগ/তীব্র অপুষ্টিতে আক্রান্ত কোন শিশুকে রেফার করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন



০৬ সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন



০৭ শিশুর অভিভাবককে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) শিশুদের বিপদ চিহ্ন    ✅ শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো    ✅ শিশুর টিকা ও পার্শ্বপ্রতিক্রিয়া    ✅ শিশুর সম্পূরক ও পরিপূরক খাবার    ✅ শিশু বিকাশ পর্যবেক্ষন    ✅ রেফারেলে করণীয়    ✅ আপডেট দেখুন


১০.. অসংক্রামক রোগ সনাক্তকরণঃ সাধারণ রোগী রেজিষ্টার ও রেফারেল স্লিপ পর্যালোচনা করুন

কেস পর্যবেক্ষণ, রেজিষ্টার পর্যালোচনা এবং কাউনেসলিং এর জ্ঞান যাচাই করুন

ডায়বেটিস এর ক্ষেত্রেঃ

গ্লুকোজ টেস্ট ❑ পারিবারিক ইতিহাস ❑

উচ্চ রক্তচাপের ক্ষেত্রেঃ

ইতিহাস গ্রহণ ❑ লক্ষণ চিহ্নিতকরণ ❑ প্রেসার পরিমাপ ❑ পারিবারিক ইতিহাস ❑

উভয়ক্ষেত্রে সন্দেহজনক রোগীকে রেফার করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

রেজিষ্টার ও রেফারেল স্লিপে সঠিকভাবে তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না

আপডেট দেখুন



১১. রেফারেল সেবাঃ

সিসিতে রেফারেল লক্ষমাত্রা হচ্ছে মোট রোগীর কমপক্ষে ৩ শতাংশ, রেফারেল ইস্যু :

অসংক্রামক রোগ (ডায়াবেটিস, উচ্চরক্তচাপ) ❑

গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর জটিলতা ❑

শিশুর গুরুতর অসুস্থতা ❑

পরিবার পরিকল্পনা সেবা ❑

মারাত্মক পুষ্টি সমস্যা ❑

অন্যান্য--


সিসি হতে রোগী রেফার করা হলে যেকোন একটি কেস পর্যবেক্ষণ করুনঃ


রোগীর ইতিহাস গ্রহণ করা হয়েছিল কিনা?    ✅ হ্যাঁ / ❑ না


রেফারের ধাপসমূহ অনুসরণ করা হয়েছে কিনা ?    ✅ হ্যাঁ / ❑ না


রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না


রোগ চিহ্নিত করেছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না


রোগীর অভিভাবকদের অবহিত করা হয়েছে কিনা? হ্যাঁ    ✅ হ্যাঁ / ❑ না


সংশ্লিষ্ট কেন্দ্রে জানানো হয়েছে কিনা?    ✅ হ্যাঁ / ❑ না


মান সম্পর্কে মতামত দিন:

   ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন


মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ


শারীরীক পরীক্ষা ❑

প্রয়োজনীয়তা ❑

কাউন্সেলিং ও পরামর্শ ❑

নেটওয়ার্কিং ❑

ফলোআপ ❑

আপডেট দেখুন



১২. মনিটরিং ও সুপারভিশনঃ

পূর্বীবর্তী পরিদর্শকের তথ্য ও তার ফিডব্যাক সম্পর্কে জানতে পরিদর্শন বহি পর্যবেক্ষন করুন

পর্যবেক্ষণ ও সিএইচসিপিকে প্রশ্ন করুন :

ফিডব্যাক সমূহের বাস্তবায়নের বর্তমান হার কি?

শেষ পরিদর্শনের তথ্যঃ কোন পর্যায়ের পরিদর্শক-

শেষ পরিদর্শকের ফিডব্যাক বাস্তবায়নের বর্তমান অবস্থা কি?

ফলোআপ করুন

মান সম্পর্কে মতামত দিন:

   ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন


মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ


প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শনের ফিডব্যাক সমূহ যথাযথভাবে বাস্তবায়নের দিকনির্দেশনা দিন


আপডেট দেখুন



১৩. সিসি এমআইএস সংক্রান্ত তথ্যঃ

পর্যবেক্ষণ ও সিএইচসিপিকে প্রশ্ন করুন :

অনলাইনে বিগত মাসের তথ্য প্রদান করা হয়েছে কিনা পর্যবেক্ষণ করুন ড্যাশবোর্ড প্রদর্শন করতে পারে কিনা ( পর্যবেক্ষণ করুন)

মান সম্পর্কে মতামত দিন:

   ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন


মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ


অনলাইন তথ্যের গুণগত মান উন্নয়নের জন্য তাকে নির্দেশনা প্রদান করুন।

এইচআরএমর তথ্য অনলাইনে যথাযথভাবে পূরণের নির্দেশনা দিন।


আপডেট দেখুন



১৪.পরিদর্শনকালে সিসিতে সেবাদান সংক্রান্ত যে সমস্যাগুলো লক্ষ্য করেছেন তা লিপিবদ্ধ করুনঃ

চিহ্নিত প্রধান সমস্যাসমূহঃ

. . . . . . . . . .. . . . . . .

. . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . .


