ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সাথে চিরিরবন্দরে হাসপাতালের মত বিনিময়
দিনাজপুর জেলার চিরিরবন্দরে গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটি সাথে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মতবিনিময় সভা
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি, ও চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি সকল চিরিরবন্দর হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন -
চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি সকল চিরিরবন্দর হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন -
ডেলিভারী রুম পরিদর্শন
০৫/০৯/২০১৮ ইং রোজ বুধবার সকাল দশটায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে জনসম্পৃক্ততামূলক স্বাস্থ্য সেবা ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটির সাথে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সহ অনেকে -
আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্যারের বক্তব্য-
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্যারের বক্তব্য
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি স্যারের বক্তব্য ভিডিও
পরে স্যারদের সন্মাননা স্মারক দেয়া হয় --
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, চিরিরবন্দর হাসপাতালের পক্ষে ফুল দিয়ে গ্রহন। |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জেলা-উপজেলা সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জনসম্পৃক্ত চৌগাছা-ঝিনাইদহ (সিজে) মডেল সম্প্রসারণ করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে। তার অংশ হিসেবে ০৫/০৯/১৮ তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজে মডেল সম্প্রসারণ জাতীয় কমিটি এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি, ও চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি সকল চিরিরবন্দর হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন -
চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি সকল চিরিরবন্দর হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন -
ডেলিভারী রুম পরিদর্শন
০৫/০৯/২০১৮ ইং রোজ বুধবার সকাল দশটায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে জনসম্পৃক্ততামূলক স্বাস্থ্য সেবা ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটির সাথে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সহ অনেকে -
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আজমল হক এর সভাপতিত্বে চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির মতবিনিময় উপস্থিত ছিলেন -
০১. অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি।
০২. ডাঃ আজমল হক, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ।
০৩. ডা. মওলা বকস, সহকারী পরিচালক (সমন্বয়) স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক সিভিল সার্জন, দিনাজপুর,
০৪. ডা: মোস্তাফিজুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগ।
০৫. ডা. আব্দুল কুদ্দুস, সিভিল সার্জন, দিনাজপুর।
০৬. ডা.সৌমেন সরকার, মেডিকেল অফিসার, সমন্বয় ও সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর।
০৭. ডা. ইমদাদুল হক, জাতীয় পরামর্শক, চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি
০৮. ডাঃ ইকবাল আনেয়ার,প্রেজেষ্ট ডিরেক্টর, SHARE, icddr,b .
০৯. ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব আনিসুর রহমান খোকা।
১০. ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তর,
১১. জনাব গোলাম রব্বানী, উপজেলা নিবার্হী অফিসার, চিরিরবন্দর।
১২. ডা. মাহমুদ রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মনপুরা।
১৩. ডাঃ মূর্তজা আল-মামুন, আবাসিক মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।
১৪. জনাব ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিরিরবন্দর।
১৫. ডা. জাহেদুল ইসলাম, মেডিকেল অফিসার, সমন্বয় ও সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর।
১৬। রেজাউল করিম, মেডিকেল অফিসার এমওএমসিএইচ-এফপি।
১৭।ডাঃ সন্দিপন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট , অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।
১৮। ডাঃ ডা. জাহাঙ্গির কবির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ, দিনাজপুর।
১৯। অত্র স্বাস্থ্য কমেপ্লেক্সের মিডওয়াইফ ও নার্সিং অফিসারগন এবং অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ।
