মডেল কমিউনিটি ক্লিনিক এবং সততা স্টোর
মডেল কমিউনিটি ক্লিনিক এবং সততা স্টোর চালু করা হলো বিএমআরসি ভবন ঢাকায়। বিএমআরসি ভবনের দোতলায় কমিউনিটি ক্লিনিক এর হেড অফিসে কর্মরত কর্মচারী ও আগত অতিথিদের জন্য চালু করা হলো মডেল কমিউনিটি ক্লিনিক ও সততা স্টোর। ডাক্তারের সুবিধা ও ২২ ধরনের ঔষধের সুবিধা এখান থেকে দেয়া হবে। আরও বাড়তি সুবিধা সংযোজন করা হয়েছে সততা স্টোর চালু করে। এই স্টোরে ঠান্ডা পানীয় এবং হালকা শুকনা খাবার(বিস্কিট চকলেট) পাওয়া যাবে। মূল্য পরিশোধ নিজ দায়িত্বে করতে হবে পাশে রক্ষিত বক্সে। দূর দুরান্ত থেকে আগত অতিথিরাও এই সুবিধা নিতে পারবে।
![]() |
| ২২ ধরনের ঔষধের সুবিধা |
![]() |
| মডেল কমিউনিটি ক্লিনিক এবং সততা স্টোর এর শুভ উদ্ভোদন |
![]() |
| স্টোরে ঠান্ডা পানীয় এবং হালকা শুকনা খাবার |
![]() |
| ২২ ধরনের ঔষধের সুবিধা |
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
,%20.jpg)
0 মন্তব্য(গুলি):