কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর
কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট
কমিউনিটি ক্লিনিক হতে প্রদত্ত সেবার গুণগত
মান বৃদ্ধির লক্ষ্যে এই চেকলিষ্ট প্রণয়ন করা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়
পর্যায়ের সুপাভাইজারগণ (মেডিকেল অফিসার হতে তদুর্ধো কমকর্তাগণ (ক্ষেত্রে বিশেষে
SACMO ও FWV )এই চেকলিষ্ট ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকে টেকনিক্যাল সুপাভিশন করবেন
এবং দূর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। চেকলিষ্টের প্রতিটি অংশ পূরণে
নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালীন সময়ে একজন সুপারভাইজার সিসি'তে আগত সেবাগ্রহীতাকে
সেবাদানকারী কিভাবে ব্যবস্থাপনা করেন তা পর্যবেক্ষণ করবেন। সুপারভাইজার কমপক্ষে একজন
সাধারণ রোগী, একজন মাতৃস্বাস্থ্য ও একটি শিশুস্বাস্থ্য কেস পর্যবেক্ষণ করবেন। রোগী
না থাকলে সংশ্লিষ্ট রেজিষ্টার পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সেবাদানকারীর জ্ঞান যাচাই
করবেন। কাঙ্খিত মান অর্জনে সুপারভাইজারগন প্রয়োজনীয় মেন্টরশীপ করবেন। নিজের পরিচয়
এবং পরিদর্শনের উদ্দেশ্য বর্ননার মাধ্যমে টেকনিক্যাল সুপারভিশনে সেবাদানকারীর সহযোগিতা
চান। পরিদর্শনকালে সেবাদান প্রক্রিয়া যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
পরিদর্শনের সময় আমাদের মনে রাখতে হবে যে
“
Supervision is a helping
process it is not an inspection"
|
কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে টেকনিক্যাল/মেন্টরশীপ চেকলিষ্ট দেখুন pdf |
|
ডাউনলোড করুন |
পরিদর্শকের নামঃ ০১. মোঃ আজাদ আলী, পদবীঃ জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক।
পরিদর্শকের নামঃ ০২. মোঃ সাইফুল ইসলাম, পদবীঃ সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার।
কর্মস্থলঃ- সিভিল সার্জন অফিস, দিনাজপুর
মোবাইল নং- ০১৭১২৪৯৯৭০৯, ০১৭২১৭৮৭২৫০
যোগদানের তারিখঃ ১৯/১০/২০১১
মোবাইল নং- ০১৭১৩৭৩৩০৮৩
প্রশিক্ষণঃ ✅ মৌলিক, ✅ রিফ্রেশার্স |
পরিদর্ষনের সময় উপস্থিত অন্যান্য সেবাদানকারীঃ ❑ এইচএ, ❑ এফডব্লিউএ, ✅ অন্যান্য
ক্লিনিকে আসার রাস্তাঃ ✅ সহজগম্য ❑ রাস্তা নেই
রোগীদের বসার ব্যবস্থাঃ ✅ আছে (যথেষ্ট) ❑ যথেষ্ট নয়
খাবার পানির ব্যবস্থাঃ নলকূপঃ ✅ সচল ❑ ফিল্টার/জগ ❑ নাই
টয়লেট ব্যবহার উপযোগী কিনা? ✅ আছে/ ❑ নাই
পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থাঃ সন্তোষজনক ✅ মোটামোটি ❑ অপরিষ্কার ❑
বর্জ্য ব্যবস্থাপনাঃ ✅ বিন আছে ❑ প্লাষ্টিক ঝুরি ❑ নিদ্দিষ্ট স্থান
রোগী পরীক্ষা টেবিলঃ ✅ আছে / ❑ নাই
ক্লিনিকের সেবাদানের পরিবেশ সম্পকর্ে আপনার মতামত দিনঃ
✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান ❑ উন্নতি প্রয়োজন
০১. দৃশ্যমান স্থানে ব্যানার, পোস্টার লাগানো আছে কিনা? আছে ✅ নাই ❑
দেখুন
০২. মাসিক অগ্রগতিসহ বিভিন্ন তথ্যের ডিসপ্লে বোর্ড : ✅ আছে ❑ নাই
দেখুন
০৩. রেফারেল সেন্টারসহ প্রয়োজনীয় মোবাইল নং লেখাঃ ✅ আছে ❑ নাই
দেখুন