২০. আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান।
২১. আয়ুবুর রহমান শাহ, সভাপতি, উপজেলা আওয়ামীলীগের
২২. মনজুরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর।
২৩. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, চিরিরবন্দর, দিনাজপুর।
২৪. জনাব মোতালেব হোসেন, সমাজসেবক, চিরিরবন্দর, দিনাজপুর।
২৫. জসিম উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার।
২৬. আরো অনেকে
ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
০২. ডাঃ আজমল হক, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ।
০৩. ডা. মওলা বকস, সহকারী পরিচালক (সমন্বয়) স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক সিভিল সার্জন, দিনাজপুর,
০৯. ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব আনিসুর রহমান খোকা।
১০. ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তর,
১১. জনাব গোলাম রব্বানী, উপজেলা নিবার্হী অফিসার, চিরিরবন্দর।
১৩. ডাঃ মূর্তজা আল-মামুন, আবাসিক মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।
১৪. জনাব ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিরিরবন্দর।
১৫. ডা. জাহেদুল ইসলাম, মেডিকেল অফিসার, সমন্বয় ও সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর।
১৬। রেজাউল করিম, মেডিকেল অফিসার এমওএমসিএইচ-এফপি।
১৭।ডাঃ সন্দিপন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট , অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।
১৮। ডাঃ ডা. জাহাঙ্গির কবির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ, দিনাজপুর।
১৯। অত্র স্বাস্থ্য কমেপ্লেক্সের মিডওয়াইফ ও নার্সিং অফিসারগন এবং অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ।
সভার শুরুতে ইউএইচএফপিও ডা. আজমল হক, চিরির বন্দর স্বাস্থ্যসেবার প্রশংসনীয় দিকসমূহ ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
ডা. আজমল হক ৪ (চার) মুল নিতির উপর বিস্তারিত বলেন-
০১. সৌন্দর্য বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য ক্লিন ইনোভিটিব থিউরি:
৩. সমন্বিত স্বাস্থ্য ব্যাবস্থাপনায় স্বচ্ছ নেতৃত্বে ও টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান জনশক্তিকে উৎসাহ, উদ্দীপনা ও মুল্যায়নের মাধ্যমে জনসম্পদে পরিনত করা।(Integrated Management of hospital by Transparent leadership and Team Works )
০৪. মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত স্বাস্থ্যনীতির বাস্ত্যবায়নে এবং মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছানোর নিমিত্তে গৃহীত কার্যক্রম বাস্ত্যবায়নের জন্য পদক্ষেপসমুহ: 'শেখ হাচিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ'
presentation টি দেখতে ক্লিক করুন
০১. presentation টি Mediafire-এ ডাউনলোড করতে
ক্লিক হেয়ার
ডা. আজমল হক, ইউএইচএফপিও চিরিরবন্দর স্যারের বক্তব্য ভিডিও
ডা. আজমল হক ৪ (চার) মুল নিতির উপর বিস্তারিত বলেন-
০১. সৌন্দর্য বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য ক্লিন ইনোভিটিব থিউরি:
ক. অভ্যন্তরীন
সৌন্দর্য বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা,
খ. প্রত্যেক
ইউনিট এর ইনচার্জ সংশ্লিষ্ট বিভাগের পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বৃদ্ধির মুল ভুমিকা
পালন করবে।
গ. হাসপাতালের
অভ্যন্তরীন সৌন্দর্য বৃদ্ধির জন্য Plantation এবং বর্জ্য ব্যবস্থাপনা।
ঘ. হাসপাতালের চত্তরের সৌন্দর্য বৃদ্ধির ও পরিষ্কার পরিচ্ছন্নতা
বজায় রাখার জন্য হাসপাতালের সন্মুখে-
পুষ্প উদ্যান,
পুষ্টি উদ্যান, ভেষজ উদ্যান এবং পরিত্যাক্ত জায়গায় বৃক্ষ রোপন বাস্তবায়ন।
০২.
SDG অর্জনের জন্য প্রতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বাড়ানোর জন্য গৃহীত কার্যক্রম:
ক. প্রসুতি
কার্ড,
খ. ডেলিভারী
মাদের উপহার সামগ্রী,
গ. সকল
ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ,
ঘ. গর্ভবতী
মাদের ফ্রি এ্যাম্বুলেন্স।
৩. সমন্বিত স্বাস্থ্য ব্যাবস্থাপনায় স্বচ্ছ নেতৃত্বে ও টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান জনশক্তিকে উৎসাহ, উদ্দীপনা ও মুল্যায়নের মাধ্যমে জনসম্পদে পরিনত করা।(Integrated Management of hospital by Transparent leadership and Team Works )
০৪. মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত স্বাস্থ্যনীতির বাস্ত্যবায়নে এবং মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছানোর নিমিত্তে গৃহীত কার্যক্রম বাস্ত্যবায়নের জন্য পদক্ষেপসমুহ: 'শেখ হাচিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ'
