Resent Post
Loading...

ইউএনও কমিউনিটি ক্লিনিক ভিজিট

ইউএনও কমিউনিটি ক্লিনিক ভিজিট

০২/০২/২০১৯ ইং তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী স্যার, অত্র চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের  খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে আকস্মিক ভাবে দুপুর ১২ ঘটিকার সময় পরিদর্শন করেন


ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যার ও সিএইচসিপি


       মোঃ গোলাম রব্বানী স্যার কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন দিক ঘুবে দেখেন এবং সিএইচসিপিকে উপদেশ দেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরো বেশি নজর দিতে আদেশ দেন সিএইচসিপিকে ।


ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যার ও সিএইচসিপি



ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যার ও সিএইচসিপি
একজন জনবান্ধব কর্মকর্তা
চিরিরবন্দর ইউএনও মোঃ গোলাম রব্বানী.....

         সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভাব অভিযোগই কেবল শোনা যায় নিত্য তবে তাদের মাঝে বতিক্রমও পাওয়া যায় কাউকে কাউকে যারা নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের আস্থারস্থল প্রিয় মানুষ হয়ে ওঠেন হয়রানি থেকে মুক্তি দেন মানুষকে, নিজের সরকারি দপ্তরকে করে তোলেন জনবান্ধব তেমনই একজন ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যার
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী স্যার তার মেধা কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন
উপজেলার বিভিন্ন অফিস থেকে অনিয়ম-দূর্নীতি প্রতিরোধ করে মডেল উপজেলায় রুপান্তরিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছেন তিনি সে যোগদানের পর উপজেলার অফিসের দৃশ্যপট পাল্টে গেছে গতিশীল হয়েছে কাজ, দুর হয়েছে সেবা প্রার্থীদের হয়রানি  ভোগান্তি
       ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যাররের ব্যক্তিত্বসদচারণ  সরকারি নির্দেশ পালনে পূর্ণ আনুগত্য ন্যায়-নিষ্ঠাবান  বিনয়ী কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে জেলা  উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রিয় হয়ে উঠেছেন তিনি
প্রকৃতপক্ষে তিনি একজন ভদ্রসৎ এবং মেধাবী কর্মকর্তা
UNO মোঃ গোলাম রব্বানী স্যার  এর আচার  আচরণ সততা দেশপ্রেম দৃঢ়তা আসলেই সকল প্রশ্নের ঊর্ধ্বে

প্রকৃতপক্ষে তিনি একজন ভদ্রসৎ এবং মেধাবী কর্মকর্তা।

স্যার পরিদর্ষন শেষে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের এর পার্শে খেড়কাটি হাফিজিয়া মাদ্রাসা যান এবং হাফেজ পড়ুয়া ছাত্রদের সঙ্গে কথা বলেন।





ইউএনও মোঃ গোলাম রব্বানী ও হাফেজিয়া ছাত্র


ইউএনও মোঃ গোলাম রব্বানী স্যার হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ১টি করে কম্বল বরাদ্ধ দেন এবং খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে ১টি টিউবয়েল জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে বরাদ্ধ দেন।




Bootstrap Example










খেড়কাটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য ভিজিট দেখতে

Move the mouse over the arrow icon to open the dropdown menu.









ভাল লাগলে শেয়ার করুন


0 মন্তব্য(গুলি):