০৪.সংশ্লিষ্ট এলাকার সামাজিক মানচিত্র আছে কিনা? ✅ আছে ❑ নাই
দেখুন
০৫.বার্ষিক কর্মপরিকল্পনা আছে কিনা? (সিজি/সিএসজি) : ✅ আছে ❑ নাই
দেখুন
০৬. বিশেষ সেবা কর্ণার আছে কি? ( মাতৃদুগ্ধ/অন্যান) : ✅ আছে ❑ নাই
দেখুন
০৭. টিকাদান সিডিউল আছে কিনা? ✅ আছে ❑ নাই
দেখুন
পর্যবেক্ষণ করুন, সিএইচসিপিকে জিজ্ঞাসা করুন, প্রয়োজনে যাচাই করে দেখুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন) রেজিষ্টার ও ফরমেট
১. হাজিরা খাতা হালনাগাত ✅ আছে, ❑ নাই
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
দেখুন
হালনাগাদ বিষয়ে আপনার পর্যবেক্ষণঃ উত্তম সন্তোষজনক চলতিমান
✅ উত্তম, ❑ সন্তোষজনক, ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
০১. প্রশিক্ষণ সহায়িকা-১ম অংশ রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০২. মানব শরীর - ২য় অংশ রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৩. হাতে-কলমে প্রশিক্ষণ সহায়িকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৪. এ্যালগোরিদম রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৫. ঔষধের ব্যবহার নির্দেশিকা- পকেট বুক রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৬. সোনালী আলো রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৭. অটিজম নির্দেশিকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৮. ই-লানিং সিডিং রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৯. আইএমসিআই জবএইড রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
০৯.কম্পিউটার প্রশিক্ষণ সহায়িকা রেফারেন্স হিসেবে সংরক্ষিত ✅ আছে / ❑ নাই আপডেট দেখুন
ম্যানুয়াল ও স্বাস্থ্য শিক্ষা উপকরণ বিষয়ক আপনার পর্যবেক্ষণ আপনার মতামত দিনঃ উত্তম সন্তোষজনক চলতিমান
১. আপডেট দেখতে ক্লিক করুন.. ....
০১. বিপি মেশিন ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০২. স্ট্রেথোসকোপ ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৩. থার্মোমিটার ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৪. ওজন মাপার যন্ত্র ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৫. উচ্চতা মাপার যন্ত্র ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৬. মুয়াক টেপ ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৭. গ্লুকোমিটার ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৮. ইউরোস্টিকস্ ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
০৯. ল্যাপটপ ও মডেম ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
১০. হেমোস্ট্রিপ ✅ সচল / ❑ অচল আপডেট দেখুন
১১.ব্যবহারে দক্ষতা যাচাই করুন, মতামত দিনঃ ✅ উত্তম, ✅ সন্তোষজনক ✅ চলতিমান ✅ উন্নতি প্রয়োজন আপডেট দেখুন
পরিদর্শনকালে আগত একজন সেবাগ্রহীতার সাথে সিএইচসিপির কথোপোকথন (মিথস্ক্রিয়া) লক্ষ্য করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)
সেবাদান প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করছেন কিনা পর্যবেক্ষণ/প্রত্যক্ষ করুন