আপডেট দেখুন



১৫.চিহ্নিত সমস্যা সমাধানের উপায়সমূহঃঃ

চিহ্নিত প্রধান সমস্যাসমূহঃ

 

ক্রমিক

সমস্যা

সমাধানের উপায়

দ্বায়িক্ত

সময়

০১

 

 

 

 

০২

 

 

 

 

০৩

 

 

 

 

০৪

 

 

 

 

০৫

 

 

 

 


আপডেট দেখুন



১৬.পরিদর্শনকারীর সার্বিক মতামতঃ

পরিদর্ষনকৃত কমিউনিটি ক্লিনিকটির সার্বিক কার্যক্রম সন্তোষজনক। সিএইচসিপি মো: ফরহাদ হোসেনের উত্তরোত্তর সার্বিক সফলতা কামনা করছি।


কর্মরত সেবাদানকারীর স্বাক্ষর 
(সিএইচসিপি

 

পরিদর্শনকারীর স্বাক্ষর

(সিলমোহর সহ)


আপডেট দেখুন








খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কিছু কার্যক্রম



0২. নিয়মিত কমিউনিটি গ্রূপের সভা আয়োজন ও সভা সিদ্ধান্ত সমুহ লিপিবদ্ধকরন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ। দেখুন



.


0৩. নিয়মিত কমিউনিটি গ্রূপ ও সাপোট গ্রূপের সভার আয়োজন নোটিশের মাধ্যমে কর হয়। দেখুন


.


0৪. নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ গ্রহন এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন


.


0৫. ঔষধ সরবরাহের ভিত্তিতে নিয়ম অনুয়ায়ী প্রতিদিন রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন


.


0৬. ইউনিয়ন পরিষদের সাথে নিয়মিত সমন্বয় সভা করা এবং ক্লিনিক ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ইউপির সহযোগিতা ও পরামর্শ গ্রহন করা। দেখুন


.


0৭. ক্লিনিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। দেখুন


.


0৪. গর্ভবতী মা ও শিশু অনলাইনে নিবন্ধন করা। দেখুন


.


0৯. মাসিক রোগীর প্রতিবেদন অনলাইনে ডাটা এন্টির মাধ্যমে এবং হার্ডকপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। দেখুন


.


১০. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা ও প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা এবং কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা। দেখুন


.


১১. বিভিন্ন দিবন পালন করা হয়। দেখুন


.


১২. সরকারী ছুটির দিন ব্যতিত সকাল ৯.০০ থেকে ৩.০০ পযন্ত সিসি খোলা রাখা সেবা দান। দেখুন


.


১৩. স্থানীয় ভাবে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং ব্যাংক হিসাবের মাধ্যামে আয়-ব্যয়ের হিসাব পরিচালনা ও সংরক্ষন করা হয়। দেখুন




১৪. জটিল রোগীর উন্নত চিকিৱসার জন্য রেফার করা হয়। দেখুন


.


১৫. ইউনিয়ন পরিষদ, পৃষ্টপোষক কমিটির সাথে সাথে সমন্বয় সাধন করা। দেখুন


.


১৬. GMP কার্ডে শিশুর পূষ্টি নির্ণয় করা ও মনিটরিং করা দেখুন


.


১৭. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS) দেখুন


.


১৮. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজন দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন। (RBS) দেখুন


.


১৯. জনবান্ধব জনসচেতনতায় খেড়কাটি কমিউনিটি ক্লিনিক। দেখুন


.


২০.সিএইচসিপির কিছু গুরুত্বপূর্ন ম্যানুয়াল ও ফরম। দেখুন


.


২১. একনজরে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক । দেখুন


.


২২. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে কভিট-১৯ টিকাদান কার্যক্রম দেখুন


.


২৩. বিভিন্ন দিবসে ও নিয়মিত খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকা উত্তলন । দেখুন


.


২৪. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে করোনা প্রতিরোধে মাক্স বিতরন । দেখুন


.


২৫. স্থানিয় ব্যবস্থ্যাপনায় খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে মাটি ভরাট । দেখুন


.


২৬. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে নিয়মিত সাপোট গ্রুপ সমন্বয় সভা করা হয়। দেখুন


.


২৭. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে Health Education । দেখুন


.


২৮. পরিবার পরিকল্পনা সেবা, যেমন- সুখিবড়ি, কনডম, ইনজেকশন, ইত্যাদি দেখুন


.


২৩. কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট দেখুন


.


২৩. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের এরিয়া ম্যাপ । দেখুন


.


২৪. খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সিডুল মোতাবেক EPI টিকা দেয়া হয়। দেখুন


.


২৫.খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে সিডুল মোতাবেক কিশোরীদের TT টিকা দেয়া হয়। দেখুন


.


অন্যান্য পোষ্ট পড়ুন



আরও পড়ুন :  খেড়কাটি সিসির বিভিন্ন দিবস পালন


আরও পড়ুন :  সিসি মাসিক সমন্বয় সভা/২০১৮


আরও পড়ুন :  জনসচেতনতায় জনবান্ধব ও স্মার্ট কমিউনিটি ক্লিনিক।


আরও পড়ুন :  খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম


আরও পড়ুন :  কমিউনিটি ক্লিনিকে পুষ্টি ট্রে


আরও পড়ুন :  ১টি কমিউনিটি ক্লিনিকের আত্নকথা


আরও পড়ুন :  এক নজরে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক




আরও পড়ুন :  কমিউনিটি ক্লিনিকের পেক্ষাপট


0 মন্তব্য(গুলি):