ক. কমিউনিটি ক্লিনিকে জনগনের অংশগ্রহন বড়িয়ে আরো জনবান্ধব
করা।
খ. ফুট ট্রে ডিসপ্লে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শর মাধ্যমে
জনগনকে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলা।
গ. নিজস্ব অর্থায়নে কমিউনিটি ক্লিনিকগুলো রং করা, সিসিতে
বাগান করা।
ঘ. নিয়মিত মা সমাবেশ ও উঠান বৈঠক করা ।
ডা. আজমল হক স্যারের বক্তব্য |
presentation টি দেখতে ক্লিক করুন
০১. presentation টি Mediafire-এ ডাউনলোড করতে
ক্লিক হেয়ার
ডা. আজমল হক, ইউএইচএফপিও চিরিরবন্দর স্যারের বক্তব্য ভিডিও
এ সময় বক্তারা বলেন,
দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা ঝিনাইদহ মডেল কমিটি পথপ্রদর্শক। এ দুটি মডেল কমিটি মাধ্যমে চিরিরবন্দরে জনসম্পৃক্ততামূলক স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন ঘটানো সম্ভব দেশের প্রান্তিক পর্যায়ে নানা ধরনের স্বাস্থ্য অবকাঠামো সৃষ্টি হলেও এখনও পর্যাপ্ত লোকবাল নেই অনেক উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন পদ সৃষ্টি হয়নি আবার অনেক জায়গায় পদ সৃষ্টি হলেও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়নি। ফলে সেবা পেতে রোগীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে ‘চৌগাছা-ঝিনাইদহ মডেল’ কাজে লাগনো যেতে পারে।
বক্তরা বলেন, চিরিরবন্দর হাসপাতাল জনবল সংকট থাকার সত্তেও সেবা পষ্কিার পরিচ্ছন্ন, বাগান সব মিলে এটি একটি মডেল।
ডাঃ ইকবাল আনেয়ার,প্রেজেষ্ট ডিরেক্টর, SHARE, icddr,b |
ডা. মওলা বকস, সহকারী পরিচালক
(সমন্বয়) স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক সিভিল সার্জন, দিনাজপুর স্যারের বক্তব্য
ডা. মওলা বকস, সহকারী পরিচালক (সমন্বয়) স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক সিভিল সার্জন, দিনাজপুর |
ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তরের স্যারের বক্তব্য-
ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তর |
ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিভিল সার্জন, দিনাজপুর, স্যারের বক্তব্য--
ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিভিল সার্জন, দিনাজপুর |
মো: সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ সিটি কর্পোরেশন, ঝিনাইদহ ও সাধারন সম্পাদক জেরা আওয়ামিলিক ঝিনাইদহ স্যারের বক্তব্য-
মো: সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ সিটি কর্পোরেশন, |
আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্যারের বক্তব্য-
আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান। |
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্যারের বক্তব্য
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি স্যারের বক্তব্য ভিডিও
পরে স্যারদের সন্মাননা স্মারক দেয়া হয় --
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তর, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
ডা. আব্দুল কুদ্দুস, সিভিল সার্জন, দিনাজপুর, |
ডাঃ ইকবাল আনেয়ার,প্রেজেষ্ট ডিরেক্টর,
SHARE, icddr,b .
|
ডা. ইমদাদুল হক, জাতীয় পরামর্শক, চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটি, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
ডা. জাহেদুল ইসলাম, মেডিকেল অফিসার, সমন্বয় ও সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
ডাঃ রুসেলী হক, পরিচালক, পরিকল্পনা ও গবেষনা ,স্বাস্থ্য অধিদপ্তর, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
ডা. মওলা বকস, সহকারী পরিচালক (সমন্বয়) স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক সিভিল সার্জন, দিনাজপুর, স্যারকে চিরিরবন্দর হাসপাতালের পক্ষে সন্মাননা স্মারক দেয়া হচ্ছে। |
দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটি পথপ্রদর্শক।
‘চৌগাছা-ঝিনাইদহ মডেল’ -
তারা স্থানীয় জনগনের মাধ্যমে অথ্যাৎ জনসম্পৃক্ততায় হাপাতালের জনবল ও অন্যান্য অবকাঠামো পুরন করে সেবার মান অমুল পরিবর্তন ঘটায়।
ঠিক তেমনি ডা. আজমল হকের নিরলস পরিশ্রমে চিরিরবন্দর হাসপাতালের স্বাস্থ্য সেবা ও পরিষ্কার পরিচ্ছন্ন ,পুষ্প উদ্যান, পুষ্টি উদ্যান, ভেষজ উদ্যান এবং পরিত্যাক্ত জায়গায় বৃক্ষ রোপন বাস্তবায়নে চিরির বন্দর একটি মডেল সম্ভাবনা।
স্থানীয় নেতৃবৃন্দ সিজে মডেল বাস্তবায়নে চিরির বন্দরের স্বাস্থ্য সেবা উন্নয়নে সর্বপ্রকার সহায়তা দেবার অঙ্গিকার করেন।
চিরিরবন্দর হাসপাতালের অন্যান্য সাফল্য দেখতে
Move the mouse over the arrow icon to open the dropdown menu.
ডা. আজমল হক, দিগ্বিজয়ী, পরাক্রান্ত, সৎ, দৃঢ় সংকল্পবদ্ধ, ন্যায়নিষ্ঠ, নিপুণ যোদ্ধা
0 মন্তব্য(গুলি):