১১. ✅ সম্ভাষন, ✅ কুশলাদি বিনিময় ✅ ধৈর্য্য সহকারে শোনা ✅ আন্তরিকতা ও গোপনীয়তা ✅ প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা ✅ সেবাদানের তথ্য সংরক্ষণ ✅ প্রয়োজনীয় সেবা ও পরামর্শ আপডেট দেখুন
১১.ব্যবহারে দক্ষতা যাচাই করুন, মতামত দিনঃ ✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
আন্তঃ ব্যক্তিক যোগাযোগ, নাড়ী ও শ্বাসের গতি, শরীরের তাপমাত্রা, রক্তচাপ, উচ্চতা ও ওজন নেওয়া, ইডিমা ও রক্তস্বল্পতা নির্ণয়---
পরিচ্ছন্নতার ধারণা (হাত ধোয়া) ✅ পুষ্টি, ✅ মাতৃস্বাস্থ্য, ✅ শিশুস্বাস্থ্য ✅ এনসিডি, ✅ সিডি , ✅ পঃ পঃ , ✅ অন্যান্য
ভাষার ব্যবহার ও উপস্থাপন ভঙ্গিঃ সহজ ও আঞ্চলিক কিনা? ✅ হ্যাঁ ❑ না
স্বাস্থ্য শিক্ষা উপকরণের ব্যবহারঃ ✅ করে ❑ করেনা ❑ জানে না
১০. স্বাস্থ্য শিক্ষা প্রদানের তথ্য (রেজিষ্টারে) সংরক্ষণ করা হয় কিনা? ✅ হ্যাঁ ❑ না আপডেট দেখুন
কাউন্সেলিং দক্ষতা ও বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করুন(১/২ টি প্রশ্ন করুন . . )
একজন সেবাগ্রহীতার ইতিহাস গ্রহণ, প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা এবং পরামর্শ প্রদানের পর সিএইচসিপি'র (প্রদত্ত) ঔষধের যৌক্তিক ব্যবহার বিষয়ে জ্ঞান যাচাই করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)
সমস্যা নির্ণয়ের সাথে ঔষধ প্রদান যৌক্তিক হয়েছে কিনা যাচাই করুন (১ টি কেস)
সেবাগ্রহীতাকে প্রদত্ত ঔষধ ১)- -2
এর সঠিক ব্যবহার মাত্রা ✅ ডোজ, ✅ পার্শ্বপ্রতিক্রিয়া, ✅ সম্পর্কে সিএইচসিপি বলতে পারে কিনা?
কয়দিনের ঔষধ দেওয়া হয়েছে---
ঔষধ ব্যবহার বিষয়ে সেবাগ্রহীতাকে জানানো হয়েছে কিনা? ✅ হ্যাঁ ❑ না
প্রযোজ্য ক্ষেত্রে ১ টি কেস পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিষ্টারের কলামের তথ্য পূরণ করা আছে কিনা যাচাই করুন (প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন)
৮.১ এএনসি কেস পর্যবেক্ষণ, রেজিঃ পর্যালোচনা এবং জ্ঞান যাচাই করুন
০৭. ১. গর্ভবতীর ইতিহাস গ্রহণ করেছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
বয়স ❑ শেষ মাসিক শুরুর তারিখ ❑ মোট গর্ভ সংখ্যা ❑ টিটি টিকার ডোজ ❑ মোট জীবিত সন্তানের সংখ্যা ❑ অন্যান্য----- আপডেট দেখুন
০২ গর্ভবতীর প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করেছেন কিনা? ✅ হ্যাঁ ✅ উচ্চতা ✅ ওজন ✅ রক্তচাপ ✅ এনিমিয়া ✅ ইডিমা ✅ প্রস্রাব পরিক্ষা আপডেট দেখুন
০৩ কোন ঝুঁকিপূর্ন মা সনাক্ত ও রেফার করা হয়েছে কিনা ? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৪. গর্ভবতীকে কোন ঔষধ/আইএফএ দেওয়া হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৫. সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা? হ্যাঁ ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৬. ১. সেবাগ্রহীতাকে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) গর্ভকালীন যত্ন ✅ গর্ভাবস্থায় বিপদ চিহ্ন ✅ প্রসব পরিকল্পনা ✅ গর্ভাবস্থায় পুষ্টি ✅ আইএফএ গ্রহণ ✅ টিটি ও অন্যান্য টিকা ✅ রেফারেলে করণীয় ✅ - অন্যান্য-- ✅ ---- আপডেট দেখুন
. .. . . ....
✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
০১. প্রসূতি মা এর ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না ❑ তাপমাত্রা ❑ রক্তক্ষরন ❑ রক্তচাপ ❑ খিচুনি ❑প্রদাহ/ব্যাথা ❑ প্রস্রাবে জ্বালা ❑ আপডেট দেখুন
০২ নবজাতক এর ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না ❑ ওজন ❑ সায়ানোসিস ❑ জন্মগত ত্রুটি সনাক্তকরণ ❑ বুকের দুধ খাওয়া ❑ আপডেট দেখুন
০৩ প্রসূতি মাকে কোন ঔষধ দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৪ কোন প্রসবোত্তর জটিলতা চিহ্নিত ও রেফার করা হয়েছে কিনা? হ্যাঁ ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৫ সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
(পর্যবেক্ষনের সাথে সাথে পিএন সি কার্ড / সংশ্লিষ্ট রেজিষ্টার রিভিউ করুন)
আপডেট দেখুন
০৬ প্রসূতি মাকে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) প্রসূতি মায়ের বিপদ চিহ্ন ✅ নবজাতকের বিপদ চিহ্ন ✅ শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো ✅ ভিটামিন এ ✅ শিশুর টিকা ✅ প্রসূতি মায়ের পুষ্টি ❑ রেফারেলে করণীয় ❑ আপডেট দেখুন
০৭ সেবাগ্রহীতাকে পরিবার পরিকল্পনা বিষয়ে কোন সেবা/পরামর্শ দেওয়া হয়েছে কিনা? কাউন্সেলিং ও পরামর্শ ✅ হ্যাঁ কনডম খাবার বড়ি ✅ হ্যাঁ ইনজেক্টবল ✅ হ্যাঁ রেফারেলে করনীয় ✅ হ্যাঁ আপডেট দেখুন
কেস পর্যবেক্ষণ, রেজিষ্টার পর্যালোচনা এবং কাউনেসলিং এর জ্ঞান যাচাই করুন
০১. শিশুর সমস্যার ইতিহাস গ্রহণ ও প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা করা হয়েছে কিনা? হ্যাঁ ✅ / না ❑ লিঙ্গ ✅ বয়স ✅ ওজন ✅ উচ্চতা ❑ চামরার রং ❑ তাপমাত্রা ❑ শ্বাসের গতি ❑ সংক্রমন-- - আপডেট দেখুন
০২ ইতিহাস গ্রহণ ও প্রয়োজনীয় শারীরীক পরীক্ষা শেষে সমস্যা চিহ্নিত করা হয়েছে কিনা? হ্যাঁ ✅ / না ❑ খুব মারাত্নক রোগ ❑ নিউমোনিয়া ❑ সর্দি-কাশি ❑ ডায়রিয়া-আমাশয় ❑ জ্বর ❑ ম্যালেরিয়া ❑ কানের সমস্যা ❑ হাম ❑ নাভিতে সংক্রমন ❑ চোখ ওঠা ❑ আঘাত ❑ অন্যান্য- আপডেট দেখুন
০৩ শিশুকে কোন ঔষধ দেওয়া হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
দিলে তা যথার্থ হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
আপডেট দেখুন
০৪ শিশুর গ্রোথ মনিটরিং করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
৪.১
শিশুর মুয়াক নির্ণয় করা হয় কি না? ✅ হ্যাঁ / ❑ না
অপুষ্টির ধরন পরিমাপ ✅ হ্যাঁ
আপডেট দেখুন
০৫ কোন মারাত্মক রোগ/তীব্র অপুষ্টিতে আক্রান্ত কোন শিশুকে রেফার করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৬ সংশ্লিষ্ট রেজিষ্টারে উক্ত সেবাদানের তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না আপডেট দেখুন
০৭ শিশুর অভিভাবককে কোন স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? (অন্তত একটি ইস্যু) শিশুদের বিপদ চিহ্ন ✅ শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো ✅ শিশুর টিকা ও পার্শ্বপ্রতিক্রিয়া ✅ শিশুর সম্পূরক ও পরিপূরক খাবার ✅ শিশু বিকাশ পর্যবেক্ষন ✅ রেফারেলে করণীয় ✅ আপডেট দেখুন
কেস পর্যবেক্ষণ, রেজিষ্টার পর্যালোচনা এবং কাউনেসলিং এর জ্ঞান যাচাই করুন
ডায়বেটিস এর ক্ষেত্রেঃ
গ্লুকোজ টেস্ট ❑ পারিবারিক ইতিহাস ❑
উচ্চ রক্তচাপের ক্ষেত্রেঃ
ইতিহাস গ্রহণ ❑ লক্ষণ চিহ্নিতকরণ ❑ প্রেসার পরিমাপ ❑ পারিবারিক ইতিহাস ❑
উভয়ক্ষেত্রে সন্দেহজনক রোগীকে রেফার করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
রেজিষ্টার ও রেফারেল স্লিপে সঠিকভাবে তথ্য সংরক্ষণ করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
আপডেট দেখুন
সিসিতে রেফারেল লক্ষমাত্রা হচ্ছে মোট রোগীর কমপক্ষে ৩ শতাংশ, রেফারেল ইস্যু :
অসংক্রামক রোগ (ডায়াবেটিস, উচ্চরক্তচাপ) ❑
গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর জটিলতা ❑
শিশুর গুরুতর অসুস্থতা ❑
পরিবার পরিকল্পনা সেবা ❑
মারাত্মক পুষ্টি সমস্যা ❑
অন্যান্য--
সিসি হতে রোগী রেফার করা হলে যেকোন একটি কেস পর্যবেক্ষণ করুনঃ
রোগীর ইতিহাস গ্রহণ করা হয়েছিল কিনা? ✅ হ্যাঁ / ❑ না
রেফারের ধাপসমূহ অনুসরণ করা হয়েছে কিনা ? ✅ হ্যাঁ / ❑ না
রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
রোগ চিহ্নিত করেছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
রোগীর অভিভাবকদের অবহিত করা হয়েছে কিনা? হ্যাঁ ✅ হ্যাঁ / ❑ না
সংশ্লিষ্ট কেন্দ্রে জানানো হয়েছে কিনা? ✅ হ্যাঁ / ❑ না
মান সম্পর্কে মতামত দিন:
✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ
শারীরীক পরীক্ষা ❑
প্রয়োজনীয়তা ❑
কাউন্সেলিং ও পরামর্শ ❑
নেটওয়ার্কিং ❑
ফলোআপ ❑
আপডেট দেখুন
পূর্বীবর্তী পরিদর্শকের তথ্য ও তার ফিডব্যাক সম্পর্কে জানতে পরিদর্শন বহি পর্যবেক্ষন করুন
পর্যবেক্ষণ ও সিএইচসিপিকে প্রশ্ন করুন :
ফিডব্যাক সমূহের বাস্তবায়নের বর্তমান হার কি?
শেষ পরিদর্শনের তথ্যঃ কোন পর্যায়ের পরিদর্শক-
শেষ পরিদর্শকের ফিডব্যাক বাস্তবায়নের বর্তমান অবস্থা কি?
ফলোআপ করুন
মান সম্পর্কে মতামত দিন:
✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ
প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শনের ফিডব্যাক সমূহ যথাযথভাবে বাস্তবায়নের দিকনির্দেশনা দিন
আপডেট দেখুন
পর্যবেক্ষণ ও সিএইচসিপিকে প্রশ্ন করুন :
অনলাইনে বিগত মাসের তথ্য প্রদান করা হয়েছে কিনা পর্যবেক্ষণ করুন ড্যাশবোর্ড প্রদর্শন করতে পারে কিনা ( পর্যবেক্ষণ করুন)
মান সম্পর্কে মতামত দিন:
✅ উত্তম, ❑ সন্তোষজনক ❑ চলতিমান, ❑ উন্নতি প্রয়োজন
মান কাঙ্খিত না হলে মেন্টরশীপ
অনলাইন তথ্যের গুণগত মান উন্নয়নের জন্য তাকে নির্দেশনা প্রদান করুন।
এইচআরএমর তথ্য অনলাইনে যথাযথভাবে পূরণের নির্দেশনা দিন।
আপডেট দেখুন
চিহ্নিত প্রধান সমস্যাসমূহঃ
. . . . . . . . . .. . . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
আপডেট দেখুন
পরিদর্ষনকৃত কমিউনিটি ক্লিনিকটির সার্বিক কার্যক্রম সন্তোষজনক। সিএইচসিপি মো: ফরহাদ হোসেনের উত্তরোত্তর সার্বিক সফলতা কামনা করছি।
|
কর্মরত সেবাদানকারীর স্বাক্ষর |
|
পরিদর্শনকারীর স্বাক্ষর (সিলমোহর সহ) |




0 মন্তব্য(গুলি):